নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

৮৩১আবীর১৯৮৩

৮৩১আবীর১৯৮৩ › বিস্তারিত পোস্টঃ

ছবিতে ১৭৫৭- ২০১৫ (ভারতবর্ষ) প্রথম পর্ব : পলাশীর যুদ্ধ।

০৭ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৪৩

১৭৫৭ সাল পলাশীর যুদ্ধ।

১৭৫৭ সালের ১৩ জুন রবার্ট ক্লাইভের নেতৃত্বে ইংরেজরা যুদ্ধ যাত্রা করে। কলকাতা থেকে মুর্শিদাবাদের পথে হুগলি, কাটোয়ার দূর্গ, অগ্রদ্বীপ। সর্বত্র নাববের সৈন্যরা ইংরেজদের বাধা দান থেকে বিরত থাকে। সেনাপতিদের বিশ্বাসঘাতকাতা বুঝতে পেরেও নবাব তাদের আটক না করে তাদের হাতেই সৈন্য পরিচালনার ভার দেন। ৩৫০০০ হাজার পদাতিক সৈন্য এবং ১৫০০০ হাজার অশ্বারোহী নিয়ে নিশ্চুপ দাড়িয়ে থাকে। নাবাবের বাহিনীতে ছিল ৫৩টি কামান আর ইংরেজ বাহীনিতে নয়টি। একহাজার গোরা সৈন্য এবং ২১০০ দেশীয় সৈন্য নিয়ে গঠিত ছিল ইংরজে বাহিনী।
মীরজাফর, ইয়ার লতিফ, রায়দূলভ, জগতশেঠ সবাই ছিল বিশ্বাসঘাতক। কেবলমাত্র মীরমদন সামান্য কিছু সৈন্য নিয়ে ইংরেজদের অতর্কিতে হামলা চালিয়ে ইংরেজদের পিছু হটতে বাধ্য করনে। কিন্তু গোলার আঘাতে প্রান হারান মীরমদন। সিরাজের নির্দেশ সত্বেও মীরজাফর ঠাই দাড়িয়ে থাকেন। ২০০০ সৈন্য নিয়ে সিরাজ রাজধানী মুর্শিদাবাদের দিকে ছুটেন । কিন্তু সেখানেও কেউ তাকে সহায়তা করল না।

প্রকৃতপক্ষে যুদ্ধ নামক একটি নাটক মঞ্চস্থ হল পলাশীর প্রান্তরে।





বাংলার শেষ নবাব সিরাজুদ্দৌলা

রবার্ট ক্লাইভ

পলাশীর প্রান্তর



মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.