নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

৮৩১আবীর১৯৮৩

৮৩১আবীর১৯৮৩ › বিস্তারিত পোস্টঃ

তাহারা রামদা নিয়া আসিলে তাহাদের জঙ্গী বলবেন না প্লিজ- আমরা সবাই হেফাজতলীগ

০৯ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৩৪

হেফাজতে ইসলাম আবার মাঠে নামিয়াছে। এবার তারা তাদের প্রতিরক্ষার জন্য রামদা হাতে নিয়েছে । কিন্তু প্রথম আলো তো তাহাদের জঙ্গী বললি ল না।৭১ টিভিও বলিলল না । আমরা তাদের এ কর্মকান্ডের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। তবে কি এসব মিডিয়া সত্য বলতে সাহস পায় না ? জাতি আজ চিন্তিত।




উপররে লেখাটায় একটু ভুল হয়েছে । হৈফাজত ইসলামের বদলে ছাত্রলীগ হইবে। এটা পড়ার পর নিশ্চিয় খবরটা খুব স্বাভাবিক মনে হচ্ছে।
আসলে আমাদের বিবেক পচে গেছে।

বলি মশাই পার্থক্যটা কি ? উহারা দাড়ি রাখিয়াছে। আমাদের মত স্কুলে পড়ে নাই । এটাই নিশ্চয়।

যে হেফাজত জঙ্গী তরিকায় লাখো গাছ কাটিয়া ফেলিল ঢাকা শহরকে নাকি তামা তামা বানাইয়া ফেলিল তাহাদের হাতে তো এইসব সমরাস্ত্র দেখিলাম না। আসলে উহারা অবোধ শিশু জঙ্গী ছিল একদিন নিশ্চয় সুবোধ বড় জঙ্গী আসিবে। তাহারা রামদা নিয়া আসিলে তাহাদের জঙ্গী বলবেন না প্লিজ।
আর সুশীল সমাজও তেমন বিচলত নহে। কেননা তাহাতে তাহাদের নামে কলংকিত হইতে পারে।

জয়তু হাসিনালীগ, জয়তু রামদালীগ।

আবার আসিব ফিরে বাংলালীগের তীরে,
হয়তো রামদা নয় হয়তো এ কে ৪৭ নিয়ে
আবার আসিব আমি বঙ্গবন্ধুকে ভালবেসে
হাসিনালীগের তীরে।

মন্তব্য ১৫ টি রেটিং +০/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ০৯ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:২৮

শামসুজ্জামান জামান বলেছেন: :)

০৯ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৩৫

৮৩১আবীর১৯৮৩ বলেছেন: আমারও চক্ষু চড়কগাছ। হাসব না কাদবো বুঝি না।

২| ০৯ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৩০

আল ইনসাফ বলেছেন: হেব্বি এনার্জিসম্পন্ন পোস্ট

৩| ০৯ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৪৪

৮৩১আবীর১৯৮৩ বলেছেন: আমিও ব্যাপক এনার্জি পাইতাছি।

৪| ০৯ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৫২

দোলাভাই বলেছেন: মুজিবের সপন ছিল.............।

০৯ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:১০

৮৩১আবীর১৯৮৩ বলেছেন: স্বপন দেইখা আইলাম ভবেরে আমার সেই স্বপন কি মিছা হইতে পারে..........

৫| ০৯ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৫৩

মুদ্‌দাকির বলেছেন: রামদা-দালীগ

০৯ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:০২

৮৩১আবীর১৯৮৩ বলেছেন: এদেশে সব চলে রামদাদল রামদালীগ

৬| ০৯ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:১৭

এস এম পাশা বলেছেন: :-P

০৯ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:০৩

৮৩১আবীর১৯৮৩ বলেছেন: :-/

৭| ০৯ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:০৯

কাজী নজরুলের ছাত্র বলেছেন: থমকে গেলাম

০৯ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:১৩

৮৩১আবীর১৯৮৩ বলেছেন: আমরা এত বেশী থমকে যাই যে থমকে যাওয়া বিষয়গুলোও এক সময় স্বাভাবিক হয়ে যায়।

৮| ০৯ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:২৩

চন্দ্রপ্রেমিক বলেছেন: আমাদের বিবেক পচে গেছে।

০৯ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৫৮

৮৩১আবীর১৯৮৩ বলেছেন: ঠিক বলেছেন ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.