নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

প্রেমের \'অনিশ্চিত হিসাব !\'

২০ শে মার্চ, ২০১৭ রাত ৮:৩৬

কোন পেইজে পোস্ট করলে একটা মেয়ে এসে কমেন্ট করে বলে আবদুর রব শরীফ আবালের পোস্ট দেখলে আমার মাথার চান্দি গরম হয়ে যায় !
.
এমন আরো অনেক কমেন্ট থাকে যদিও.......!
.
অদ্ভুত ব্যাপার আমি তাকে চিনি না সে ও আমাকে চিনে না তবুও আমাদের সম্পর্ক লেখক পাঠক !
.
সে আমার লেখা পড়ে এবং শেষে গিয়ে আবিষ্কার করে আমি একটা আবাল ! হঠাৎ একদিন লক্ষ্য করলাম সে আমার লেখায় আর কমেন্ট করছে না !
.
আমি এবার তার কমেন্ট খুঁজতে গিয়ে প্রতিদিন বিভিন্ন মাধ্যমের লেখাগুলোর কমেন্টগুলো পড়ি ! তীর্থের কাকের মতো কমেন্টগুলো পড়তে থাকি আর মন খারাপ হয় সে মেয়েটি কেনো আর কমেন্ট করছে না !
.
মাঝে মাঝে মনে হয় আমি তার প্রেমে পড়ে গেছি ! অদ্ভুত মানুষের মন ! জীবন থেকে দেখেছি ইডিয়ট রাস্কেল বেয়াদপ ছেলেগুলো একদিন প্রিয় মানুষ হয়ে যায় মেয়েদের...!
.
একদিন আমার পরিচিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সমাজবিজ্ঞানের এক মেয়ে এসে বলেছিলো তোমার পাবলিকেটের বন্ধুটি এতো ফালতু কেনো ? আমি খুঁজতেছিলাম আমার বন্ধু কেনো এতো ফালতু কিন্তু আমি উত্তর খুঁজে পাওয়ার আগে তারা প্রেমে পড়ে গেছে !
.
তোমার মতো রাস্তার ছেলে দেখলে আমার গা জ্বলে বলা মেয়েটিরও এখন একদিন সে ছেলেকে না দেখলে মন জ্বলে ! জ্বলেরে জ্বলে !
.
ভাইয়া তুমি ঐ খারাপ ছেলের সাথে মিশবে না বলে বারণ করা মেয়েটিকে একদিন কোন এক বৃষ্টি মুখর সন্ধ্যায় মিশামিশি খেলছে !
.
গুন্ডা মার্কা বলা ছেলেটির হুন্ডার পিছনে দেদারচ্ছে ছুটে চলছে প্রেম !
.
সাইকোলজি টুডে-এর এক প্রতিবেদনে ওয়াশিংটনের একটি ক্লিনিকের মনোবিজ্ঞানী ও সম্পর্কবিষয়ক বিশেষজ্ঞ ড. বিনিতা মেহতা বলেছিলেন, 'সুবোধ বালকের মধ্যে কোনো রহস্যময়তার টান নেই। মেয়েরা দুষ্টু ছেলেদের এলোমেলো স্বভাব ও জীবনের নানা অজানা-অচেনা বিষয়ের প্রতি তীব্রভাবে আকর্ষিত হয়। উত্তেজনা, উদ্দীপনা, নিষিদ্ধের স্বাদ সবই যেন লুকিয়ে রয়েছে 'ব্যাড বয়'দের জীবনে। এমনকি কম বয়সী একটা মেয়ের মধ্যেও এসব ছেলের প্রতি আকর্ষণ জন্মায়।'
.
সত্যি বলতে কি মেয়েরা চ্যালেঞ্জ নিতে ভালবাসে একটি দুষ্ট ছেলেকে সে সুবোধ বালক বানাতে চেষ্টা করার মাঝে সে এভারেস্ট জয় করার স্বাদ নেয় এমন !
.
ছেলেটি সিগারেট খায় মেয়ে মানা করে অভিমান করে একদিন সত্যি সত্যি সে দেখে ছেলেটি তার সামনে সিগারেট টানছে না সে তার ভালবাসার শক্তি দেখে আনন্দ লাভ করে !
.
জীবন হিসাব বিজ্ঞান না যে সব সময় মিলে যাবে মাঝে মাঝে হিসাবের সমীকরণ মিলে না মিলবে না !
.
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কলেজে আমি ব্যবসায় শিক্ষা বিভাগের ছাত্র ছিলাম সব সময় চূড়ান্ত হিসাব মিলিয়েছি কিন্তু টেস্ট পরীক্ষা দিতে গিয়ে দেখি চূড়ান্ত হিসাব মিলেনি সেটা 'অনিশ্চিত হিসেব' ছিলো !
.
বিজ্ঞানের ছাত্রদের অনিশ্চিত হিসাব কি সেটা বুঝানোর জন্য প্রাইভেট পড়াতে হবে আপাতত বিনা পয়সায় জ্ঞান বিতরণ করা থেকে বিরতি !

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২০ শে মার্চ, ২০১৭ রাত ৯:০১

অণু অণুভা বলেছেন: B-)

২| ২০ শে মার্চ, ২০১৭ রাত ১০:৩০

ওমেরা বলেছেন: জী জীবনের হিসাব সব সময় মিলে না ।ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.