নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

৮৩১আবীর১৯৮৩

৮৩১আবীর১৯৮৩ › বিস্তারিত পোস্টঃ

এতএব বিএনপি-জামাত কর মাস্তি লাগাও তালিয়া

২৬ শে নভেম্বর, ২০১৫ সকাল ১০:২৬

বাংলাদেশের চলমান সংকটের অবসান এবং একটি বিশ্বাসযোগ্য, সুষ্ঠু, স্বচ্ছ ও অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য সবগুলো রাজনৈতিক দলকে নিয়ে সংলাপে বসতে সরকারের প্রতি জোরালো আহ্বান জানাতে ইউরোপীয় পার্লামেন্টে একটি প্রস্তাব পেশ করেছে ইউরোপীয় একটি রাজনৈতিক জোট। এ ছাড়া গণতান্ত্রিক সুশাসন পুনর্বহাল নিশ্চিত না হওয়া পর্যন্ত বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্পর্ক পর্যালোচনার আহ্বানও দেওয়া হয়েছে ওই প্রস্তাবে।----- প্রথমআলো (ঢাকা, বুধবার, ২৫ নভেম্বর ২০১৫, ১১ অগ্রহায়ণ ১৪২২, ১২ সফর ১৪৩৭)

এতএব বিএনপি-জামাত কর মাস্তি লাগাও তালিয়া।
আওয়ামিলীগ দাও গালে হাত।


একটি স্বাধীন দেশের জন্য সংবাদটি কতটা বেদনার তা যে কেউ দল প্রেমে অন্ধ না হলে বুঝতে পারবে।
বুবু ভারতের কাধে ভর দিয়ে ক্ষমতাকে চিরস্থায়ী করতে চায়, তাতে গনতন্ত্র, দেশ জাহান্নামে যাক বুবুর কিছু যায় আসে না।
আর ম্যাডাম আমেরিকা ইউরোপকে নালিশ করে সালিশ বসাতে চায়, তাতে জনগন না খেয়ে মরুক তার আপত্তি নেই।
যদি খালেদা আসলেই দেশের কল্যান চান তবে বলুক তাদের, জনগনের পেটে লাথি পড়বে এমন যে কোন পদক্ষেপ নিতে যেন কেউ চেষ্টা না করে।
বলুক হাসিনা একটি সুষ্ঠ র্নিবাচনই তো চাওয়া যে নির্বাচনের সময় তিনি প্রধানমন্ত্রী থাকবেন না, দেবেন তিনি সে নির্বাচন।
এরাসব সাধারন জোচ্চর থেকে বড় জোচ্চর।
এদেশ, এদেশের জনগন এদের ভাবনার বিষয় নয়। এদের ভাবনার বিষয় ক্ষমতা, ক্ষমতা এবং ক্ষমতা।
যেসব দেশের প্রতি ইউরোপ আমেরিকা খড়গহস্ত হয়েছে তাদের করুন পরিনতির কথা আমরা জানি। আমরা কেন তাদের সুযোগ দিচ্ছি ? ক্ষমতার পিপাসা আমাদের অন্ধ করে দিয়েছে।
হাসিনা খালেদা দু’জনকেই বলিদেশের স্বার্থে,জনগনের স্বার্থে এবার একটু ক্ষান্ত দেন।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৬ শে নভেম্বর, ২০১৫ দুপুর ২:৪৯

জনতার রায় বলেছেন: সারা বিশ্বের সব মানুষ একজোট হলেও হাসিনাকে ক্ষমতা থেকে নামাতে পারবেনা।

২৬ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:১৭

৮৩১আবীর১৯৮৩ বলেছেন: ক্ষমতা তো একদিন ছাড়তেই হবে। দুদিন আগে আর পরে।

২| ২৬ শে নভেম্বর, ২০১৫ দুপুর ২:৫১

মিলন হোসেন১৫৮ বলেছেন: মনে হয় ত্ররা কেউ ক্ষান্ত হবে না

৩| ২৬ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:১৭

৮৩১আবীর১৯৮৩ বলেছেন: সেটাইতো বিপদ

৪| ৩০ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:৩২

চাঁদগাজী বলেছেন:

কেহ গণতন্ত্র চাইলে, সে বিএনপি'কে চাওয়া ঠিক হচ্ছে না; দলের সভাপতি ৩২ বছর একই যায়গায়, ইঃা গণতান্ত্রিক দল নয়।

০৫ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:১০

৮৩১আবীর১৯৮৩ বলেছেন: বাংলাদেশের একটা গনতান্ত্রিক দলের নাম বলুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.