নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

রম্যঃ টয়লেট

২১ শে মার্চ, ২০১৭ রাত ১০:৪৫

দুই হাজার সতের সালে ডেনমার্ককে হারিয়ে পৃথিবীর সবচেয়ে সুখী দেশ হয়েছে নরওয়ে !
.
দুই হাজার ষোল সালে সুইজারল্যান্ডকে হারিয়ে পৃথিবীর সুখী দেশ হয়েছিলো ডেনমার্ক
.
দুই হাজার পনের সালে ডেনমার্ককে হারিয়ে পৃথিবীর সবচেয়ে সুখী দেশ হয়েছিলো সুইজারল্যান্ড
.
দুই হাজার বার, তের এবং চৌদ্দ সালে ডেনমার্ক সুখী দেশ হিসেবে হেট্রিক করেছিলো !
.
যতটুকু মনে পড়ে র্যাংকিং টা এমনি...!
.
ডেনমার্কের বিখ্যাত লেখক ধরা হয় হান্স ক্রিস্টিয়ান আণ্ডারসন নামে একজন রূপ কথার যাদুকরকে যার কথাগুলো একদিন সত্যিকারের রূপ রেখার সৃষ্টি করবে তা কে জানতো ?
.
মজার ব্যাপার হলো বর্তমান সেরা সুখী নরওয়ে ডেনমার্ক থেকে স্বাধীনতা লাভ করেছিলো !
.
ইয়র্নস্টার্ন ইয়র্নসেন নোবেল বিজয়ী তাদের সেরা সাহিত্যিক প্রথমে আত্মপ্রকাশ করেই নরওয়ের নাট্যশৈলীকে তিনি ডেনীয়(ডেনমার্ক) প্রভাব থেকে মুক্ত করেন কারণ সুখী হতে হলে নিজস্ব সাহিত্য সংস্কৃতির বিকল্প নেই !
.
কথায় আছে পর্যটকরা টয়লেট করতে হলে ফ্রান্স থেকে সুইজারল্যান্ড ছুটে যায় এটা শুনেছিলাম পর্যটক আবু সালেহ মোহাম্মদ ইমরান ভাই থেকে...!
.
সুতরাং সুইজারল্যান্ড নিয়ে কোন কথা হপে না !
.
এতোক্ষণে খুঁজে পাইলাম কেনো বাংলাদেশ সুখী দেশে র্যাংকিংয়ে থাকে না !
.
মীনা কার্টুনের সেই দৈত্যটির একদিন বাথরুম ধরলো সে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাহাড়ের উপর আসলো সেখানে দেখলো পাহাড়ে আদার চাষ হচ্ছে লজ্জা ঢাকার জায়গা নেই !
.
তারপর সে দৌড়ে একটি বাসে উঠে অক্সিজেন আসলো ! সেখানে পেট্রোল পাম্পের বাথরুমের সামনে দেখলো বদনা হাতে এক মিটার লাইন !
.
তারপর গেলো জিইসি সানমারে সেখানে গিয়ে দেখলো সব বাথরুম ভিতর থেকে তালা মারা এমন !
.
সেখান থেকে দৌড়ে পাশের এক প্লাটে একটু ঢুকতে যাবে এমন সময় দারোয়ান তাকে চোর চোর বলে দৌড়ানি দিলো !
.
কোন জায়গা না পেয়ে সে আবারো তার প্রদীপে ঢুকে এতো কম জায়গার মধ্যে যেখানে তার একা থাকতে ও কষ্ট হয়! কেউ ভুলে তিনবার ঘষা দিলেই বের হয়ে বিদ্যুত বেগে চলে আসে সেখানেই সেরে দিলো ! আহ ! কি শান্তি !
.
সুখী দেশ হতে হলে সত্যি কি এরচেয়ে বেশী কিছু দরকার হয় ? তাই সমাজের বিত্তবানদের প্রতি উদাত্ত আহবান জানাচ্ছি পাবলিক টয়লেট নির্মাণে এগিয়ে আসুন !

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২১ শে মার্চ, ২০১৭ রাত ১১:২৬

মুহাম্মাদ সালাহ উদ্দিন বাবু। বলেছেন: তাই সমাজের বিত্তবানদের প্রতি উদাত্ত আহবান জানাচ্ছি পাবলিক টয়লেট নির্মাণে এগিয়ে আসুন ! :-P

২২ শে মার্চ, ২০১৭ রাত ৯:২০

আবদুর রব শরীফ বলেছেন: বড্ড দরকার

২| ২২ শে মার্চ, ২০১৭ রাত ১২:২৪

দ্যা ফয়েজ ভাই বলেছেন: দৈত্য পাবলিক টয়লেটে গিয়েছিল ঠিকই,তবে এর ভিতরের লেখা গুলো পড়ে পেতের জিনিষ পেতেই রয়ে গিয়েছিল। ;)

২২ শে মার্চ, ২০১৭ রাত ৯:২১

আবদুর রব শরীফ বলেছেন: পাবলিক স

৩| ২২ শে মার্চ, ২০১৭ রাত ২:৪৯

অতঃপর হৃদয় বলেছেন: টয়লেট রম্য :) :) :)

২২ শে মার্চ, ২০১৭ রাত ৯:২১

আবদুর রব শরীফ বলেছেন: মেয়েটির নাম ছিলো সুখি

৪| ২২ শে মার্চ, ২০১৭ সকাল ১০:৩৯

সঞ্জয় নিপু বলেছেন: তাইতো কবি বলেছেন, " ভোগে নয় ত্যগেই সুখ" ।

সুন্দর হইছে।

২২ শে মার্চ, ২০১৭ রাত ৯:২১

আবদুর রব শরীফ বলেছেন: একদম

৫| ২২ শে মার্চ, ২০১৭ বিকাল ৪:৪৭

রায়হান চৌঃ বলেছেন: তাই সমাজের বিত্তবানদের প্রতি উদাত্ত আহবান জানাচ্ছি পাবলিক টয়লেট নির্মাণে এগিয়ে আসুন ! :-P প্রয়েজনে ব্যবসা হিসেবে ২/৪ টাকা না হয় নিবেন...... আমরা আমজনতা কিছুই মনে করবো না !!

২২ শে মার্চ, ২০১৭ রাত ৯:২২

আবদুর রব শরীফ বলেছেন: মনের কথা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.