নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

৮৩১আবীর১৯৮৩

৮৩১আবীর১৯৮৩ › বিস্তারিত পোস্টঃ

দাসপ্রথা বন্ধ আধুনিক সভ্যতার এক ধোকাবাজী ছাড়া কিছু না

১০ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৫২

দাসপ্রথা অবসানের ১৫০ বছর পর ক্ষমাপ্রার্থনা- প্রথম আলো ১০.১২.১৫



১৮৬৫ সালের ৬ ডিসেম্বর শাসনতন্ত্রের ১৩তম সংশোধনী অনুমোদনের মাধ্যমে মার্কিন কংগ্রেস যুক্তরাষ্ট্রে দাসপ্রথার অবসান ঘটায়।
২০০৮ সালে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ এক প্রস্তাবে দাসপ্রথা ও তার সঙ্গে সংশ্লিষ্ট বর্ণবৈষম্যমূলক আইনব্যবস্থার জন্য দেশের কৃষ্ণকায় নাগরিকদের কাছে নিঃশর্ত ক্ষমাপ্রার্থনা করে
১৩তম সংশোধনীর ১৫০ বছর পূর্তির আগেই দাসপ্রথার জন্য আনুষ্ঠানিকভাবে ক্ষমা চেয়ে ডেলাওয়ারের আইন পরিষদে একটি প্রস্তাব উত্থাপন করা হয়েছে।

উপরের নিউজটি শুনে আনন্দের মনে হলেও আসল বাস্তবতা কি ?
দাসপ্রথা বন্ধ হওয়ার কারনে কি কি সমস্যার উদ্ভব হয়েছে ?
আসুন বাস্তব চিত্র উপলব্ধি করার চেষ্টা করি।

১. প্রথম যে সমস্যা বিশ্বব্যাপী হয়েছে সেটা হল আধুনিক দাস প্রথার উদ্ভব। যা নামে দাস প্রথা না হলে দাস প্রথার চেয়ে জঘন্য। সেটি হল শ্রমিক শ্রেনী। দেখুন একটি পোষাক শিল্পে একজন শ্রমিক দশ থেকে শুরু করে পনের-ষোল ঘন্টা পর্যন্ত শ্রম দিচ্ছে। আর যে বেতন পাচ্ছে তাতে তার মাথা গোজার ঠাইটুকু ঠিকভাবে মিলে না। পূর্বে দাস প্রথায় দাসদের মালিকরা খানা ঠিকমত খেতে দিত না। আর এখন যখন শ্রমিকদের বেতন ঠিকভাবে দেয়া হয় না এমনকি মাসের পর মাস তখন আনকে সময় তারা না খেয়ে দিন কাটাতে বাধ্য হন। এমনকি কখনো কখনো বাড়ি ভাড়াটা ঠিকমত দিতে না পারায় মাথা গোজার ঠাইটুকু হারাতে হয়।





এখন আমার প্রশ্ন হল দাসপ্রথা কি আসলে বন্ধ হল না কি নতুন বোতলে পুরান মদ ভরা হল।

২. গুয়েন্তামো বে কারগারের কথা আমাদের সবার জানা। কিন্তু এরকম আরো হাজারো কারগার আছে যার কথা আমাদের জানা নেই। যেসব কারাগারে কারবন্দীদের উপর কেমন অকথ্য নির্যাতন চালানো হয় তা আমার ড: আফিয়ার করুন মুখখানি দেখলে উপলব্ধি করতে পারি। এসব লোকগুলো যদি দাস করা হত তাহলে কি তা মানব সভ্যাতার বর্তমান অবস্থার চেয়ে অকল্যানকর হত ? তাদের কি দাসদের চেয়ে নিকৃষ্ট রাখা হয়নি ? দাসতো মূলত হয় যুদ্ধবন্ধী থেকে। এরপর হাত বদল।





৩. রাসূল (সা) দাস-দাসী সম্পর্কে বলেছেন তোমরা যা খাবে তাদের খাওয়াবে তোমরা যা পড়বে তাদের তাই পড়তে দিবে। তাদের উপর সাধ্যতীত কাজ চাপিয়ে দিবে না। যদি কোন কষ্টের কাজ দিতে হয় তবে তোমারাও তার সাথে সহয়তা করবে। তারা বিবাহ করতে চাইলে তাদের বিবাহ করিযে দেয়ার কথাও এসেছে।

আমারা যা খাই আমাদের আধুনিক দাস ভাই-বোনেরা কি সেরকম খায়? আমরা তাদের বিবাহের ব্যবস্থা করে দিই ?

তাই বলব এ দাসপ্রথা বন্ধ করা আধুনিক সভ্যতার এক ধোকাবাজী ছাড়া কিছু না।

মন্তব্য ১৯ টি রেটিং +০/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ১০ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:০৪

নূর আল আমিন বলেছেন: ঐ যে বলছেন নয়া বোতলে পুরাণ মদ, অবশ্য ইসলামী রাষ্ট্ৰ ব্যাবস্থা থাকলে এসব হতোনা, আর ইসলামের নাম শুনলেই তো পূজীবাদী শোওয়রদের এলাৰ্জী বেড়ে যায়

১০ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:১১

৮৩১আবীর১৯৮৩ বলেছেন: শুধু ইসলামী রাষ্টব্যবস্থা নয় বরং মানুষ স্বয়ং আল্লাহকে ভয় করনেওয়ালা হওয়া চাই। যদি না হয় তবে ইসলামের নামেই চলবে সব ইসলামবিরোধী কার্যকালাপ।

২| ১০ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:০৬

নূর আল আমিন বলেছেন: ঐ যে বলছেন নয়া বোতলে পুরাণ মদ, অবশ্য ইসলামী রাষ্ট্ৰ ব্যাবস্থা থাকলে এসব হতোনা, আর ইসলামের নাম শুনলেই তো পূজীবাদী শোওয়রদের এলাৰ্জী বেড়ে যায়

৩| ১০ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:১৬

উস্তাদ শেখ নূরু-জ্বী বলেছেন: অসাধারণভাবে বাস্তবতা ফুটিয়ে তুলছেন

১০ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:২২

৮৩১আবীর১৯৮৩ বলেছেন: ধন্যবাদ

৪| ১০ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:২৩

রাতুল_শাহ বলেছেন: ভাই আমরা লেখাপড়া জানা দাস। মুখ বুজে সব সহ্য করে যাচ্ছি।

১০ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৫০

৮৩১আবীর১৯৮৩ বলেছেন: ঠিক বলেছেন। তবে যারা লেখাপড়া শিখতে পারেনি তাদের অবস্থা কিন্তু আরো খারাপ।

৫| ১০ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৫৪

এস এম পাশা বলেছেন: দাসপ্রথা বন্ধ করা আধুনিক সভ্যতার এক ধোকাবাজী ছাড়া কিছু না।

১০ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:১২

৮৩১আবীর১৯৮৩ বলেছেন: জ্বী ভাই। সেরকমই মনে হচ্ছে।

৬| ১০ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৫৯

মোহাম্মদ রাহীম উদ্দিন বলেছেন: সবার জন্য [link|http://www.somewhereinblog.net/blog/mrahim04/30090105|মনস্তাত্বিক দাসত্ব - ২রা ডিসেম্বর ‘আন্তর্জাতিক দাসপ্রথা মুক্ত দিবস’ প্রসঙ্গে] শেয়ার করলাম যা এই পোষ্টের সাথে সংগতিপূর্ণ। অনেকের উপকারে অাসবে। ধন্যবাদ।

১০ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:২৫

৮৩১আবীর১৯৮৩ বলেছেন: ধন্যবাদ ।

৭| ১০ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:২৯

ধমনী বলেছেন: দাস-<চাকর-< শ্রমিক -< কর্মচারী -<চাকুরিজীবি -< কর্মজীবী
শুধুই নাম বদলের খেলা।

১০ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৩৮

৮৩১আবীর১৯৮৩ বলেছেন: ঠিক বলেছেন ভাই শুধু নাম বদলের খেলা। বরং নাম বদলে আরো বেশী শ্রম নেয়া হচ্ছে।

৮| ১০ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৪৬

আহলান বলেছেন: সমস্যা বের করার চেয়ে সমাধান খোজা ভালো ....

১০ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:১৭

৮৩১আবীর১৯৮৩ বলেছেন: সমাধান পেতে চাইলে সমস্যা এবং তার তীব্রতা উপলব্ধি জরুরী।

৯| ১০ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৩৫

আহলান বলেছেন: তীব্রতা অনুধাবন করে নিজ নিজ গন্ডিতে তা প্রয়োগ করুন ...

১০ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:১৪

৮৩১আবীর১৯৮৩ বলেছেন: জ্বী সেজন্যই অন্যদের মাঝেও ছড়িয়ে দিতে চাইছি। এটাও এক ধরনের প্রয়োগ। হয়তো আমি ঠিক সেভাবে পারছি না। অন্য কেউ হয়তো পারবেন।

১০| ১১ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৪৭

তুষার কাব্য বলেছেন: রাতুল_শাহ বলেছেন: ভাই আমরা লেখাপড়া জানা দাস। মুখ বুজে সব সহ্য করে যাচ্ছি।

১২ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:১৯

৮৩১আবীর১৯৮৩ বলেছেন: ঠিক বলেছেন ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.