নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

ধর্ষণ

৩০ শে জুন, ২০১৭ দুপুর ১:৫৬

ধন্যবাদ ফটোগ্রাফার সুজাত্রা ঘোষকে তার প্রজেক্টের হাত ধরে ভারতে হাজার হাজার নারী মুখে গরুর মুখোশ লাগিয়ে ছবি তুলে অনলাইনে পোস্ট করছেন! এবং প্রজেক্টটি ভাইরাল!
.
কনসেপ্ট খুব সোজা, গো(গরু) রক্ষা আন্দোলন জোরদার হয় কিন্তু নারী রক্ষা আন্দোলন জোরদার হয় না কেনো? তাহলে কি নারীরা গরুর চেয়ে অধম?
.
অনেকগুলো সংগঠনের যৌথ জরিপে ২০১৫ সালে ধর্ষণের তালিকায় শীর্ষ দেশ ছিলো যুক্তরাষ্ট্র এবং এক গবেষণায় বলা হয়েছে সেখানে প্রতি তিনজনের মধ্যে একজন নারী ধর্ষিত হয়!
.
ব্রিটেনে প্রতি পাঁচ জন নারীর মধ্যে একজন নারী ধর্ষিত হয়!
.
সুইডেনে প্রতি চারজন নারীর মধ্যে একজন নারী ধর্ষিত হয়!
.
অস্ট্রেলিয়াতে প্রতি ছয়জন নারীর মধ্যে একজন নারী ধর্ষিত হয়!
.
এরপর যে দেশের নাম আসবে তা হলো ভারত যেখানে প্রতি বিশ মিনিটে একজন নারী ধর্ষিত হয়! তারপর আসবে ফ্রান্স, জার্মানিসহ অন্যান্য দেশগুলো!
.
তবে টক শো এবং বিভিন্ন বক্তব্য দেখে আমার মনে হয় বাংলাদেশের নারীবাদীরা কখনো স্বীকার করে না যে তথাকথিত সভ্য দেশগুলোতে নারীদের প্রতি অসভ্যতা বড্ড বেশী!
.
ধর্ষণ একটি বৈশ্বিক সমস্যা! অন্যান্য দেশের সাথে তাল মিলিয়ে বাংলাদেশেও এর প্রভাব বেড়ে চলছে!
.
ব্যুরো অব জাস্টিস স্ট্যাটিস্টিক্স, ন্যাশনাল ভায়োলেন্স এগেইন্সট উইমেন সার্ভার, কমিউনিটি অব ইনফরমেশন, এমপাওয়ারমেন্ট অ্যান্ড ট্রান্সপারেন্সি, ইউরোপীয় ইউনিয়ন, ন্যাশনাল ক্রাইম রিপোর্টস ব্যুরো এবং জাস্টিস ইন্সটিটিউট অব ব্রিটিশ কলাম্বিয়াসহ গবেষণা চলানো প্রতিষ্ঠানগুলো দাবী করেছেন ম্যাক্সিমাম ধর্ষণের ঘটনা লোক লজ্জার ভয়ে লুকানো থাকে!
.
এর থেকে ব্যাক্তিগত ভাবে আমার মনে হয় যা রিপোর্টে আসে ধর্ষণের সংখ্যা তারচেয়ে অনেক বেশী!
.
বিবিসির জরিপে ২০১৬ সালে বাংলাদেশে ধর্ষণের স্বীকার হয়েছিলেন এক হাজারেরও বেশী নারী এবং কোমলমতী শিশু!
.
সুতরাং ধর্ষণের জন্য এটা দায়ী ওটা দায়ী এসব বলে আত্মতৃপ্তি লাভ করার সুযোগ নেই!
.
তাদের জন্য বলছি,
.
দিনাজপুরে পাঁচ বছরের শিশু পুজার যৌনাঙ্গ ব্লেড দিয়ে কেটে বড় করে ১৮ ঘন্টা ধরে দুই জনে মিলে ধর্ষণ করেছে এবং সেই রক্ত এখনো শুকায়নি আমাদের হৃদয় থেকে!

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ৩০ শে জুন, ২০১৭ রাত ১০:০২

আহমেদ জী এস বলেছেন: আবদুর রব শরীফ ,




খবরটি জানা ছিলোনা । ধন্যবাদ সুজাত্রা ঘোষকে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.