নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

অনুগল্পঃ ধন্যবাদ ৷ :)

০৯ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৫:৩২

তিন'শ টাকা ভিজিট দিয়ে ডাক্তার দেখিয়ে সুস্থ হয়ে ধন্যবাদ দিতে গিয়ে মহা বিপাকে পড়ল আদর সাহেব, ডাক্তারের সাথে পুনরায় দেখা করতে তিনশ টাকা লাগবে, টিটি'র কাছে অনেক অনুনয় বিনয় করে ও বুজাতে পারল না যে, সে সুস্থ হয়ে আনন্দময়ীর ঠেলায় একশ টাকা টেক্সি ভাড়া দিয়ে,ডাক্তারকে একটি ধন্যবাদ দিতে এসেছে ৷ :P

ধন্যবাদ তাকে দিতেই হবে, তিনশত টাকা পুনরায় ভিজিট দিয়ে চেম্বারে ডুকে বলল, ডাক্তার সাহেব আমি আদর আদর, একটা ধন্যবাদ দিতে এসেছি ৷ তিনশত টাকা ভিজিট দিয়ে আদর সাহেব ধন্যবাদ দিতে এসেছেন, এর আগে কত রুগি দূর থেকে কষাই, ডাকাত কত কিছু বলেছে, আজ একজন ধন্যবাদ দিতে এসেছে!! বারবার ভাবতে লাগলো ঘটনাটি, যতই ভাবছে ততই ভালো লাগছে ডাক্তারের ৷ :)


মুহূর্তে মনে পড়ল,ডাক্তারি ভর্তি পরীক্ষার সময় আসন বিন্যাস ভুল হওয়ায় এক সিএনজি চালক জীবনের রিস্ক নিয়ে মাত্র পনের মিনিটে ত্রিশ মিনিটের পথ সাশ্রয় করে মাথায় হাত বুলিয়ে বলেছিল, গত বছর তার ছেলে ও মেডিকেল কলেজে টিকেছে, দোআ করি তুমি ও টিকবে, আজ তার কথা খুব মনে পড়ছে ডাক্তার সাহেবের, তাকে ও একটা ধন্যবাদ দেওয়া ভীষণ দরকার, কোথায় পাবে তাকে? একটা কাজ করা যায়, সব সিএনজি চালককে নামার সময় ধন্যবাদ দিবে ডাক্তার, একদিন এভাবে ধন্যবাদটি তার কাছে ঠিকই পৌছবে ৷ :#)


একজন ডাক্তার সাহেব সিএনজি চালককে ধন্যবাদ দিচ্ছে তা দেখে সিএনজি চালকরা গ্যাস ভরে দেওয়া ডিপোর হেলপারটিকে ধন্যবাদ দেওয়া শুরু করলো, এভাবে ধন্যবাদ পৌছে গেলে সকালের নাস্তা বানানো বউয়ের কাছে ৷ বউ আরো ধন্যবাদ পাওয়ার আশায় রান্নাবান্নায় আরো মনোনিবেশ করতে থাকল ৷ ;)


ধন্যবাদটি ঘুরতে ঘুরতে একদিন আদর সাহেবের কাছে পৌছে গেল, প্রবাদ হয়ে গেল ধন্যবাদের, কথায় কথায় ধন্যবাদ, দু নম্বর ব্যবসায়ীরা লাভের টাকা হাতে নিয়ে বলতে থাকলো ধন্যবাদ ৷ এভাবে ধন্যবাদটি আর ধন্যবাদ থাকলো না, হয়ে গেলে একটি কার্টেসি মূলক রস কষ বিহীন কেবলি একটি শব্দ ৷ এভাবে ভালো উদ্দেশ্য নিয়ে গড়ে উঠা অনেক ঐতিহ্য হারিয়ে যাচ্ছে, হারিয়ে ফেলেছি পত্রের আই লাভ ইয়ু বেচে আছে কপি পেস্ট আই লাভ ইয়ু, এক চিপে ডিলিট ৷ সেই ইনবক্সে এখন নতুন আরেক কপি পেস্ট "আই লাভ ইয়ু ৷" :(

মন্তব্য ৭ টি রেটিং +১/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ০৯ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৫:৪৮

আমি সৈকত বলছি বলেছেন: দারুন লাগলো।

অসাধারন লিখেছেন। :)

শুভ কামনা থাকলো।

০৯ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৫:৫৩

আবদুর রব শরীফ বলেছেন: ধন্যবাদ ভাইয়া ৷ রবী ঠাকুর বলেছিলেন, ভালো জিনিস অল্প হয় বলেই ভালো, নাইলে ভীড়ের ঠেলায় হয়ে যায় মাঝারি ৷

২| ০৯ ই এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:০৮

দিশেহারা রাজপুত্র বলেছেন: গল্পের থিমটা বলিউডের 'জয় হো' মুভির থ্যাংক ইউ দেওয়ার মতো হয়ে গেছে।

দেখেছেন মুভিটা?

০৯ ই এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:৩৩

আবদুর রব শরীফ বলেছেন: দেখি নি ব্রো ৷

৩| ০৯ ই এপ্রিল, ২০১৫ রাত ১০:২৭

বোকা মানুষ বলতে চায় বলেছেন: অগাস্ট ২০১১ তে আপলোড করা এই ভিডিওটি দেখুন, আপনার গল্পের মত। ভালো থাকুন সবসময়।

০৯ ই এপ্রিল, ২০১৫ রাত ১০:৩২

আবদুর রব শরীফ বলেছেন: ওকে ভাইয়া ৷

৪| ০৯ ই এপ্রিল, ২০১৫ রাত ১০:৩৪

আবদুর রব শরীফ বলেছেন: ভিডিও তো পাইলাম না ভাইয়া?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.