নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

৮৩১আবীর১৯৮৩

৮৩১আবীর১৯৮৩ › বিস্তারিত পোস্টঃ

রাসূল (সা) নারীটিকে প্রশ্ন করলেন একবারও কি মিলন হয়নি ?

০৫ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৪৩

ঘটনা ১. রাসূল (সা) এর দরবারে এক নারী এলেন। তার প্রথম স্বামী তাকে তালাক দিয়েছিল। তিনি রাসূল (সা) এর কাছে এসে তার ওড়নার আচল নাড়িয়ে দেখিয়ে বলল আমার দ্বিতীয় স্বামী এরকম নরম। ইশারা ছিল দ্বিতীয় স্বামীর যৌন অক্ষমতার। রাসূল (সা) প্রশ্ন করলেন একবারও কি মিলন হয়নি ? তিনি বললেন না। রাসূল (সা) বললেন তাহলে সে প্রথম স্বামীর কাছে যেতে পারবে না। (তবে চাইলে তৃতীয় বিয়ে করে নিতে পারে)

একজন নারী কতটুকু স্বাধীন হলে এ ধরনের বিষয় প্রকাশ্যে উত্থাপন করতে পারে ? রাসূল (সা) কি তাকে তিরষ্কার করেছিলেন ?

উল্লেখ্য ইসলামের বিধান হল কোন নারী যদি স্বামী যৌনতায় অক্ষম হয় তবে ইসলামী আদালতের মাধ্যমে তালাক নিতে পারেন।

ঘটনা ২. উমর (রা) এক জনসমাবেশে ভাষন দিচ্ছেন তিনি পুরুষদের নিষেধ করলেন যাতে তারা অধিক পরিমান মোহর না দেন।
সাথে সাথে একজন নারী প্রকাশ্যে বিরোধিতা করল। নারীটি বলল হে উমর আল্লাহ যেখানে কম বেশী সব পরিমনাই জায়েজ রেখেছেন (মানে নারী চাইলে অধিক মোহরও দাবি করতে পারেন) তাহলে তুমি কে যে কম মোহর দেয়ার কথা বলছ ?

ঘটনা ৩. এক সাহাবী (রা) একজন মহিলা সাহাবীকে খুব পছন্দ করতেন। তিনি তাকে পাওয়ার জন্য খুব কাদতেন। এমনকি চোখের পানিতে তার দাড়ি ভিজে যেত । রাসূল (সা) সাহাবীর এ অবস্থা দেখে খুব ব্যাথা পেলেন। তিনি সেই মহিলাকে ডেকে বললেন তুমি ঐ সাহাবীকে বিয়ে করে নাও। মহিলা উত্তর দিলেন এটা কি আপনি নবী হিসাবে আদেশ ? (মানে এটা আল্লাহ তাআলা থেকে হুকুম কি না) রাসূল (সা) বললেন না তা নয় বরং তিনি সাধারন মানুষ হিসাবেই কথাটি বলেছেন। তখন মহিলা সাহবী বললেন তাহলে আমি তাকে বিয়ে করব না। রাসূল (সা) মহিলা সাহাবীকে কোন তিরস্কার করলেন না। আর সাহাবাকে বললেন ধৈর্য্য ধারন করতে।

কতটুকু স্বাধীনতা ছিল ? একজন নবী , রাষ্টপ্রশাসক (যে সময় সারা দুনিয়াতে চলত রাজতন্ত্র) তার মুখের উপর মানা করে দিলেন ? কতটুকু স্বাধীনতা ইসলাম তাকে দিয়েছে ?

মন্তব্য ৫০ টি রেটিং +৭/-০

মন্তব্য (৫০) মন্তব্য লিখুন

১| ০৫ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৫৯

এম.এইচ.সজিব বলেছেন: সুন্দর পোস্টের জন্য ধন্যবাদ।

০৫ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:১৬

৮৩১আবীর১৯৮৩ বলেছেন: আপনাকেও ধন্যবাদ

২| ০৫ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:১০

অবিবাহিত ছেলে বলেছেন: সুন্দর ও সাবলীল পোস্ট ।

০৫ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:১৭

৮৩১আবীর১৯৮৩ বলেছেন: আপনাকেও ধন্যবাদ।

৩| ০৫ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:১৮

পদ্মা_েমঘনা বলেছেন: সুন্দর পোষ্ট।+++

০৫ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৯

৮৩১আবীর১৯৮৩ বলেছেন: আপনাকে ধন্যবাদ।

৪| ০৫ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:২৮

চাঁদগাজী বলেছেন:


আজকের একজন সাধারণ মানুষ এরিস্টেটল থেকেও বুদ্ধিমান

০৫ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৬

৮৩১আবীর১৯৮৩ বলেছেন: তাহলে আপনি বড় এরিস্টটল। জাতি আপনাকে চিনতে পারল না। আফসোস....................

৫| ০৫ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:২৯

চাঁদগাজী বলেছেন:


মক্কা মদীনা দরিদ্র গ্রাম ছিল, কারো কিছুই ছিলো না।

০৫ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৯

৮৩১আবীর১৯৮৩ বলেছেন: হুম দুনিয়া চাদগাজী নামক এসব জ্ঞানী গুনীকে চিনল না। দুষ্ক দুষ্ক দুষ্ক...........

৬| ০৬ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৩২

অতঃপর হৃদয় বলেছেন: খুব ভাল।

০৬ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:২৪

৮৩১আবীর১৯৮৩ বলেছেন: ধন্যবাদ

৭| ০৬ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৩৫

রাতুল_শাহ বলেছেন: জেনে ভালো লাগলো..........

ভাই কোন বই এর রেফারেন্স দেওয়া যেতে পারে?

০৬ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:২৭

৮৩১আবীর১৯৮৩ বলেছেন: আসলে বহু আগে পড়া। পোস্টটি করব এরকম চিন্তা ছিল না। এক ভাইয়ের পোষ্টে কমেন্ট করতে গিয়ে চিন্তা করলাম এটা পোষ্ট আকারেই দেয়া যেতে পারে। তবে রেফারেন্স খুজে পেলে এডিট করে দেব রেফারেন্সসহ। পড়ার সময় বিশুদ্ধ রেফারন্সসহ পড়েছিলাম এটুকু মনে আছে।

৮| ০৬ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৫৪

উচ্ছল বলেছেন: পোস্টের হাদীসগুলো ইতিপূর্বে পড়েছি। আসলেই ইসলামে নারীকে যথাযোগ্য অধিকার দিয়েছে।

০৬ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:২৮

৮৩১আবীর১৯৮৩ বলেছেন: সঠিক বলেছেন।

৯| ০৬ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৪৪

রুদ্র জাহেদ বলেছেন: শেয়ার করার জন্য ধন্যবাদ :)

০৬ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:২৮

৮৩১আবীর১৯৮৩ বলেছেন: আপনাকেও ধন্যবাদ।

১০| ০৬ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৩৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: পোস্টটি ভাল লাগলো ।
শরিয়া ভিত্তিক পোস্ট সমুহে রেওায়েত অত্যাবশ্যক । অন্যথায় এর গ্রহন যোগ্যতা থাকে না ।

চমৎকার পোস্ট টিতে আপনি অবশ্যই হাওয়ালা সংযুক্ত করুন ।

০৬ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৪১

৮৩১আবীর১৯৮৩ বলেছেন: একটু সময় দিন ভাই। বিদেশ থাকি বইপত্র সঙ্গে নাই। স্মৃতি থেকে লেখা। হাওয়ালা মুখস্ত করি নাই। তবে দিতে পারব এটা নিশ্চিত। কারন পড়ার সময় রেফারেন্স দেখেছিলাম।

১১| ০৬ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:২৫

৮৩১আবীর১৯৮৩ বলেছেন: উমর (রা) এর ঘটানার রেফারেন্স : ফতহুল বারী (ইবনে হাজার আসকালানী) বাকি গুলো খুজে দেখছি ।

১২| ০৬ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৩০

গেম চেঞ্জার বলেছেন: ইসলামে আসলে নারীদের যেভাবে দেখে সেটা টেনেটুনে রাবারড করা হইসে....

০৬ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৩৬

৮৩১আবীর১৯৮৩ বলেছেন: আপনার মন্তব্য " সেটা টেনেটুনে রাবারড করা হইসে" ঠিক বুঝলাম না।

১৩| ০৬ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৪৪

গেম চেঞ্জার বলেছেন: মানে মোল্লাদের কথা। নিজেদের ব্যবসা তৈরি করতে ইসলামকে টেনেটুনে কঠিন করে ফেলছে। মানুষকে কম গুরুত্বের জিনিসকে বেশি গুরুত্ব দেয়ার ব্যবস্থা করিয়েছে নিজেদের লাভের আশায়। এটাই বলতে চেয়েছি।

১৪| ০৬ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৫২

৮৩১আবীর১৯৮৩ বলেছেন: হুম। সব মানুষ সমান হয় না। আমাদের একই সংবিধানের ছাত্র হয়ে কেউ রফিকুল হয় কেউ মওদুদ হয়। আরো কত কি হয় ? তাই প্রকৃত আল্লাহ ভীতি কারো না থাকলে সে যে কোন কিছু করতে পারে। দোষটা ব্যক্তির ধর্মের নয়।

১৫| ০৬ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৩১

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: ইসলাম নারীদের শ্রেষ্ট আসনে বসিয়েছে তাতে কোন সন্দেহ নাই ..........খারাপ ভাল সবার মধ্যেই আছে ....

০৬ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৩৩

৮৩১আবীর১৯৮৩ বলেছেন: সহমত

১৬| ০৬ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৩২

সারোয়ার ইবনে গিয়াস বলেছেন: এরকম পড়েছি কোথাও। ঠিকই আছে মনে হয়। ভালো লাগলো।

০৬ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৪৫

৮৩১আবীর১৯৮৩ বলেছেন: উমর (রা) ঘটনাটির রেফারেন্স পেয়েছি বাকিগুলো খুজছি। পড়েছি রেফারেন্সসহ স্পষ্ট মনে আছে কিন্তু রেফারেন্সটা মনে নেই। পাওয়া মাত্র সংযোজন করে এডিট করব ইন শা আল্লাহ। মন্তব্যের জন্য ধন্যবাদ।

১৭| ০৬ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৩৮

আহলান বলেছেন: হুমমম ...ঠিক ... এমনিই তো হবে ...ইসলাম তো গায়ের জোরে চাপিয়ে দেয়া কিছু নয় ...

০৬ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৪৬

৮৩১আবীর১৯৮৩ বলেছেন: জ্বী আপনি ঠিক বলেছেন। মন্তব্যের জন্য ধন্যবাদ ।

১৮| ০৬ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪৬

আরজু পনি বলেছেন: ভালো লাগলো...
তারমানে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা তখন ছিল.।অথচ এতো বছর পার করার পর দেখা যায় নারীদের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাই নেই !

পোস্টের গ্রহণযোগ্যতা বৃদ্ধির জন্যে সূত্র জরুরী ।
ধন্যবাদ শেয়ার করার জন্যে ।

০৬ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০৫

৮৩১আবীর১৯৮৩ বলেছেন: হুমম সেটাই তো সমস্যা। যে বিষয়গুলো লজ্জার নয় আমরা তাকে লজ্জার বানিয়েছি আর যা লজ্জার তাকে আমরা আধুনিকতা বানিয়েছি।


উমর (রা) ঘটনাটির রেফারেন্স পেয়েছি বাকিগুলো খুজছি। পড়েছি রেফারেন্সসহ স্পষ্ট মনে আছে কিন্তু রেফারেন্সটা মনে নেই। পাওয়া মাত্র সংযোজন করে এডিট করব ইন শা আল্লাহ। মন্তব্যের জন্য ধন্যবাদ।

১৯| ০৬ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:১২

তুষার আহাসান বলেছেন: ধন্যবাদ শেয়ার করার জন্যে ।

০৬ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:২২

৮৩১আবীর১৯৮৩ বলেছেন: আপনাকেও ধন্যবাদ।

২০| ০৬ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:২৩

নীল কপোট্রন বলেছেন: ভালো লাগলো!

০৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:১৭

৮৩১আবীর১৯৮৩ বলেছেন: ধন্যবাদ

২১| ০৬ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:২৫

তামান্না তাবাসসুম বলেছেন: অনেক অনেক ধন্যবাদ লেখাটার জন্য। পোস্টে ++++++।
প্রিয় তে নিলাম।

০৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:০৩

৮৩১আবীর১৯৮৩ বলেছেন: আপনাকেও ধন্যবাদ।

২২| ০৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:০৯

ধঅনের শীষ বলেছেন: সাহাবীরাও প্রেম প্রেম অবৈধ্য নাজায়েজ খেলা খেলতো ??? এসব কি বলছেন ~~
আপনের তিন নম্বর হাদিসটা বিকৃত হয়েছে। প্রেম নয় বরং তালাকের ঘটনায় নারীর অধিকার প্রতিষ্ঠায় মূল হাদিসটি ছিলো ।

০৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:২১

৮৩১আবীর১৯৮৩ বলেছেন: রেফারেন্সটা খুজছি। হাদীস বিকৃত করার কোন বিষয় যদি ঘটে থাকে তবে আমি নিজেই পোস্ট ডিলিট করব। এবং এ বিষয়ে দ্বিতীয় পোস্ট দিব। এখন আপনার জানা থাকলে আপনি হাদীসটা একটু রেফারেন্সসহ দিবেন।

সাহাবীগন প্রেম প্রেম অবৈধ .... । জ্বী না জনাব বিয়ের জন্য কাউকে দেখাকে এবং তাকে পাওয়ার জন্য অস্থির হওয়াকে প্রেম প্রেম খেলা বলে না।

২৩| ০৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৩২

ধঅনের শীষ বলেছেন: মূল হাদিসটি Click This Link এই লিংক এ যেয়ে ৪৪ নম্বর পেজেইসলামে নারীর বিবাহ বিচ্ছেদের অধিকার শীষক অনুচ্ছেদের শুরুতেই পাবেন।

০৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৫৩

৮৩১আবীর১৯৮৩ বলেছেন: ধন্যবাদ আমি হাদীসটা খুজছিলাম । আপনার কারনে পেয়ে গেলাম। বুখারী হাদীস নং ২৪৭। এখন আপনি বলুন আমি কোথায় এমন কথা বলেছি যা হাদীসকে বিকৃত করেছে। আমি তো হাদীসের ঘটনাটা দিয়েছি । সরাসরি হাদীস উল্লেখ করিনি।

আমার লেখার বিষয়ই ছিল ইসলামে নারীর অধিকার । প্রেম নয়।

২৪| ০৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৩৪

ধঅনের শীষ বলেছেন: কপি করলে ফন্ট নষ্ট হয়, আমি বিজি আছি ।আপনি একটু কষ্ট করে তুলে দেন ।

০৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৫৪

৮৩১আবীর১৯৮৩ বলেছেন: ধন্যবাদ তুলে নিলাম।

২৫| ০৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:১৮

ধঅনের শীষ বলেছেন: রাসূল (সা) সেই মহিলাকে ডেকে বললেন, তুমি ঐ সাহাবীকে বিয়ে করে নাও।.।.।.।.।।। এই বাক্যটা ভূল । সঠিক তথ্য হচ্ছেঃ রাসূল (সা) সেই মহিলাকে ডেকে বললেন, তুমি ঐ সাহাবীকে তালাক দিও না
------------------------------------------------------------------------------------------------------------------
মহিলা উত্তর দিলেন এটা কি আপনি নবী হিসাবে আদেশ ? (মানে এটা আল্লাহ তাআলা থেকে হুকুম কি না) রাসূল (সা) বললেন, না তা নয় বরং তিনি সাধারন মানুষ হিসাবেই কথাটি বলেছেন।
-----------------------------------------------------------------------------------------------------------
তখন মহিলা সাহবী বললেন তাহলে আমি তাকে বিয়ে করব না ।এই বাক্যটা ভূল । সঠিক তথ্য হচ্ছেঃতখন মহিলা সাহবী বললেন, এটি যেহেতু আল্লাহ তাআলা থেকে হুকুম আমার প্রতি কোন হুকুম নয়, সেহেতু আমি তার সংগে আর সংসার করব না, ওকে তালাক-ই দিবো।
-------------------------------------------------------------------------------------------------------------------
। রাসূল (সা) মহিলা সাহাবীকে কোন তিরস্কার করলেন না। আর সাহাবাকে বললেন ধৈর্য্য ধারন করতে।
------------------------------------------------------------------------------
আশাকরি এবার ক্লিয়ার হয়েছেন।

২৬| ০৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:১৩

৮৩১আবীর১৯৮৩ বলেছেন: প্রথম কথা আমি হাদীস কপি করিনি বরং হাদীসের মূল বিষয়টা উত্থাপন করেছি। তবে এডিট করে পুরো হাদীসটিই দিয়ে দিব ইনশাআল্লাহ। আরবী রেফারেন্সটা খুজছি। আপনার অনুবাদেও পুরো নির্ভর করতে পারছি না ।

২৭| ০৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:২৪

৮৩১আবীর১৯৮৩ বলেছেন: Barira’s[2] husband was a slave called Mughith as if I see him now, going behind Barira and weeping with his tears flowing down his beard. The Prophet (pbuh) said to 'Abbas, O 'Abbas! Are you not astonished at the love of f Mughith for Barira and the hatred of Barira for Mughith!'? Then the Prophet (pbuh) said, Why do not you return to him'? She said, O Allah’s Messenger! Do you order me to do so? He said, No, I only intercede for him. She said, I am not in need of him.
[Reported by Al-Bukhari]

শীষ ভাই এই রেফারেন্সটা দেখতে পারেন। রিটার্নের কথা বলা হচেছ এতএব পুনারায় বিয়ে তালাক না। তবুও ব্যাখ্যাসহ পেলে পোস্টে দিয়ে দিব।

২৮| ০৯ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:২৮

ইমরান আশফাক বলেছেন: বাহ্।

১০ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৪২

৮৩১আবীর১৯৮৩ বলেছেন: বাহ =p~

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.