নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

ভাব

২৩ শে জুন, ২০১৭ রাত ১২:০৪

পলাশী যুদ্ধের সময় নবাব সিরাজদ্দৌলাকে যখন ধরে নিয়ে যাচ্ছিলেন তখন চারপাশে এতো বাঙ্গালী দর্শক ছিলো যে তারা যদি প্রত্যেকে একটি পাথর ছুঁড়ে মারতো তাহলে ব্রিটিশরা ঘাসের সাথে মিশে যেতো!
.
এই কথাটি বলেছিলেন ব্রিটিশ লর্ড ক্লাইভ বাঙ্গালীদের জ্ঞানের সীমাবদ্ধতা বুঝানোর জন্য!
.
আমাদের নিজেদের বাঘ দাবী করি কিন্তু বাঘ যখন বুঝে না সে বাঘ তখন কি হয় তা আমি পূর্বে আমার একটি লেখায় বলেছিলাম কৌতুক আকারে, গুগুলে আবদুর রব শরীফ সার্চ দিয়ে পড়ে নিতে পারেন!
.
তো একবার এক বাঘের খুব ক্ষিদে পেয়েছিলো তারপর অনেক কষ্টে একটি শিয়ালকে কাছে পেলো ! শিয়ালকে আক্রমণ করে খেতে যাবে এমন মুহূর্তে শিয়াল বললো আমি হলাম এই বনের রাজা কারণ বনের সব পশু পাখিরা আমাকে দেখে ভয় করে! বিশ্বাস না হলে আমার পিছনে পিছনে আসো! বাঘ শেয়ালের পিছনে পিছনে আসতে লাগলো এবং সত্যি সত্যি পশু পাখিরা ভয়ে পালাতে লাগলো!
.
সত্যি বলতে কি সবাই বাঘকে দেখে পালাতে লাগলো বাঘ সেটি বুঝতে পারলো না!
.
সমস্যা হলো আমরা বর্তমান অতীত কিছুটা বুঝতে পারলেও ভবিষ্যত পৃথিবীতে কি হতে পারে তা বুঝতে পারি না! বুঝার চেষ্টা করি না! না বুঝে পড়তে থাকি! মাশাল্লাহ বলতে ও থাকি!
.
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় স্কুলে আমাদের ইসলাম ধর্ম পড়াতেন রফিক স্যার! তিনি প্রায় সময় একটি উদাহরণ দিতেন!
.
এক ছেলের বাবা আরব দেশ থেকে আরবীতে লিখে চিঠি পাঠিয়েছে! ছেলে আরবী পড়তে পারে সুতরাং বাবার চিঠি প্রতিদিন একবার পড়ে চুম্মা দিয়ে আলমারির উপর রেখে দেয়!
.
এভাবে সে প্রতিদিন একই কাজ করে!
.
তো একদিন বাবা বিদেশ থেকে দেশে এসে ছেলের উপর পছন্ড রেগে গেছে! তোকে না বললাম আমাকে এয়ার ফোর্ট থেকে রিসিভ করে আনতে! তুই আমার চিঠি খুলেও দেখলি না!
.
ছেলে বললো, বাবা আমি প্রতিদিন তোমার চিঠি খুলেছি! পড়েছি! চুম্মা দিয়ে যত্ন করে আলমারির উপর রেখেছি! আর তুমি বলো, আমি তোমার চিঠি খুলে দেখিনি!
.
মূল কথা ছেলে আরবি পড়তে পারলেও বুঝতে পারে না!

মন্তব্য ১৩ টি রেটিং +০/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ২৩ শে জুন, ২০১৭ রাত ১২:২৯

আওরঙ্গজেব চৌধুরী রিফাত বলেছেন: জটিল কিছু কথা বলেছেন ভাই, অসাধারণ লাগল।

২৩ শে জুন, ২০১৭ বিকাল ৩:৫১

আবদুর রব শরীফ বলেছেন: ধন্যবাদ রেখে গেলুম

২| ২৩ শে জুন, ২০১৭ রাত ১২:৪৪

আলগা কপাল বলেছেন: গল্পটা মজা লাগলো।

(আমি গল্প ছাড়া আর কিছু পড়ি না)

২৩ শে জুন, ২০১৭ বিকাল ৩:৫২

আবদুর রব শরীফ বলেছেন: পড় মজা পেয়েছেন কিন্তু চিনি তো দিই নি :P

৩| ২৩ শে জুন, ২০১৭ সকাল ১০:৪৭

রাজীব নুর বলেছেন: সুন্দর লিখেছেন সহজ সরল ভাষায়।

২৩ শে জুন, ২০১৭ বিকাল ৩:৫৩

আবদুর রব শরীফ বলেছেন: অনুপ্রাণিত করার জন্য ধন্যবাদ

৪| ২৩ শে জুন, ২০১৭ সকাল ১১:২৪

রায়হানুল এফ রাজ বলেছেন: অনেক ভালো লাগলো ভাইয়া।

২৩ শে জুন, ২০১৭ বিকাল ৩:৫৩

আবদুর রব শরীফ বলেছেন: অনেক ধন্যবাদ ভাইটুস!

৫| ২৩ শে জুন, ২০১৭ সকাল ১১:৫২

ঢাকাবাসী বলেছেন: বেশ ভাল লাগল লেখাটি। আসলে আমার কাছে পৃথিবীর নিকৃস্টতম জাতি হল এই বাংলাদেশের বাংগালী। কেন সে অনেক বড় কাহিনী!

২৩ শে জুন, ২০১৭ বিকাল ৩:৫৪

আবদুর রব শরীফ বলেছেন: একটু ছোট করে বলেন তবে বাঙ্গালীর অনেক ভালো দিকও আছে!

৬| ২৩ শে জুন, ২০১৭ দুপুর ১২:০৯

রাজীব নুর বলেছেন: লর্ড ক্লাইভের উক্তি নয় এটি। তবে এমন উক্তি তারও হতে পারতো। কারন ঘটনাটি ঐতিহাসিক ভাবে সত্য।
এটি পলাশীর যুদ্ধ ও সমসাময়িক ঘটনাবলী নিয়ে একজন ইতিহাসবিদের মন্তব্য।
আর ঘটনাটি বাঙালীদের জ্ঞানের সীমাবদ্ধতা বোঝায় না। ঘটনার বর্ননায় যা ফুটে উঠেছে তা হচ্ছে বাঙালীদের অজ্ঞতা, মূর্খতা, দেশের ভাগ্য সম্পর্কে আত্মঘাতি উদাসীনতা এবং দেশপ্রেমের প্রচন্ড অভাব, যা আজো প্রায় একই রকম আছে।

২৩ শে জুন, ২০১৭ বিকাল ৩:৫৫

আবদুর রব শরীফ বলেছেন: সুন্দর বলেছেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.