নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

রম্যঃ ব্লা ব্লা ব্লা

১৩ ই মে, ২০১৭ রাত ৯:০৪

অর্থনীতির প্রথম বর্ষ! ক্লাশের পিছন গিয়ে বসলাম! সামনে মেয়েরা!
.
পিছনে লম্বা চুল! কান খাড়া! সে হলো কল্পনিক নাম শাহীনা!
.
বাবরী চুল! মোটাসোটা সে হলো হালের সেলিনা!
.
উচু ঘোমটা! কাধ বাঁকা সে হলো জরিনা!
.
তারা আমাদের দেখে নি কিন্তু আমরা তাদের পিছন থেকে দেখেছি! দেখতাম! এমন!
.
ক্লাশের বাহিরে সমাজ বিজ্ঞান ঝুপড়িতে দেখা! হ্যালো ডুড! পরিচয় হতে পারি? ও শিওর! কিসে পড়েন? অর্থনীতি সেশন সাত আট! আপনি? আমিও সেশন সাত আট!
.
একই ক্লাশে পড়ি আমরা অথচ চিনলাম না তোমাদের বলে মেয়েগুলো চলে যেতে থাকলো!
.
পিছন থেকে তাদের ডাক দিলাম! এই তুমি সেলিনা আর তুমি শাহীনা এবং তুমি জরিনা! ঠিক?
.
একদম!
.
জীবন হলো এমনি আপনি কোন এঙ্গেল থেকে দেখছেন সেটা হলো বড় কথা! পিছন থেকে দেখলে পাছা দেখে চিনবেন সামনে থেকে দেখলে পাহাড় দেখে! মাইন্ড নিয়েন না জোকস করলাম!
.
এর থেকেও সহজভাবে মুখ দেখেও চিনা যায়!
.
Live অর্থ বেঁচে থাকা কিন্তু আমরা অনেকেই জানিনা না Live অর্থ হলো Life is very easy সংক্ষেপে Live! এর মানে সহজ সরলভাবে বেঁচে থাকা!
.
জীবন জটিল ভাবলেই জটিল হবে সহজ ভাবলেই সহজ!
.
প্রতি রাকাত নামাজে আমরা সূরা ফাতেহা'র মাধ্যমে আল্লাহর কাছে প্রার্থনা করে বলি, আমাদের সোজ সরল পথ দেখাও! কিন্তু বাস্তব উল্টো পথে হাঁটি!
.
সমাজ পরিবেশ পরিস্থিতি আমাদের জটিল করে তোলে! ভাবী আমার ননদের ভাইয়ের শালার মেয়ে গোল্ডেন পেয়েছে! আপনার মেয়ে শুনেছি ভালো ছবি আঁকে কিন্তু পড়ালেখায় মনোযোগ কম! সামনে পরীক্ষা তাকে একটু দেখবেন! জানেন তো ভাবী, জীবন মানেই এ+
.
তারপর মা এসে মেয়েকে উত্তম মধ্যম দিয়ে বললো তোর ছবি আঁকার ক্ষেতা পুরী! তোর বাপে চারুকলায় বসে অন্য মেয়েদের ছবি এঁকে জীবন নষ্ট করেছে নাইলে তার আজকে দুইটা প্লাট থাকতো!
.
ব্লা ব্লা ব্লা........!
.
পিছন থেকে চিন্তা করলে আমার কাছে শুধু তুমি না গাড়ি বাড়ি নারী শাড়ি ও সরি শালী কিচ্ছু নেই!
.
সামনে থেকে চিন্তা করলে হাত পা নখ চোখ ত্বক ফেসবুক ব্লগ সবি আছে! কি কি আছে তার হিসেব দিতে গেলে এমন হাজারো লেখা লিখতে হবে ভেবে আজকের মতো এখানে সমাপ্তি!

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৩ ই মে, ২০১৭ রাত ৯:১৬

আমি চির-দুরন্ত বলেছেন: আল্লাহ গো, এ হতে পারে না।!!!!!! #:-S । চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কোথায় গেল? ঐ নামটা লাগবে কিন্তু। ওটা ছাড়া জমে না।

১৩ ই মে, ২০১৭ রাত ৯:৩৪

আবদুর রব শরীফ বলেছেন: হাহা আর কতো!

২| ১৩ ই মে, ২০১৭ রাত ৯:১৬

আমি চির-দুরন্ত বলেছেন: সবাই শুধু পিনিক দিতে পারে ভাই। উৎসাহ দেয়ার লোক খুব কম।

১৩ ই মে, ২০১৭ রাত ৯:৩৫

আবদুর রব শরীফ বলেছেন: ঠিক ভাও

৩| ১৩ ই মে, ২০১৭ রাত ১০:৩২

নাগরিক কবি বলেছেন: হাহাহাহহা। খারাপ মা। ভালই লেগেছে

১৪ ই মে, ২০১৭ সকাল ১১:৫৫

আবদুর রব শরীফ বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.