নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

শেয়াল যখন বনের বাঘ!

২০ শে এপ্রিল, ২০১৭ রাত ৮:৫৫

বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা আবদুল্লাহ আবু সায়ীদ মাত্র ১৫ জন ছাত্র নিয়ে তার স্বপ্নের পথে যাত্রা শুরু করেছিলেন যদিও তা আজ পনের লক্ষ পাঠকে গিয়ে ঠেকেছে!
.
আবদুল্লাহ আবু সায়ীদ স্যারের একজন বন্ধুসুলভ বড় ভাই ছিলো! সারাদিন টাকা টাকা করতো! নাম বললে আপনি আমি কেউ চিনবে না যদিও তবে তার একটি মার্সিডিজ বেঞ্চ গাড়ি ছিলো! ভালো টাকাও ইনকাম করেছিলো!
.
তো একদিন স্যার ক্লান্ত পরিশ্রান্ত অবসন্ন হয়ে হাটছিলেন! কারণ তখন সেই পথের রিক্সা ভাড়া ছিলো চার আনা তাও স্যারের পকেটে ছিলো না!
.
তো হঠাৎ করে স্যার খেয়াল করলেন একটি বিলাসবহুল গাড়ি তার পাশে এসে থেমে গেলো! গাড়ির কাঁচ নামলো! কাঁচ দিয়ে মুখ বের করলো তার বন্ধু! এবার স্যারের দিকে আপাদমস্তক দেখে তুচ্ছ তাচ্ছিল্যের স্বরে মজা করে বললো, আরো কবিতা লেখ শালা! বলে গাড়ির কাঁচ উঠিয়ে হেঁচকা টান দিলো!
.
শেষ যখন অস্ট্রেলিয়ায় বসবাসকারী বাঙ্গালীরা শুনেছে স্যার অস্ট্রেলিয়ায় এসেছে তখন তাকে এক প্রকার আড়কোলে করে গল্প বলার জন্য নিয়ে এসেছিলো প্রধান অতিথি করে! সেই গল্প শ্রোতার মধ্যে তার সেই বন্ধুটিও ছিলো!
.
জীবন এমনি বিচিত্র! আজকে আবদুর রব শরীফ বলে যাকে দেখে নাক উঁচু করছেন সে ও একদিন ওমন হয়ে যেতে পারে! আবার আমি যাকে দেখি নাক সিঁটকাচ্ছি সেও একদম এমন হয়ে যেতে পারে!
.
ছোট বেলা থেকে আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থাকি বলে ওখানের একটা গল্প না বললে আমার পেটের ভাত হজম হয় না!
.
আমাদের আশে পাশে এতো হাজার লক্ষ গল্প আছে যা এক জীবনে বলে শেষ করতে কেউ পারবে না!
.
চঃবিঃর এক শিক্ষককে জানি যে একটি হলে উঠতে পারেনি যে কোন কারণে পরে সে ঐ হলের প্রভোস্ট হয়ে এসেছিলো!
.
তার চেয়ে বড় কথা মানুষ নিজের মধ্যে কি শক্তি লুকিয়ে আছে তা বুঝতে পারে না!
.
আইনস্টাইন বলেছিলেন, আমি কিচ্ছু আবিষ্কার করিনি! শুধু নিজের কৌতূহল মিটিয়েছি কেন হয় কিভাবে হয়! আর কিছুনা!
.
জগত বিখ্যাত আমার প্রিয় লেখক ডেল কার্নেগী বলেছিলেন, 'আমিও চাইতাম বিখ্যাত ব্যক্তিদের
মতো সফল হতে; এর জন্য আমি অনেক
পরিশ্রমও করেছি কিন্তু
আমি কোনভাবেই সফল
হইনি,অবশেষে আমি সিদ্ধান্ত নিলাম-
অন্যের মতো নয়- বরং আমি হবো আমার
মতো।'
.
তেমনি বনের বাঘও নিজের শক্তি বুঝতে না পেরে শেয়ালের পিছনে হাঁটছে আর শেয়ালকে বাহবা দিচ্ছে!
.
তো একবার এক বাঘের ক্ষিদে পেয়েছিলো তারপর অনেক কষ্টে একটি শিয়ালকে পেয়েছিলো! শিয়ালকে আক্রমণ করে খেতে যাবে এমন মুহূর্তে শিয়াল বললো আমি হলাম এই বনের রাজা কারণ বনের সব পশু পাখিরা আমাকে দেখে ভয় করে! বিশ্বাস না হলে আমার পিছনে পিছনে আসো! বাঘ শেয়ালের পিছনে পিছনে আসতে লাগলো এবং সত্যি সত্যি পশু পাখিরা ভয়ে পালাতে লাগলো!
.
সত্যি বলতে কি সবাই বাঘকে দেখে পালাতে লাগলো বাঘ সেটি বুঝতে পারলো না!

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২১ শে এপ্রিল, ২০১৭ সকাল ৯:১৩

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: তেমনি বনের বাঘও নিজের শক্তি বুঝতে না পেরে শেয়ালের পিছনে হাঁটছে আর শেয়ালকে বাহবা দিচ্ছে!
.



সত্য কথা। আমাদের সমাজে এরকমটাই হয়। আত্মোপলব্ধির প্রয়োজন আছে।

ধন্যবাদ ভাই আবদুর রব শরীফ।

২১ শে এপ্রিল, ২০১৭ সকাল ৯:৪২

আবদুর রব শরীফ বলেছেন: কৃতজ্ঞতা রেখে গেলুম!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.