নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

গরীবের রাজা রবিন হুড কে হবে?

১৫ ই মে, ২০১৭ রাত ৯:২৬

হামজা বেনদেলাজ নিশান্থ যে একজন আলজেরিয়ান হ্যাকার ছিলেন! যে দুইশ প্লাস আমেরিকান ব্যাংক এবং অর্থনৈতিক প্রতিষ্ঠান হ্যাক করে ৪০ কোটি ডলার মেরে দিয়েছিলেন শুধু অাফ্রিকা এবং ফিলিস্তিনের অনাহারে এবং অর্ধাহারে থাকা মানুষের মুখে খাবার তুলে দেওয়ার জন্য!
.
আদালতে তিনি শুধু একটি কথা বলতেন,'আমি কোন পাপ করিনি, গরিবের পেটে লাত্থি দিয়ে সমাজের দুর্নীতিবাজরা যে পয়সা ব্যাংকে জমা রেখেছিল আমি তা গরিবের পেটেই পৌঁছালাম, এটি অপরাধ?
.
তার যখন ফাঁসি হয় সে ফাঁসির দড়ি গলায় ঝুলিয়ে মুচকি হাসি দিয়ে আসি বলে চলে গেলো পরপারে!
.
ছোটবেলায় বাংলা সিনেমার নায়কদের দেখতাম এমন কর্মকান্ড করতে! গরীবের রাজা রবিনহুড টাইপের কেউ দিনে ধনীদের সম্পদ লুট করে রাতে গরীবদের বিলি করার দৃশ্য!
.
কিন্তু বাংলাদেশে উল্টো ঘটে!
.
ডেসটিনি আইলো! সরকার কিছু কইলো না! অনেক নামী দামী ব্যক্তিরা গিয়ে তরুণদের এগিয়ে যাওয়া নিয়ে বক্তব্য দিলেন! তাদের দেখে আবদুর রব শরীফ গরীব মানুষ এট্টু বড়লোক হওয়ার আশায় ঢুকলো! কিন্তু ফকির হয়ে বের হলো!
.
শেয়ারবাজার কেলেংকারী, হলমার্ক, ডেসটিনি, বেসিক, বিসমিল্লাহ, ইউনিপে টু থেকে শুরু করে ব্যাংকের রিজার্ভ হ্যাক সব জায়গায় মারা খেলো জনগন! গরীব শরীফ মানুষরা!
.
সন্দ্বীপে পাক্কা দুই টাকা খরচ করে টান টান উত্তেজনা নিয়ে চায়ের দোকানে দেখা গরীবের রাজ রবিনহুড বাস্তব জীবনে বড়লোকের রাজা হিসেবে আবির্ভাব হয় আমাদের দেশে!
.
কারণ আমরা সব সময় রবিন হুড নামক কোন এক অদৃশ্য অলীক কল্পনার পিছনে দৌড়াতে থাকি!
.
কেউ উদ্যোক্তা হতে চাইনা! সবাই সরকারী চাকুরিজীবী হয়ে আরামছে দিন কাটাবো ভাবতে থাকি!
.
কিন্তু কেউ গরীবের রাজা রবিন হুড হিসেবে নিজেকে তৈরী করতে চাই না! কিছু হলে সরকার করবে অথবা কোন হিরো এসে উদ্ধার করবে এমন যখন টেন্ডেসি তখন একটি কৌতুক বলি,
.
দশ বছর ছেলে বাবাকে বলছে বাবা তুমি আমাকে একটা সাইকেল কিনে দিও!
.
বাবা বললো তোমার বয়সে আব্রাহাম লিংকন পাঁচ মাইল পায়ে হেটে স্কুল যেতো!
.
ছেলে তো ডিজিটেল! সে আবার সব খবর রাখে!
.
সে বাবাকে বললো, তোমার বয়সে আব্রাহাম লিঙ্কন আমেরিকার প্রেসিডেন্ট হয়ে গিয়েছিলো আর তুমি আমাকে একটা সাইকেল কিনে দিতে পারছো না!
.
দিনশেষে উপদেশ আর আদেশ করে আমরা তৃপ্তি লাভ করি! হায় সেলুকাস!

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৫ ই মে, ২০১৭ রাত ৯:৩৫

সত্যপথিক শাইয়্যান বলেছেন: হামজা বেনদেলাজ নিশান্থ ভালো কাজ করেছিলেন কি না, তা তর্ক সাপেক্ষ ব্যাপার। আমি অনেক ভালো লোকদের ব্যাংকে টাকা রাখতে দেখেছি। ব্যাংক দেউলিয়া হয়ে গেলে, এমন লোকদের পেটেও লাথি পড়ে।

সব দুর্নীতিরই বিচার হওয়া প্রয়োজন।

১৫ ই মে, ২০১৭ রাত ১০:২৩

আবদুর রব শরীফ বলেছেন: সেটা ও ঠিক বলেছেন! কোন দিকে যামু বুঝতেছি না!

২| ১৫ ই মে, ২০১৭ রাত ১১:০০

সত্যপথিক শাইয়্যান বলেছেন: যা ন্যায়, সেদিকেই তো যাওয়া দরকার বলে মনে করি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.