নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

৮৩১আবীর১৯৮৩

৮৩১আবীর১৯৮৩ › বিস্তারিত পোস্টঃ

কালের খেয়া

২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:২৮

প্রমত্ত পদ্মা দোলে ঢেউ ঢেউ ঢেউ জল
সো সো করে বযে যায় কালবৈশাখীর ঝড়।
জাগে নতুন বালুচর এই পাড়ে,
ঐ পাড়ে ভাঙনের ঢল।
ঢেউ খেলে দোলে প্রমত্ত পদ্মার জল।

যমুনার জল বয় প্রেমের গুঞ্জরনে
ছল ছল করে টলমল খেলে
ছুটে যায় মুধুর মিলনে, কীর্ত্তিনাশার সনে।
চুপচাপ দেখে যাই প্রেম যুমানার আশা
চিরসর্বনাশীর বুকে দেয় বাংলার ভাষা।

এই পদ্মা এই যমুনা এইতো বাংলা বুক
ষড়ঋতুর হালচালে খুজি প্রিয়ার মুখ।
পদ্মা যমুনার সঙ্গমে যাই ভেসে ভেসে
নিত্যদুখীর ছলছল চোখে,
কালের খেয়া হাসে।





মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০২ রা মে, ২০১৬ সন্ধ্যা ৬:৫৭

জহিরুল ইসলাম (রেহান) বলেছেন: দারুন..আমি এখানে নতুন ....আমি আপনার সাথে আছি,,আশা করি আপনিও আমার সাথে থাকবেন....

২| ১৭ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১:২৭

অতৃপ্তচোখ বলেছেন: অসাধারণ দেশপ্রেম আর বাংলা প্রেমী !

অতি সুন্দর মুগ্ধতায় আমি কবিতা পড়ি।
এ কবিতা নয় তো গান বাংলার প্রকৃতি।।
একবুক ভালোবাসা কবিতায়, কবি অনুরাগী।।

৩| ২৭ শে আগস্ট, ২০১৭ বিকাল ৩:১৩

কালো আগন্তুক বলেছেন: পদ্মা যমুনার সঙ্গমে যাই ভেসে ভেসে
নিত্যদুখীর ছলছল চোখে,
কালের খেয়া হাসে।

বুদ্ধিদীপ্ত লেখা। পড়ে ভাল লাগল।

৪| ১৩ ই এপ্রিল, ২০১৯ বিকাল ৫:১২

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।

৫| ১২ ই জুন, ২০১৯ দুপুর ২:৪৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হয়েছিল। ইদানিং লিখেন না?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.