নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

প্লিজ দোহায় লাগে, একটু নিরাপদে ব্লগিং করতে দিন!!!

৩০ শে মার্চ, ২০১৫ রাত ৯:০৭

ফেসবুকে লেখালেখি করতাম তিন বছর যাবত, পাঁচ হাজার ফ্রেন্ড প্লাস পাঁচ হাজার তিনশত সামথিং ফলোয়ার আছে, এক পর্যায়ে খেয়াল করলাম ২০১৩/১৪/১৫ সালের শত শত লেখা টাইম লাইন সিস্টেমে গায়েব হয়ে গেল,

হোক না!! আলতু ফালতু লেখা, কেউ নাই বা পড়ল!! ক্ষতি কি? বেঁচে থাকার জন্য লেখি, দম আটকানো বন্ধ করতে লেখি, আনন্দের জন্য লেখি, স্মৃতিগুলো বাচিয়ে রাখতে লেখি, এভাবে তিলে তিলে জন্ম দেওয়া সন্তানদের হারিয়ে যেতে দিবো না, প্লাটফর্ম হিসেবে বেঁচে নিলাম ব্লগ মামা কে,পুরনো লেখা খুজে খুজে নিজের সৃষ্টিগুলোকে ব্লগে জমা করতে লাগলাম, সবচেয়ে বড় কথা ব্লগের পাঠকগুলো চমৎকার, এখানে নিজের মনের মাধুরী মিশিয়ে গল্প লেখা যায়, যা ফেসবুকে সম্ভব নয়, ওখানে এতো পড়ার ধৈর্যশীল পাঠক নেই বললেই চলে, নিরাপদ ব্লগ হওয়ার দুদিনের মাথায় টানা দুদিন খাটনা-খাটুনি করে লিখে পেললাম একটি গল্প, " টং মামার ঢং মার্কা নাড়ানির রং চা
যাদের প্রিয় তাদের গল্প ৷ পর্বঃ এক "

লিংকঃ Click This Link

আশে পাশের বন্ধুদের বুজানো শুরু করলাম, তোমরা ব্লগ বলতে যা মনে কর ব্লগ তা না, ব্লগ এক একটি জ্ঞানের রাজ্য, মহানবী (সঃ) বলেছিলেন, জ্ঞান অর্জনের জন্য চীন দেশে যেতে, অবাক লাগলো ছবি ব্লগগুলো দেখে, এক একটি জীবন্ত জ্ঞানের সমুদ্র, কমেন্টগুলো যেন এক একটি জ্ঞানের পাহাড়সম, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় ক্লাসরুমে ঘন্টার পর ঘন্টা বসেছিলাম, কিন্তু একদিন ব্লগে বিচরণসম জ্ঞান অর্জন করতে পারছি কি না সন্দেহ, সন্ধান করতে লাগলাম প্রিয় করা পোস্টগুলো, যে আমি ঘন্টার পর ঘন্টা ফেসবুকে পড়ে থাকতাম, ভুলে গেলাম ফেসবুক নামক জগতটা কে, এতদিন আমি ভুল প্লার্টফর্মে ছিলাম এই ভেবে খারাপ লাগতো,

কিন্তু যখন দেখি ব্লগ নিয়ে আবারো ক্যাচাল,তখন বাবা/মামারা টেনশনে পড়ে যায়, ছেলে ব্লগে কি করে!? ইচ্ছে করে নিজের টাকা দিয়ে চা খাওয়ায় ওদের বুজাতে, ব্লগ কি? কেন ব্লগিং করা দরকার ইত্যাদি ৷

মত প্রকাশের স্বাধীনতা বলতে যা মনে প্রাণে বিশ্বাস করি তা হলো, আপনি আপনার চড়কি ঘুরাবেন, আপনাকে ও খেয়াল রাখতে হবে আপনার চড়কি যেন অন্যের নাকে না আঘাত লাগে,

প্লিজ, আমাদের নিরাপদে ব্লগ করতে দিন, একটু পরমত সহ্য করার ক্ষমতা বাড়ালে কি এমন ক্ষতি হয়!!

ধ্যাত কিচ্ছু ভালো লাগতেছে না, আপতত ফেসবুকে ফিরে যাচ্ছি!!

মন্তব্য ৪০ টি রেটিং +৩/-০

মন্তব্য (৪০) মন্তব্য লিখুন

১| ৩০ শে মার্চ, ২০১৫ রাত ৯:১০

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: শান্তি স্বস্তির মৃত্যু হয়েছে ভাই :(

ওরা আমাদেরকে শান্তিতে মরতেও দেবে না।

৩০ শে মার্চ, ২০১৫ রাত ৯:১১

আবদুর রব শরীফ বলেছেন: কিচ্ছু ভালে লাগতেছে না :((

২| ৩০ শে মার্চ, ২০১৫ রাত ৯:১২

উন্নয়নের জন্য প্রচারাভিযান (সিএফডি) বলেছেন: http://sangbad24.net/Crime/5747/

৩০ শে মার্চ, ২০১৫ রাত ৯:১৬

আবদুর রব শরীফ বলেছেন: লিংক শো হচ্ছে না ৷

৩| ৩০ শে মার্চ, ২০১৫ রাত ৯:১৩

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: জানি, আজ আমার ছুটি তাই ইচ্ছা করে বিটলামি করছি। আগে ব্লগে আমি ১২/১৪ ঘণ্টা সময় দিয়েছি। ঘুম থেকে উঠে চেয়ারে বসতাম আর চেয়ার থেকে উঠে ঘুমাতাম। সেই নিশা আমি ছেড়েছিলাম এদের যন্ত্রণায়।

চিন্তার কারণ নেই আসেন আমরা বগল বাজিয়ে বলগাই!

৩০ শে মার্চ, ২০১৫ রাত ৯:১৫

আবদুর রব শরীফ বলেছেন: বগল বাজিয়ে বলগানো ছাড়া উপায় নেই ভাইয়া!!

৪| ৩০ শে মার্চ, ২০১৫ রাত ৯:১৮

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: পলাশমিঞারে চিনেন?

আমাদেরকে আমাদের কাজ করতে হবে। প্রকাশকরা আমাদের লেখা তাদের খরচে ছাপবে না। পত্রিয়া আমাদের লেখা প্রকাশ হয় না।

ব্লগে ঠাস ঠাস করে প্রকাশ হয়। আমাদেরকে আমাদের কাজ করতে হবে। একে অন্যকে সাহায্য করতে হবে। বানান ব্যাকরণ নিয়ে লিখতে হবে বুঝতে হবে শিখতে হবে।

এবং! ব্লগ কী তা বিশ্লেষণ করতে হবে, তাই না?

৩০ শে মার্চ, ২০১৫ রাত ৯:২৩

আবদুর রব শরীফ বলেছেন: সবচেয়ে বড় কথা আমাদের নাতী-পুতিরা গুগুলে সার্চ দিয়ে নানা/দাদাদের লেখা পড়বে, কত ভালো লাগে ভাবতে , সুদূরপ্রসারী চিন্তা করা দরকার তাই ব্লগের প্রেমে হাবুডুবু.... ৷

৫| ৩০ শে মার্চ, ২০১৫ রাত ৯:১৯

আবদুর রব শরীফ বলেছেন: যদের বই প্রকাশের সামর্থ নেই তাদের জন্য ব্লগিং সেরা প্লাটফর্ম আমার মনে হয় ৷

৬| ৩০ শে মার্চ, ২০১৫ রাত ৯:২১

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: হ্যাঁ, তবে আরো মজার খবর আছে। আমিতো আমাজনে এখন বই প্রকাশ করি।

মাগ্না! একটা টাকাও খরচ হয় না। :-P

সমস্যা হলো পাঠকের সামনে নিতে হলে পত্রিকা এবং মিডিয়ার প্রয়োজন কিন্তু ওরা তো টাকা চায় :(

খালি বিপদ আর ভেজাল, তাই না?

৩০ শে মার্চ, ২০১৫ রাত ৯:২৪

আবদুর রব শরীফ বলেছেন: কিভাবে?

৭| ৩০ শে মার্চ, ২০১৫ রাত ৯:২৭

আবদুর রব শরীফ বলেছেন: আমার ও অনেক শখ!! নিজের দু একটা বই প্রকাশের, হিহি!!!

৮| ৩০ শে মার্চ, ২০১৫ রাত ৯:২৮

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: এই খবর জানো না! :-*

আমাজনে বই প্রকাশ করা যায়, তবে নিজে কাজ করে দিতে হয়। যেমন প্রচ্ছদ এবং পেইজ সেটিং। আমি অনেক কষ্টে শিখেছি।


এখানে যেয়ে
mohammed abdulhaque সার্চ করে দেখো চার টা উপন্যাস আছে। কিছু দিন পর গজলের সিডিও প্রকাশ হবে।

৩০ শে মার্চ, ২০১৫ রাত ৯:৩০

আবদুর রব শরীফ বলেছেন: আচ্ছা ভাইয়া, দেখতেছি ৷

৯| ৩০ শে মার্চ, ২০১৫ রাত ৯:৩২

সেলিম আনোয়ার বলেছেন: ব্লগ সম্পর্কে অনেকেরই নেতিবাচক ধারণা হয়েছে ।কিছু ব্লগার ব্যাপারটিকে উসকে দিয়েছে । ফলে সবাই নিরাপত্তহীনতার বেড়াজালে বন্দি ।

৩০ শে মার্চ, ২০১৫ রাত ৯:৩৫

আবদুর রব শরীফ বলেছেন: আসলেই, একটা কমন ধারনা হয়ে গেছে, ব্লগার মানে কিছু একটা প্রজাতি!! :((

১০| ৩০ শে মার্চ, ২০১৫ রাত ৯:৩৪

আবদুর রব শরীফ বলেছেন: জটিল পদক্ষেপ, বাংলার মানুষের সাধ্যের বাহিরে, হাহা ৷

১১| ৩০ শে মার্চ, ২০১৫ রাত ৯:৩৫

সায়ানাইড সাকিব বলেছেন: ছি ছি কি বলেন? ব্লগার মানেই নাস্তিক । :/ :(

৩০ শে মার্চ, ২০১৫ রাত ৯:৩৮

আবদুর রব শরীফ বলেছেন: আমজানতা তো তাই মনে করে বসে আছে ৷ :(( মাইকিং সভা সেমিনার সিম্পোজিয়াম করে ওদের বুজাতে হবে এখন মনে হচ্ছে ৷

১২| ৩০ শে মার্চ, ২০১৫ রাত ৯:৩৬

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আমাকে বলছ নাকি?

ওখানে লটকিয়ে রাখার আসল কারণ কপিরাইটস!

বই আসলে বিক্রি হচ্ছে। আমি মাগ্না দিয়েছি।

৩০ শে মার্চ, ২০১৫ রাত ৯:৪০

আবদুর রব শরীফ বলেছেন: ভালো লাগতেছে, ব্লগে এসে লেখকদের সাথে কথা বলার সুযোগ হয় ৷ ব্লগ নিয়ে আপনার বইয়ের প্রতীক্ষায় আছি ৷

১৩| ৩০ শে মার্চ, ২০১৫ রাত ৯:৪২

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: ওটা আর প্রকশ করে লাভ হবে না, আমি আমার লেখায় নাস্তিকদেরকে নায়ক বানাতে চাই না।

এই যে আমরা আড্ডা দিচ্ছি এতেতো কারু ক্ষতি হচ্ছে না। আমরা খারাপ কিছু করছি না।

আমাদের মত ব্লগার নিয়ে আমার উপন্যাস। বই প্রকাশ হলে শত প্রশ্নের উত্তর দিতে হবে।

যত্তসব!

৩০ শে মার্চ, ২০১৫ রাত ৯:৪৬

আবদুর রব শরীফ বলেছেন: তিনশ পাতার বই লেখায় যে অমানুষিক পরিশ্রম তা কি তাহলে পন্ডুশ্রম হবে!?

১৪| ৩০ শে মার্চ, ২০১৫ রাত ৯:৪৭

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আরে না! আমার কাছে ৪০ টার মতো উপন্যাস আছে। একটা পড়ে থাকলে তেমন ক্ষতি হবে না :P

৩০ শে মার্চ, ২০১৫ রাত ৯:৪৯

আবদুর রব শরীফ বলেছেন: আমি মানতে পারছি না!!

১৫| ৩০ শে মার্চ, ২০১৫ রাত ৯:৫১

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: মানতে হবে কেন? পরে ওটাকে না হয় অন্য নামে চালিয়ে দেব! =p~

৩০ শে মার্চ, ২০১৫ রাত ৯:৫৫

আবদুর রব শরীফ বলেছেন: তা করতে পারেন, আপনার বই চট্টগ্রামে কোথায় পাব ভাইয়া?

১৬| ৩০ শে মার্চ, ২০১৫ রাত ৯:৫৮

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আসলে আমার লেখা কেউ পড়ে না এবং কেউ ছাপায় না তাই নিজে আমাজনে প্রাকশ করি। পড়তে চাইলে ই-বই বানিয়ে দেব।

এখানে আমার কিছু কবিতা আছে


বই এখনো অনলাইনে ছাড়িনি।

৩০ শে মার্চ, ২০১৫ রাত ১০:০০

আবদুর রব শরীফ বলেছেন: পেইজটা সেইভ করে রাখলাম, সব পড়ব ৷

১৭| ৩০ শে মার্চ, ২০১৫ রাত ১০:০২

আবদুর রব শরীফ বলেছেন: কোন একদিন কলমি লতাও থেমে যায়,
আর বাড়তে পারেনা,
গোলাপও একদিন শুকিয়ে ঝরে পড়ে,
কবির আয়ূ ফুরিয়ে লেখা থামলেও,
পাঠকের মনের সাথে কবিতা কথা কয়।
কলমের কালি শেষ হয় কিন্তু লেখা শেষ
হয়না,
কারণ কালি শেষ হলে নতুন কালি ভরতে
হয়।
লেখা শুরু করলে থামা যায়না,
কারণ লেখা দুঃখ বিরহকে করেছে জয়।
লেখালেখি কখনো থামে না।

১৮| ৩০ শে মার্চ, ২০১৫ রাত ১০:০২

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: ওকে পড়তে চাইলে আপলউড করে দেব।

৩০ শে মার্চ, ২০১৫ রাত ১০:০৬

আবদুর রব শরীফ বলেছেন: অবশ্যই... উদ্যমী লেখক মনে হলো আপনার কিছু লেখা পড়ে...

১৯| ৩০ শে মার্চ, ২০১৫ রাত ১০:০৯

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: তাই নাকি? :-*

৩০ শে মার্চ, ২০১৫ রাত ১০:৫৩

আবদুর রব শরীফ বলেছেন: সেটাই... :#)

২০| ৩০ শে মার্চ, ২০১৫ রাত ১০:১১

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: ওটা কো‍থায় পেয়েছেন?

৩০ শে মার্চ, ২০১৫ রাত ১০:৫০

আবদুর রব শরীফ বলেছেন: আপনার লেখায় পেয়েছি :#)

২১| ৩০ শে মার্চ, ২০১৫ রাত ১০:৩৬

শতদ্রু একটি নদী... বলেছেন: ব্লগিং করলে কোন রিস্ক নাই, ফেসবুকে অতিরিক্ত এক্টিভিটিজ রিস্কের কারন হইতে পারে।

৩০ শে মার্চ, ২০১৫ রাত ১০:৫২

আবদুর রব শরীফ বলেছেন: ঘুরে ফিরে ব্লগের উপর আসে সব, যত দোষ নন্দ ঘোষের.... :#)

২২| ৩০ শে মার্চ, ২০১৫ রাত ১১:০৩

শতদ্রু একটি নদী... বলেছেন:
দোষ আসা মানে ব্লগ অনিরাপদ হইয়া যাওয়া না। আজকে যে মারা গেলো, সে ফেসবুকার, ব্লগার না।

২৩| ৩০ শে মার্চ, ২০১৫ রাত ১১:৫১

আবদুর রব শরীফ বলেছেন: ঠিক বলছেন ৷ কিন্তু কেউ ফেসবুক নিয়ে কিছু বললো না!! সুন্দর কমেন্ট, ধন্যবাদ ৷

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.