নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

ক্যাচালঃ বঙ্গবন্ধুর ছবি টাঙ্গানো

২৬ শে মে, ২০১৭ সকাল ১১:৪৯

১৭তম কিউবার রাষ্ট্রপতি এবং কমিউনিস্ট পার্টি কেন্দ্রীয় কমিটির প্রথম সচিব বিপ্লবী নেতা ফিদেল ক্যাস্ত্রো বলেছিলেন,'মৃত্যুর পর কোথাও যেনো তার মূর্তি এবং ছবি টাঙ্গানো যেনো না হয়!' কিউবাবাসী সেই কথা রেখেছিলেন কারণ ফিদেল ক্যাস্ত্রো আরো বলেছিলেন, তার একমাত্র জায়গা মানুষ হৃদয়ে তিনি শুধু সেখানে থাকতে রাজি আর কোথাও না!
.
ফিদেল কাস্ত্রোর যখন বিচার চলছিলো তখন তিনি একটা কথা বলছিলেন,'আমাকে অপরাধী বানাতে পারো, এটা কোনো গুরুত্ব বহন করে না। ইতিহাস আমাকে মুক্তি দেবে'
.
সোজা কথা এটা! ইতিহাস নির্ধারণ করে দিবে কে ভালো কাজ করেছে আর কে খারাপ কাজ করেছে!
.
আমি মূর্তিতে বিশ্বাস করিনা! আবার যারা বিশ্বাস করে তাদের হৃদয়ে আঘাতও করতে চাই না!
.
শুধু বিশ্বাস করি এই হৃদয়ে আল্লাহ নামে একজন সৃষ্টিকর্তা বসবাস করেন! হৃদয়ের বাহিরে তাকে রাখার জন্য আর কোন জায়গা নেই
.
ক্যাস্ত্রো বলছিলেন, আমি হিমালয় দেখিনি বঙ্গবন্ধুকে দেখেছি! বঙ্গবন্ধুর দেশে তার কন্যার আমলে আমি এসব অসঙ্গতি মেনে নিতে পারিনা!
.
আমি বঙ্গবন্ধুকে হৃদয়ে রাখবো না দেয়ালে টাঙ্গিয়ে রাখবো তা কেউ নির্ধারণ করে দিতে পারে না তেমনি হৃদয়ে না রেখে দেয়ালে টাঙ্গালে সেটা কি প্রকৃত শ্রদ্ধা হয়?
.
আমি আমার বাবা মায়ের ছবি আমার বেডরুমে ঝুলিয়ে রাখিনি বলে কি আমি ওদের ভালবাসি না?
.
রবীন্দ্রনাথ বলেছিলেন, ভালবাসার জন্য আমাকে একটু অবসর দাও! কঠিন কথা! তেমনি স্বাধীনতা দেওয়া লাগে মন কে!
.
নোবেল বিজয়ী উইলিবান্ট বলেছিলেন, 'মুজিব হত্যার পর বাঙালীদের আর বিশ্বাস
করা যায় না,যারা মুজিবকে হত্যা করেছে তারা যেকোন জঘন্য কাজ করতে পারে!'
.
সুতরাং ছবি টাঙ্গায়ে তাদের হৃদয় ধোলাই করা যাবে না
.
এভাবে ধোলাই করতে হয়,'সাত কোটি বাঙ্গালির ভালোবাসার কাঙ্গাল আমি। আমি সব হারাতে পারি, কিন্তু বাংলাদেশের মানুষের ভালোবাসা হারাতে পারব না।'
.
ভালবাসা হৃদয়ে থাকে মূর্তিতে না.....! তোমরা যদি মূর্তিতে ভালবাসা খুঁজে পাও তাতে বাধা দেওয়ার অধিকার আমার নেই! সবার মতের প্রতি শ্রদ্ধা দেখানো হলো প্রকৃত মানুষ্যত্ব!

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৬ শে মে, ২০১৭ দুপুর ১২:৪৯

রাজীব নুর বলেছেন: সুন্দর পোষ্ট।

২৬ শে মে, ২০১৭ দুপুর ১:০১

আবদুর রব শরীফ বলেছেন: কৃতজ্ঞতা রেখে গেলুম

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.