নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

মশা

১৪ ই মার্চ, ২০১৭ রাত ৯:০৬

আমার প্রেম না টিকে থাকার জন্য মশার কয়েল দায়ী কারণ আমি এতো অধৈর্য যে কখনো না ভেঙ্গে দুটো মশার কয়েল আলাদা করতে পারিনা !
.
কুইন এমন নাম হবে এক মশার কয়েলের কোম্পানি আমার কাছে জরিপ চাইলো কখনো তাদের কয়েল ব্যবহার করেছি কি না তাদের পণ্য যদি ব্যবহার করে থাকি তাহলে মন্তব্য দিতে ! মন্তব্যটি ছিলো এমন, 'দুটি মশার কয়েল আলাদা করে প্যাকেট করে বিক্রী করে দেখুন মার্কেট লালে লাল হয়ে যাবে !'
.
শুধু তা না দুই একটি মশা না কামড়ালে আমার কখনো মনে থাকেনা যে সন্ধ্যা হলে কয়েল জ্বালানোর কথা গতকাল পণ করেছিলাম !
.
প্রতিদিন একবার করে সংকল্প করি মশার কয়েলের স্টেন জায়গা মতো রাখবো যাতে প্রতিদিনের মতো যেনো পরের দিনও না খুঁজতে হয় তবুও প্রতিদিন খুঁজি....!
.
আমার মনে হয়না একটি মেয়ে আমার মন জয় করার জন্য বেশী কিছু করতে হবে শুধু সন্ধ্যা হলেই রোজ কয়েল ধরিয়ে সারপ্রাইজ দিলেই আমি তার প্রেমে পড়ে যাবো !
.
আর যদি মশারিটা ও রোজ টাঙ্গিয়ে দেয় তাহলে মনে হয় তার প্রেমে পাগল হয়ে যাবো !
.
আপনার চেয়ে ক্ষমতাধর কাউকে থাপ্পড় মারতে হলে আপনাকে তার গালে একটি মশা বসা পর্যন্ত অপেক্ষা করলেই চলবে !
.
সত্যি বলতে কি মাশা থেকে অনেক কিছু শিখার আছে তারা মূলতো ডিম পাড়ার জন্য জীবন বাজী রেখে রক্তের প্রোটিন সংগ্রহ করে শুধু মাত্র বংশবৃদ্ধি করার জন্য বেঁচে থাকার জন্য না ! মূলতো গাছের রস খেয়ে বাঁচে !
.
বংশ রক্ষা করার জন্য এতোবড় ঝুঁকি প্রকৃতিতে আর কেউ নেয় কি না সন্দেহ !
.
ভাবা যায় এতটুকু একটা প্রাণী মানুষের সাথে খেলে ! খেলতে হলে আসলে বাঘের মতো না মশার মতো করে খেলতে হবে !
.
সেদিন এক মশা কানের পাশে এসে গুনগুন করে গান শুরু করছিলো, এই রাত তোমার আমার শুধু দুজনার ! যাওয়ার সময় তোমার মতো ব্যথা দিয়ে চলে গেলো !

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৪ ই মার্চ, ২০১৭ রাত ৯:৩৭

ওমেরা বলেছেন: আপনার কথা গুলো পড়ে মশাদের জন্য আমার ঘুব মায়া লাগছে , জীবনের ঝুঁকি নিয়ে ও ওরা বংশ বৃদ্ধি করতে চায় ।

২| ১৪ ই মার্চ, ২০১৭ রাত ১১:৩৭

সিলেক্টিভলি সোশ্যাল বলেছেন: =p~

৩| ১৪ ই মার্চ, ২০১৭ রাত ১১:৪২

খায়রুল আহসান বলেছেন: বেশ উপভোগ করলাম আপনার এ মশাকাহন। + +

৪| ১৫ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৫০

অতঃপর হৃদয় বলেছেন: আপনার পোস্ট পড়ার সময় অনেক গুলো মশার কামড় খাইলাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.