নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

অ্যাম্বুলেন্স

১৪ ই জুলাই, ২০১৭ দুপুর ১২:১৬

রংপুর মেডিকেল কলেজের ব্যবস্থাপনা কমিটির সভাপতি সাবেক রাষ্ট্রপতি হুসাইন মোহাম্মদ এরশাদ জাতীয় সংসদে আক্ষেপ করে বলেছিলেন, 'মেডিকেলের সামনে ত্রিশটা অ্যাম্বুলেন্স এবং দালালরা দাঁড়িয়ে থাকে রোগী মারা গেলে কে পরিবহন করে নিয়ে যাবে সে তাগিদে! এমন কি তারা সিন্ডিকেট করে রোগীদের মুখের অক্সিজেন মাস্ক পর্যন্ত খুলে দেয় রোগীকে তাড়াতাড়ি মারার জন্য!'
.
হায়রে অ্যাম্বুলেন্স বাণিজ্য!!
.
তিনি আরো বলেছিলেন, পেটের রোগ নিয়ে গেলে হার্টের ডজন খানিক টেস্ট ধরিয়ে দিয়ে এবার ডাক্তাররা কমিশন খায়!
.
প্রশ্ন আসতে পারে মানুষ কেনো দেশ রেখে বিদেশ গিয়ে চিকিৎসা করায়? কারণ ডাক্তারদের উপর বিশ্বাস রাখতে পারে না বলে!
.
কেডিএস এক্সেসোরিজে আমার স্যার দেশে হার্টের ডাক্তার দেখিয়েছিলেন! ভালো নামকরা ডাক্তার! ডাক্তার কার্ডিলাক সাজেস্ট করলেন! স্যার মুড়ির মতো কার্ডিলাক খেয়েছেন এক বছর!
.
তো সম্প্রতি উন্নত চিকিৎসার জন্য স্যার ইন্ডিয়া গিয়ে আবিষ্কার করলেন হার্ট পুরোপুরি সুস্থ! বাংলাদেশী ডাক্তারের পূর্বের প্রেসক্রিপশন দেখে বিদেশী ডাক্তারের মাথায় হাত!
.
স্কুল কলেজে থাকাকালীন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মেডিকেলে নিয়মিত যেতাম! ক্যান্সার নিয়ে গেলেও ডাক্তার জ্বর হয়েছে মনে করে প্যারাসিটামল দিতো! নাপা হিস্টাসিন প্যারাসিটামলের নাম রোগীদের পর্যন্ত মুখস্ত থাকতো!
.
তো বরাবর আমি ইংরেজীতে দুর্বল ছিলাম! বিদেশ থেকে আসা এক ভদ্রলোকের সাথে দেখা হলে তাকে প্রশ্ন করলাম, কিভাবে আমি ইংরেজী কথা বলতে পারবো?
.
সে বললো, পজেটিব কিছু বললে শুধু nice বলবেন এবং প্রশ্ন করলে ya ya বলবেন সে ভ্রু কুঁচকালে nono বলবেন!
.
ডাক্তারদেরও কি একই ধরণের শিক্ষা দেওয়া হয়?

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৪ ই জুলাই, ২০১৭ দুপুর ১:১১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: এমন কি তারা সিন্ডিকেট করে রোগীদের মুখের অক্সিজেন মাস্ক পর্যন্ত খুলে দেয় রোগীকে তাড়াতাড়ি মারার জন্য!' ভয়াবহ তথ্য!!

১৪ ই জুলাই, ২০১৭ বিকাল ৩:৩১

আবদুর রব শরীফ বলেছেন: শুধু ভয়াবহ বললে কম বলা হবে!

২| ১৪ ই জুলাই, ২০১৭ দুপুর ২:২৯

প্রতিভাবান অলস বলেছেন: আপনার পোস্ট পড়ে মনে হলো ডাক্তার রা একদম ই নির্বোধ। তারা কোন পড়াশোনা না করেই চলে আসে রুগি দেখতে।তার কোন ট্রিটমেন্ট ই জানে না। আর ইন্ডিয়ার যেই উদাহরন টা দিলেন এমন উদাহরন সারা বাংলাদেশেই প্রচলিত।

১৪ ই জুলাই, ২০১৭ বিকাল ৩:৩১

আবদুর রব শরীফ বলেছেন: খুব কাছ থেকে দেখা উদাহরণগুলো!

৩| ১৪ ই জুলাই, ২০১৭ দুপুর ২:৩৫

ইফতি সৌরভ বলেছেন: বাংলাদেশের সরকারি হাসপাতালগুলির ব্যবস্থাপনা খুবই দুর্বল, বেসরকারিগুলোর উপরে ফিটফাট। আমার জানামতে মেডিকেল কলেজ হাসপাতালগুলোর (বেশিরভাগ) management level এ একজন করে আর্মি অফিসার থাকেন কিন্তু অনেকসময় দেখা যায়, আমলাতান্ত্রিকতা এবং নিম্ন শ্রেণীদের রাজনৈতিক সংশ্লিষ্টতার জন্য তেমন ভালো কিছু করতে ব্যর্থ হয় ব্যবস্থাপনা পর্ষদ। আবার সরকারি হাসপাতালগুলির হ-য-ব-র-ল অবস্থার ভিতরেও ডাক্তারগণ যে সেবা দিয়ে যাচ্ছেন তা বিস্ময়কর! পরিবারে বেশিরভাগ ডাক্তার হওয়ায় কিছু হলে অনেক সাজেশন পাওয়া যায় এবং সবাই প্রথমে জটিল কিছুর জন্য সরকারের মেডিকেল কলেজ হাসপাতালগুলিতে ভর্তি হবার পরামর্শ দেন। কিছু দিন আগে দেশের United hospital এ গিয়েছিলাম আত্মীয়ের চিকিৎসার জন্য । সেখানে PET-CT scan নামে একটি পরীক্ষা আছে যা আমার জানা মতে CANCER নির্ণয়ে/জন্য ব্যবহৃত হয়। যখন তাদের নিকট জানতে পারলাম এ টেস্টর জন্য 65,000/- টাকা লাগে তখন আমি just টাসকি খেলাম। বাংলাদেশে PET CT SCAN হাতেগোনা দুই অথবা তিন জায়গায় হতে পারে কিন্তু তাই বলে এত টাকা ফি রাখার যৌক্তিকতা বুঝতে পারলাম না। আমার আব্বার জন্য প্রতি ছয় মাস পর পর এ টেস্ট করার জন্য ভারতে যাই এবং সেখানে আমার টেস্টের জন্য খরচ হয় সর্বোচ্চ 25,000/- রূপি (Chennai Apollo)। অতচ specification অনুযায়ী দেখলাম এখানকার U' Hospital এর scan slice অনেক কম! আর সবচেয়ে বড় পার্থক্য যা চোখে পড়ে তা হল বাইরের ডাক্তারগণ রোগীদের বলতে দেয়, বলতে থাকেন আপনি কতক্ষণ পারেন type। এতে দেখা যায় রোগীর কথা খুব বেশি কিছু থাকে না (আগের ডাক্তারদের নামে বদনামি অভিযোগ ছাড়া) কিন্তু রোগী শান্তি পায় কারণ সে মন খুলে সব বলতে পারে আর এখানে সবাই না হলেও অধিকাংশ ডাক্তার রোগীর কথা শেষ হবার আগেই prescription তৈরি করেন

১৪ ই জুলাই, ২০১৭ বিকাল ৩:৩২

আবদুর রব শরীফ বলেছেন: আপনার মূল্যবান কমেন্টির জন্য ধন্যবাদ

৪| ১৪ ই জুলাই, ২০১৭ দুপুর ২:৪০

ইফতি সৌরভ বলেছেন: (আর একটু বাদ পড়েছে) বাংলাদেশেও ভালো ডাক্তার আছে কিন্তু পরিবেশটা বেশি কলুষিত হয়ে পড়ছে। আশা করি ডাক্তারগণ দালাল দূর করে একটি ভালো পরিবেশ উপহার দিবেন। আচ্ছা, ঔষধ কোম্পানির হাদিয়া/উপহার/ভিজিট নেওয়া কি ঘুষের মধ্যে পড়ে? আমরা শুধু পুলিশকে গালি দেই X((

১৪ ই জুলাই, ২০১৭ বিকাল ৩:৩৩

আবদুর রব শরীফ বলেছেন: আজ চৌদ্দগ্রামের একজন সিনিয়র ডাক্তারের গল্প বলবো, দুনিয়াতে এখনো অনেক ভাল মানুষ আছে বলেই দুনিয়া টিকে আছে!
.
শবে বরাতের রাত! আমার প্রতিবেশীর স্ত্রী অসুস্থ, ডেলিভারী কেস! প্রসব বেদনা উঠেছে রাতে, মেডিকেলে কোন মহিলা ডাক্তার নেই, অন্যান্য কেইসের কিছু ডাক্তার আছে, সুতরাং তারা বললো ভাই কিছু করার নেই! আপনি দ্রুত প্রাইভেট মেডিকেলে নিয়ে যান, বেচারা গরিব মানুষ!
.
শেষে একজন বললো অমুক সিনিয়র ডাক্তারের কাছে গিয়ে দেখেন কি বলে! বুড়ো টাইপের একজন ডাক্তার বসে আছে রুমে! সবকিছু খুলে বলার পর ডাক্তার বলল, অস্থির হবেন না! আমি দেখি কি করতে পারি,
.
ডাক্তার ওয়ার্ডে গেল, সিনিয়র ডাক্তার হওয়াতে নার্স অন্যান্য ডাক্তারদের জটলা বেঁধে গেল, বুজতে বাকী রইল না হাসপাতাল প্রধান টাইপের কিছু হবে! ওনি একজন মহিলা ডাক্তারকে ফোন করলেন, মহিলা ডাক্তার ছুটিতে, ওনাকে বললেন, আপনি এখনি একটি গাড়ি ভাড়া করে বিশ মিনিটের মধ্যে মেডিকেল চলে আসবেন,
.
মহিলা ডাক্তার ফোন পেয়ে দ্রুত চল্লিশ মিনিটের মধ্যে চলে আসল, এবার উনি মহিলা ডাক্তারকে নির্দেশ দিলেন, 'আপনি এই রোগীর ডেলিভারি কেস শেষ না হওয়া পর্যন্ত এখানে থাকবেন,কোথাও যাবেন না, রাত যত হোক না কেন! কাজ শেষ করে যাবেন, বিনিময়ে কাল বোর্ড সভায় আপনার প্রমোশন হবে ৷'
.
আলহামদুলিল্লাহ! অবশেষে সন্তান প্রসব হলো, প্রতিবেশী ভাইটি এবার সিনিয়র ডাক্তারকে গিয়ে কিভাবে ধন্যবাদ দিবে ভাষা খুজে পাচ্ছে না! তবুও মিনমিন করে বললো কাকে কত দিতে হবে?
.
ডাক্তার বলল নার্সকে পাঁচশ টাকা দিবেন, মহিলা ডাক্তারকে এক হাজার দিবেন, আর আমি সরকারি এম্বুলেন্স দিচ্ছে বাচ্চাসহ মা কে আপনার বাসায় পৌছে দেওয়ার জন্য তাকে খুশি করে দুইশত টাকা দিবেন,
.
স্যার আপনি না থাকলে আমার কি যে হতো! আপনাকে একটু খুশি করতে পারলে আমারও খুশি লাগতো, এবার ডাক্তার উওর দিলেন, "ফজলু সাহেব! আমি বিপদে উপকার করে টাকা নিই না, আপনি আমার জন্য মন থেকে দোআ করে দিবেন, আর যদি টাকা নিতাম ঢাকা শহরে দুই চারটা বাড়ি থাকতো এতদিনে ৷"

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.