নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

একান্ত ব্যক্তিগত অভিমত...

১৫ ই মার্চ, ২০১৫ রাত ১০:২৬

কলমের ম্যার প্যাচে জ্ঞান পাপীরা কখনো হারবে না, এই প্রসঙ্গে আমি একটা উদাহরণ সবাইকে বলি,
" এখানে পস্রাব করিবেন না, করিলে জরিমানা"
"এখানে পস্রাব করিবেন, না করিলে জরিমানা"

১৯৯৩ সাল থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে থাকার কারণে "হলুদ সাংবাদিকতা" খুব কাছ থেকে দেখেছি..আমার চোখে দেখা অনেক ঘটনা সম্পূর্ণ বিপরীত ভাবে পত্রিকায় পড়েছি..দেশের চতুর্থ বিবেকের এহেন অবস্থা দেখে একটি গান মনে পড়ে যায়, " আমি চিৎকার করে কাদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার, বুকের ব্যাথা বুকে চাপায়ে নিজেকে দিয়েছি ধিক্কার"(হায়দার আলী)

কৌতুকটি না পড়ে থাকলে আবার পড়ুন,
পত্রিকায় একদা ছাপা হল ... “পুলিশের গু খেয়ে বকের
মৃত্যু।”
পুলিশের পক্ষ থেকে প্রতিবাদ করায় পরদিন
ক্ষমা চেয়ে পত্রিকাটিতে ছাপা হল ...
“গতকালের সংবাদের ভুলের জন্য আমরা দুঃখিত।
আসলে সেখানে হবে, পুলিশের গুলি খেয়ে যুবকের মৃত্যু।
আমাদের পাছায় চুল ছিল।”
জনগনের মাঝে কৌতূহল, “পাছায় চুল !”
তাই পরদিন পত্রিকায় ছাপা হল “ভুলে আমাদের
পাছায় চুল লিখা হয়েছে। আসলে হবে আমাদের ছাপায়
ভুল ছিল।”

মিডিয়া আর পুলিশ ঠিক হলে এই দেশ ঠিক হয়ে যাবে..তখন কি হবে? পুলিশ দেখলে বিনম্র শ্রদ্ধায় মাথা নুয়ে পড়বে..আর সাংবাদিক দেখলে গর্বে বুক ভরে যাবে.. আফসুস, সামান্য কয়টা টাকার জন্য তারা কি হারাইয়া বসে আছে সেই বিবেক কি তাদের কখনো হবে?

আফসুস!!!!!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.