নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

বাঁচতে হলে জানতে হবে!

০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:২৯

মহিলাটির স্বামী মারা গেছে কিছু দিন আগে, স্বামী জীবিত থাকতে ছোট ছোট মেয়েগুলোর বিয়ের চিন্তা করে স্বল্প বেতনে লাখ দেড়েক টাকার মতন জমিয়ে গেছে,
.
এমএলএম ব্যবসা ডেসটিনির তখন রমরমা যৌবন, কেমনে কেমনে খবর পেল এই মহিলার কাছে কিছু টাকা জমা আছে, দিন রাত শুরু হলো মোটিবেশন, ফলোয়াপ ইত্যাদি ইত্যাদি,
.
বিধবা মহিলাটি এগুলোর কিছু বুঝে না, তাকে দুই লাখ টাকা ইনভেস্ট করলে লাখ লাখ টাকা আসবে বলে আশ্বস্ত করা হলো, সোজা সরল মহিলাটিকে ইনিয়ে বিনিয়ে বুজিয়ে সুজিয়ে তার সব টাকা দিন দুপুরে ডেসটিনির নামে ডাকাতি করে নেওয়া হলো,
.
মহিলাটি রাস্তায় আমার সাথে দেখা হলে আমাকে তার দুঃখের কাহিনী বলে, আমি তাকে বলি খালাম্মা কি আর করবেন, এই টাকা আর পাবেন না, মহিলাটি দীর্ঘ নিশ্বাস ছেড়ে বলে, বাবা তবুও খোঁজ খবর জানায় ও, যদি কখনো পায়!
.
শুনেছি/দেখেছি অনেক ফকিরের জমানো টাকা পর্যন্ত স্বপ্ন, লোভ দেখিয়ে এমএলএম হাতিয়ে নিয়েছে, এখন ওরা আবার জেগে উঠছে, জানি না আবারো কত জনের এভাবে কপাল পোড়ে!!
.
তবে এটা ও জানি খেলনা টাইপের মোবাইল/ইলেকট্রনিক্স বিক্রি করে একটি কোম্পানি বিশাল পরিমাণ টাকা হাতিয়ে নিচ্ছে, এছাড়া আরো তিনটি প্রতিষ্ঠান পুরাতন বোতলে নতুন মদ খাওয়ানোর জন্য বর্তমানে তৎপর... আপনি সচেতন হোন অন্যদেরও সচেতন করুন! আপনার আশে পাশের প্রতারণার কাহিনীগুলো তুলে ধরুন, সময় গেলে সাধন হবে না ৷

মন্তব্য ৮ টি রেটিং +৪/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:২৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সতর্কতা মুলক পোস্ট +++++++++

০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:২৯

আবদুর রব শরীফ বলেছেন: সেটাই :)

২| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৪১

রানার ব্লগ বলেছেন: ডেসটিনি নামক আগাছা আবার বৃদ্ধি হতে পারে যদি না আমরা আমাদের লোভ কে সামলাতে না পারি।

০৬ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:৩৯

আবদুর রব শরীফ বলেছেন: আবার বৃদ্ধি পাচ্ছে... পুরনো বোতলে নতুন মদ হিসেবে...

৩| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৩:৩৬

এ কে এম রেজাউল করিম বলেছেন:
তবে এটা ও জানি খেলনা টাইপের মোবাইল/ইলেকট্রনিক্স বিক্রি করে একটি কোম্পানি বিশাল পরিমাণ টাকা হাতিয়ে নিচ্ছে, এছাড়া আরো তিনটি প্রতিষ্ঠান পুরাতন বোতলে নতুন মদ খাওয়ানোর জন্য বর্তমানে তৎপর... আপনি সচেতন হোন অন্যদেরও সচেতন করুন! আপনার আশে পাশের প্রতারণার কাহিনীগুলো তুলে ধরুন, সময় গেলে সাধন হবে না ৷

সমাজের সকলেই সতর্কতা অবলম্বন করুন কামনা করি।

০৬ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:৫৭

আবদুর রব শরীফ বলেছেন: ধন্যবাদ ভাই :)

৪| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:২৪

নতুন বলেছেন: Fool me once, shame on you. Fool me twice, shame on me

আমাদের দেশের মানুষকে খুব সহজেই বোকা বানায় ধান্ধাবাজরা। :(

০৬ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৩৬

আবদুর রব শরীফ বলেছেন: ঠিক, এটা-ওটা বুজিয়ে ব্রেইন ওয়াশ করে :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.