নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

অসহায় জাতি ডুবিছে মরিয়া!

২০ শে এপ্রিল, ২০১৭ রাত ১১:৩৬

হাঁসের বাচ্চা জন্মের পর নিজে নিজে ভাসতে পারে, মুরগীর বাচ্চা জন্মের পর নিজে নিজে দৌড়াতে পারে তেমনি গরু, ছাগলের বাচ্চাও কিন্তু সৃষ্টির শ্রেষ্ঠ জীব আশরাফুল মাখলুকাত মানুষ জন্মের পর দেড় দুই বছর অসহায় হয়ে শুয়ে থাকে!
.
মানুষের বাচ্চার মতো এতো অসহায় বাচ্চা সৃষ্টি জগতে নেই অথচ একদিন তারা পৃথিবী জয় করে! গরু দিয়ে হাল চাষ করে! ছাগল দিয়ে রোস্ট বানিয়ে খায়! মুরগিকে কিমা বানিয়ে......!
.
বাবার পায়ে পা রেখে হাঁটা শিখতে তার এক বছর চলে যায়! উষ্টা খেয়ে খেয়ে আরো ছয় মাস!
.
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সমাজ বিজ্ঞান ঝুপড়ির খুপরিতে বসে একদল নবীন সমস্বরে চিরকুট ব্যান্ডের একটি গান করছে দেখলাম , 'মরে যাবো রে মরে যাবো, কি অসহায় আমি, একবার ভাবো।'
.
অসহায় আমরা আগেও ছিলাম! জীবন পথের শুরুটা ওখান থেকে! তখন বাবা মা'সহ যারা তোমার সহায় হয়েছিলো আজ তুমি কোন এক কোথাকার ললনার জন্য বাবা মা আত্মীয় স্বজন ভুলে মরে যেতে চাচ্ছো!
.
সত্যি তোমার মতো অপদার্থের মরে যাওয়া উচিত!
.
মানুষ কত অসহায় তুমি ভাবতে পারো? এক বাড়িতে তিনটি পোষা কুকুর আছে বেশ সুঠাম দেহের কিন্তু এক কঙ্কালসার অভুক্ত মানুষ ঐ বাড়ি থেকে খালি মুখে ফিরে আসছে!
.
পোশাক শিল্পের বিখ্যাত দেশে রাস্তায় বস্তা গা'য়ে শুয়ে থাকে হাজারো মানুষ! কত অসহায় তারা একবার ভাবো!
.
একশ দুইশ টাকার লোভে খুন হতে হয় আমাদের কত অসহায় একবার ভাবো!
.
সারাজীবনের পুঁজি শেয়ার বাজার, ডেসটিনি, এদিক ওদিক করে লুট হয়ে যায় কত অসহায় একবার ভাবো!
.
চাকরি না পেয়ে আইবুড়ি মেয়ে আত্মহত্যা করে কত অসহায় আমরা একবার ভাবো!
.
সৃষ্টির সেরা জীব কত কারণে কত অসহায় একবার ভাবো!
.
সেখানে কোন সুন্দরীর কারণে মরে যাবো মরে যাবো ভাবাও এক প্রকার বিলাসিতা!
.
জানো তো দু বেলা আহার জোটে না ওদের, কবিতা বিমূর্ত হয় অভাবী ছায়ায়, কিছু করার এই তো সময়! দিন চলে যায়! চায়ের কাপে পরিচয় তোমার সাথে! পথে দেখা হলো আবার! সানকিতে হাত রেখে কিশোর ছেলে ডাক দেয় সাথী হবার!
.
একদিন সেই অসহায় বাচ্চাটি বড় হয়ে অসহায় মানুষের মন জয় করে! পৃথিবীর বুকে এঁকে দেয় মানবতা!
.
অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে! ঠিক যেভাবে ছোট কালে বাবা মা তাদের সহায় হয়েছিলো!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.