নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

প্রেম আমার উপরে পড়েছে

২৪ শে জুন, ২০১৭ রাত ১২:০১

অক্সিজেনে দাঁড়িয়ে আছি অথচ সিএনজিওয়ালেকে বলছি, ভাই অক্সিজেনে যাবেন?
.
সিএনজিওয়ালা ভাবছে এলাকায় নতুন আইছি অথচ সে জানে না প্রতিদিন আমি অক্সিজেন থেকে সিএনজিতে উঠে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দুই নং গেইটে নামি!
.
সেদিন তো বিশ্ববিদ্যালয় দুই নং গেইটে দাঁড়িয়ে বলতেছি, এই ভাই বিশ্ববিদ্যালয় দুই নং গেইট যাবেন?
.
পাইলট ভাই বললেন, এটা ই তো দুই নং গেইট! তারপর বোধদয় হলে বললাম, অক্সিজেন যাবেন?
.
তার পাশের সিঁটে বসলাম, সে জিজ্ঞেস করলো ভাই কি এই এলাকায় নতুন আইছেন? বললাম না, বছরের ৩৬৫ দিনের ৩০০ দিন এই রোডে আপ ডাউন করি! সে বললো, ভাই মশকারি করেন?
.
চুপচাপ অন্যদিকে ফিরে প্রকৃতি দেখা শুরু করলাম!
.
একদিনতো হাতে গামছা রেখে পুরো ঘর খুঁজে বিশ মিনিট পর আবিষ্কার করলাম গামছা হাতেই রয়েছে! মাঝখান দিয়ে গুগুলে সার্চও করলাম, কিভাবে সহজ উপায়ে গামছা খুঁজে পাওয়া যায়?
.
বিএনপি'র এক পোগ্রামে বক্তব্য শেষ করলাম 'জয় বাংলা' বলে!
.
সম্প্রতি আওয়ামী লীগের এক পোগ্রামে 'বাংলাদেশ জিন্দাবাদ' বলে শেষ করেছি!
.
জাতীয় পার্টি পোগ্রামে আশা করি কখনো ডাক পড়লে 'জয় বাংলা, বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয় পার্টির এরশাদ কাক্কু চিরজীবী হোক' বলে শেষ করবো কি না কে জানে!
.
শুনেছি প্রেমে পড়লে এমন হয়! কিন্তু বারবার কেনো এমন হচ্ছে ভেবে আবিষ্কার করলাম, বার বার প্রেমে পড়ছি হয়তো!
.
পরিসংখ্যানে দেখা গেছে যে , প্রত্যেক ছেলে মানুষ বিয়ের আগে ৭ বার প্রেমে পড়ে তবে কি সাতবার এখনো শেষ হয়নি বলে এখনো ব্যাচলর আছি! এ কেমন বিচার! :P

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ২৪ শে জুন, ২০১৭ সকাল ৯:২৮

রূপক বিধৌত সাধু বলেছেন: বিএনপি'র এক প্রোগ্রামে বক্তব্য শেষ করলাম 'জয় বাংলা' বলে!" বি. চৌধুরীর মতো দৌড়ানি দেয় নি ।

২৪ শে জুন, ২০১৭ দুপুর ১:০৪

আবদুর রব শরীফ বলেছেন: দৌড়ানি দেওয়ার আগে ভেগে এসেছি!

২| ২৪ শে জুন, ২০১৭ সকাল ১০:৫৮

বিজন রয় বলেছেন: পরিসংখ্যানে দেখা গেছে যে , প্রত্যেক ছেলে মানুষ বিয়ের আগে ৭ বার প্রেমে পড়ে তবে কি সাতবার এখনো শেষ হয়নি বলে এখনো ব্যাচলর আছি! এ কেমন বিচার!

জটিল কথা কঠিন প্যাঁচ।

তবে জয়বাংলা কিংবা জিন্দাবাদ এর মধ্যে এখন আর কোন পার্থক্য নেই।
কারণ ওটা যারা বলে সেই মানুষগুলোর মধ্যেও আর কোন পার্থক্য নেই।

২৪ শে জুন, ২০১৭ দুপুর ১:০৫

আবদুর রব শরীফ বলেছেন: খুব সুন্দর বলেছেন ধন্যবাদ

৩| ২৫ শে জুন, ২০১৭ রাত ১০:৫৩

মূর্ক্ষের পিতা হস্তী মূর্ক্ষ বলেছেন: Good

২৫ শে জুন, ২০১৭ রাত ১১:৫৫

আবদুর রব শরীফ বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.