নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

রম্যঃ অপেক্ষা

২৬ শে মে, ২০১৭ সন্ধ্যা ৭:২৬

নকিয়া সিমেন্স নেটওয়ার্কের কান্ট্রি হেড প্রকৌশলী এবং সাবেক আইবিএমের সিইও নাভিদ মাহবুব যখন বুয়েটে পড়তেন তখন ঘন্টায় পাঁচশ টাকা চুক্তিতে একজন বিদেশীকে বাংলা শিখাতেন!
.
পাঁচটা থেকে ছয়টা পর্যন্ত বাংলায় গল্প বলতেন কিন্তু বাঙ্গালী স্বভাববশত কিছুদিন পর পাঁচটা দশ বিশে যাওয়া শুরু করলেন তো ভদ্রলোক একটু রেগেমেগে বাংলায় বলতে থাকলো, 'আমি তোমাক্কে বাংলা শিখ্কানোর জন্য টাক্কা দিই আমাক্কে অপেক্ষা করিয়ে রাখ্কার জন্য না!'
.
বন্ধু পাঁচ মিনিট খাড়া আমি দশ মিনিট পড়ে আইতাছি বলে কেডিএস এক্সেসোরিজের বন্ধু প্রতীম কলিগ সবুজ ভাই সেদিন আমাকে আধা ঘন্টা বসিয়ে রেখেছে লেখাটি তার জন্য লিখতে বসেছি!
.
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমার এক বন্ধু ছিলো নাম মিঃ লেইট! তাকে কোথাও আসতে বললে প্রথমেই বলতাম, বন্ধু লেইট করিস্ না, লেইট করলে দেরী হয়ে যাবে!
.
অপেক্ষা নিয়ে সবচেয়ে ভালো বলতে পারবে প্রেমিক প্রমিকারা! দীর্ঘ একবছর অপেক্ষায় থেকে কাছে পাওয়ার দুই মিনিট পর প্রতীক্ষা শেষ হওয়ার গল্প বলবো না!
.
বরং বলবো সেই দাদা দাদীর কৌতুক যারা চল্লিশ বছর পর চিন্তা করলো তারা আবার আগের মতো নদীর ধারে বসে প্রেম করবে!
.
যেই ভাবা সেই কাজ ৷ পরের দিন দাদা গিয়ে বসে আছে এক ঘন্টা ধরে কিন্তু দাদী আসছে না! দুই ঘন্টা পর দাদী ছুটে এসে বললো, সরি জান লক্ষী ময়না টিয়া একটু লেইট হয়ে গেলো!
.
দাদা তো রেগেমেগে ফায়ার! মাড়ির সাথে মাড়ি গিজগিজ করতে করতে বললো, কেনো? দাদী উত্তর দিলো, আর বলোনা মা আসতে দেয়নি! চোখ ফাঁকি দিয়ে এসেছি!
.
অপেক্ষার সবচেয়ে নিদারুণ গল্পটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক ছোট ভাই বলেছিলো, আলাওল হলে তার এক বন্ধু রাতে সবাই ঘুমিয়ে গেলে ঘুমায়! সে জেগে থাকে অন্যেরা কখন গভীর ঘুমে হারিয়ে যাবে আর সে তার গার্লফ্রেন্ডকে ইয়াম্মি বলে মোবাইলে দুইটা চুমু দিবে সেই আশায়!
.
ঐ পাশ থেকেও একজন অকারণে প্রতীক্ষায় থাকে ওটাকে বলে সেক্রিপাইস!

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৬ শে মে, ২০১৭ রাত ৮:৩৯

চাঁদগাজী বলেছেন:


আপনার রম্য পোস্টের শেষ লাইনের নীচেও "রম্য" লিখে দেবেন, না হয়, পড়ার পর মনে থাকে না যে, ইহা রম্য ছিলো!

২৬ শে মে, ২০১৭ রাত ১০:১৩

আবদুর রব শরীফ বলেছেন: আচ্ছা নেক্সট থেকে তা ই করবো

২| ২৬ শে মে, ২০১৭ রাত ১০:৩৯

তেলাপোকা রোমেন বলেছেন: হাসতে হাসতে নিজের গলা টিপে নিজেই অজ্ঞান হয়ে গেলাম ! X((

২৬ শে মে, ২০১৭ রাত ১০:৪১

আবদুর রব শরীফ বলেছেন: ধন্যবাদ

৩| ২৭ শে মে, ২০১৭ দুপুর ২:৫০

বিদ্রোহী সিপাহী বলেছেন: চাঁদগাজী ভাই ঠিকই বলেছেন, পড়ার শেষে আইসা ইহা যে রম্য মনে থাকে না।
আবদুর রব শরীফ ভাইয়ের কথার গাঁথুনির সার্থকতা এখানেই।

২৭ শে মে, ২০১৭ বিকাল ৩:৫৬

আবদুর রব শরীফ বলেছেন: কৃতজ্ঞতা রেখে গেলুম

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.