নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

আনোয়ার এন্ড জানোয়ার

০৯ ই জুন, ২০১৭ সকাল ১১:৪৪

অাবদুল্লাহ আবু সায়ীদ স্যার একবার 'beauty and beast' নামক রূপকথার একটি গল্প বলেছিলেন! Beast অর্থ পশু এবং beauty সুন্দরী মেয়ের নাম!
.
দেবদূত একবার রাজপুত্রকে অভিশাপ দিলো তুমি রাজপুত্র থেকে দেখতে কুৎসিত জঘন্য শক্তিমান হিংস্র জানোয়ার হয়ে যাবে তবে যদি কেউ তোমার জন্য দুই ফোঁটা পানি ফেলে তাহলে তুমি পুনরায় রাজপুত্র হয়ে যাবে!
.
তো রাজপুত্র জানোয়ার হয়ে যাওয়ার পর সবাই তাকে দেখলে ভয়ে পালিয়ে থাকতো! ঐ জানোয়ার বিউটির প্রেমে পড়লো! বেচারি বিউটি তার হাত থেকে বাঁচার জন্য পালিয়ে পালিয়ে থাকতো!
.
একদিন ভালবাসার অভাবে অভাবে আবদুর রব শরীফের মতো সে ও দুর্বল হয়ে গেলো! জাস্ট কিডিং! তো দুর্বল হওয়ার পর সে জঙ্গলের এক কোণে বসে গোঙ্গাতে থাকলো! বিউটি সে রাস্তা দিয়ে যাচ্ছিলো! জানোয়ারটি দেখে তার মায়া হলো! কচু পাতার পানির মতো টলমল করে বিউটির চোখ থেকে দুই ফোঁটা অশ্রু গড়িয়ে পড়লো! সঙ্গে সঙ্গে সে জানোয়ার থেকে রাজপুত্র হয়ে গেলো!
.
তারপর বাংলা সিনামার মতো একটু শেষ নাচ হলো এবং নায়ক নায়িকার মিল হয়ে যাওয়ার পর সমাপ্তি লেখা উঠলো!
.
জীবন তো এখানে শেষ হয় না! তেমনি জানোয়ারগুলোও চিরদিন জানোয়ার থাকবে না যদি তাদেরকে একটু ভালবাসা দিয়ে সুপথে ফিরিয়ে আনার ব্যবস্থা করা যায়!
.
প্রত্যেকটি মানুষ ই আনোয়ার এন্ড জানোয়ার! শিক্ষা দীক্ষা আচার আচরণ সংস্কৃতি আদব কায়দাসহ বিভিন্ন জিনিস শিখিয়ে মানুষ করতে হয়! সুতরাং জানোয়ারকে নয় যে সমাজ তাদের মানুষ করতে পারেনি সেই সমাজকে ঘৃণা করুন!

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৯ ই জুন, ২০১৭ দুপুর ২:৩৭

কানিজ রিনা বলেছেন: আসলে পরিবার হোল সমাজের অবকাটামো
পরিবার থেকে আদর্শ ন্যায় নীতি না শিখলে
সমাজ আদর্শ হয় কিকরে। প্রতিটা আদর্শ
পরিবার মিলে আদর্শ সমাজ। আদর্শ সমাজই
আদর্শ রাষ্ট্র।
একটা পরিবার থেকে একটা ছেলে মেয়ে
অমানুষ হয়ে বেড় হোলে কোনও মানুষ তাকে
ভালবাসা দিয়ে ভাল করতে পারেনা।
বাহিরের সমাজ ভয়ংকর কলুশীত। ভার্সিটি
কলেজ গুলতে অবাধে নেশাদ্রব্যের ব্যবসার
চাটুকার ঘুরে বেড়ায়। যে কোনও মুল্যে
চাটুকারী করে একটি ভাল ছেলে মেয়েকে
নেশার দিকে এগিয়ে নিচ্ছে। আর যদি নেশায়
আকৃষ্ট ছেলে মেয়ে হাজার ভালবাসা পেলেও
ভাল হয়না। তাই প্রতিটা পরিবারের বাবা মা
সমাজের সচেতন ব্যক্তি স্কুল কলেজ ভার্সিটির
অভিভাবক ও প্রশাসন দৃঢ় ভাবে এগিয়ে না
আসলে এ দাবানলের আগুন থেকে নিস্তার
পাওয়া সম্ভব না। ধন্যবাদ।

০৯ ই জুন, ২০১৭ রাত ১০:১০

আবদুর রব শরীফ বলেছেন: খুব সুন্দর প্রাণবন্ত বলেছেন!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.