নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

৮৩১আবীর১৯৮৩

৮৩১আবীর১৯৮৩ › বিস্তারিত পোস্টঃ

আর সেটা শেখ হাসিনা যদি করতে পারেন তবে গনতন্ত্র জাহান্নামে যাক, তিনি করুন

০৯ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:২৯

হাসিনা বানু বললেন তোর দিলাম এক তালাক, দুই তালাক, তিন তালাক - রামদার জীবনে নেমে এল হতাশা

লিখেছেন ৮৩১আবীর১৯৮৩, ০৯ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:২৯
হাসিনা বানু বলিলেন তোরে দিলাম এক তালাক, দুই তালাক, তিন তালাক। মূহর্তেই রামদা....র জীবনে হতাশা নেমে এল। তবে মিটিমিটি হেসে হাসিনা বানু বললেন আরে তিন তালাক দিলেও বাইন তালাক দেয়নি। হুম এই না হইলে হাসিনা বানুর তেলেসমাতি। আরে থুক্কু তেলেসমাতি না হাসিনামাতি।


আমার এই লেখাটি সরিয়ে ফেলা হয়েছে।
বলি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন বলেন ফালুর কি হবে তখন কিন্তু ব্যাক্তি আক্রমন হয় না। যখন তিনি উঠতে বসতে এদেশের অধিকাংশ লোকের প্রিয় নেতা জিয়াউর রহমানকে খুনী বলেন তখন ব্যাক্তি আক্রমন হয় না। যখন তিনি বিরোধী দলের নেত্রীকে সংসদে নোংরাভাবে আক্রমন করেন তখন ব্যক্তি আক্রমন হয় না।

এদেশে নোংরা কথার জন্য যদি কাউকে পুরস্কার দেয়া হয় তবে সেটা শেখ হাসিনাকেই দিতে হবে।
কারো সাজগোজ নিয়ে বটতলায় যারা রাজনীতি করেন তারা বলতেও সংকোচ বোধ করবেন । আর তিনি দেশের প্রধানমন্ত্রীর পদ অলংকৃত করে নোংরা কথা বার্তা বলেন।

ছাত্রলীগের এতসব অপকর্মের পর যেদিন তিনি ছাত্রলীগ থেকে সম্পর্ক ছিন্ন করেছিলেন সেদিন আমার মত যারা মূর্খ তারা ধন্যবাদ দিয়েছিলেন। আমারা মূর্খরা মনে করেছিলাম তিনি যেহেতু ছাত্রলীগের দায়িত্ব থেকে অবসর নিয়েছেন এবার বোধহয় তাদের শিক্ষা হবে। কিন্তু পুরোটাই তো এখন মনে হচ্ছে লোক দেখানো ভাওতাভাজি।

আসলেই কি তিনি দায়িত্ব থেকে অবসর নিয়েছেন ? ছাত্রলীগের লাগামহীন কর্মকান্ড তিনি যদি সামাল দিতে না পারেন তাহলে তিনি সংগঠনটি ব্যান করে দিক। তিনি বোধ হয় ছাত্রলীগ যে তার কথায় লগি বৈঠা নিয়ে রাস্তায় নেমে নৃশংসভাবে মানুষ খুন করে তাকে মসনদে বসানোর পথ সুগম করেছিলে তার পাওনা পরিশোধ করছেন।

অচিরেই তিনি বুঝতে পারবেন যে পাপের বোঝা আজ তিনি মাথা উঠাচ্ছেন তার বদলা তাকে পেতে হবে।

আমার লেখা পড়ে কেউ ভাববেন না যে আমি বি এন পি বা জামাত করি।

আমি বলব সবার সুমতি হোক। একটা আদর্শ রাষ্ট কাঠামো গড়ে উঠুক। আর সেটা শেখ হাসিনা যদি করতে পারেন তবে গনতন্ত্র জাহান্নামে যাক, তিনি করুন। আর যদি করতে না পারেন তবে বলব অনেকদিন তো প্রধানমন্ত্রী ছিলেন এবার ভালোয় ভালোয় কেটে পড়ুন।

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৯ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৩৭

চাঁদগাজী বলেছেন:


শেখ হাসিনা সরে গেলে আপনাকে কিন্তু দেশ চালাতে হবে!

২| ০৯ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৩৯

৮৩১আবীর১৯৮৩ বলেছেন: দলকানারা মনে করে তাদের নেতা নেত্রী ছাড়া দেশ চলবে না। এদেশের মায়েদের গর্ভ এতটা অনুর্বর হয়ে যায়নি।

৩| ০৯ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৪৯

মাকড়সাঁ বলেছেন: চরম সত্য কথা বলেছেন। ধন্যবাদ

০৯ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৫৫

৮৩১আবীর১৯৮৩ বলেছেন: আপনাকেও ধন্যবাদ

৪| ০৯ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:০৩

হাসান তারেক বলেছেন: এদেশের মায়েদের গর্ভ এতটা অনুর্বর হয়ে যায়নি। অসাধারন যাস্ট অসাধারন। এই দেশের জনগনের চিন্তার প্রতিনিধত্ব করল আপনার চিন্তা।

০৯ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:১৭

৮৩১আবীর১৯৮৩ বলেছেন: আপনাকে ধন্যবাদ।

৫| ০৯ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:১৫

shiponblog বলেছেন: . কিছু করতে গেলেই বিরোধী দলের চেলারা তো আছেই ককটেল হাতে নিয়া। এতোই যদি পারস তো রাঘব বোয়ালদের মার সাধারন জনগণরে মারস ক্যান??

০৯ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৩৫

৮৩১আবীর১৯৮৩ বলেছেন: হুমম। ঠিক বলেছেন। রাজায় রাজায় যুদ্ধ করে ........। জনগনের প্রতি এদের কমিটমেন্ট বলতে কিছু নাই। যে যেভাবে পার ক্ষমতা আকড়ে থাক।

৬| ০৯ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪০

কল্লোল পথিক বলেছেন: শতভাগ সহমত

০৯ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪২

৮৩১আবীর১৯৮৩ বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.