নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

৮৩১আবীর১৯৮৩

৮৩১আবীর১৯৮৩ › বিস্তারিত পোস্টঃ

মানচিত্রের কারাগার

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৫২

অরুদ্ধ রোদন আমার অচ্ছুত হয়ে যায় ক্রমে ক্রমে।
পালকহীন পাখির ঝাপটানো ডানায়,
কিংবা পদহীন পায়ে হেটে চলায়,
নিদারুন আক্রোশে অবশ হয়ে আসে।
তাই ছুটে চলা শহরের বুকে সন্ধ্যা নামে,
আইনের জ্ঞানহীন অর্গলে,
আলোকরশ্মিকে দিতে চায় কারবাস।

আমার মানচিত্র কবে হল কারগার
ঠিক বুঝে ওঠার আগে,
হাজির হয় গ্রেপ্তারী পরোয়ানা। ভায়াল রাত্রির ঘোরে।
আইনের নতুন সংস্করনের জোরে, ঠিক কবে হয়েছি আমি অচেনা
জানতে পারিনি। এই নগর রাষ্ট্রে জনসমুদ্রে তাই
অচ্ছুতের ঢেউ। কারাগারের বাইরে থাকে না অচ্ছুত প্রজাতির কেউ।

নতুন আলোকরশ্মি সিংহদ্বারে করতে করাঘাত
কাটাতে দীঘল নিস্তব্ধ রাত, উন্মত হয়ে যায় ছুটে।
করতে মানচিত্র আজাদ, নতুন সূর্য ওঠে।
ঠেকাতে বন্দুক আইনের মুখে,
নতুন আলোকরশ্মি সহস্র তেজে ছোটে।

আমার প্রিয় মানচিত্র হবে আজাদ
মুক্ত স্বাধীন ধরনীতে বলিব,
চিরসত্য জিন্দাবাদ।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৩ ই এপ্রিল, ২০১৯ বিকাল ৫:১৩

রাজীব নুর বলেছেন: অত্যন্ত মনোমুগ্ধকর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.