নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

আত্মহত্যার সমাধান ইসলাম

২১ শে জুলাই, ২০১৭ বিকাল ৫:৫০

বিশ্ববিখ্যাত লিংকিং পার্কের গায়ক চেস্টারের কিসের অভাব ছিলো যার কারণে সে আত্মহত্যা করেছে!
.
তেলেগু সিনেমার হ্যাট্রিক হিরো নামে পরিচিত আঠারোটি হিট সিনেমার জনপ্রিয় নায়ক উদয় কিরণের কিসের এতো অভাব ছিলো যার কারণে সে আত্মহত্যা করেছিলো!
.
জগদ্বিখ্যাত আমেরিকার বিখ্যাত লেখক জিন স্টেইনের কিসের এতো অভাব ছিলো যার কারণে তাকে পনের তলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা করতে হয়েছিলো!
.
দক্ষিণ আফ্রিকার বিখ্যাত লেখক ক্যারেল শুম্যানের যার ডজন খানিক উপন্যাস জনপ্রিয়তার শীর্ষে ছিলো তার বা কিসের অভাব ছিলো যার কারণে আত্মহত্যা করতে হবে!
.
আমরা যেখানে সামান্য একটু প্রাপ্তিতে যুগ যুগ বেঁচে থাকতে চাই সেখানে অসামন্য ব্যক্তিরা কেনো যুগে যুগে আত্মহত্যা করে নিজেকে শেষে করে দিয়েছেন দিচ্ছেন!
.
কারণ নিজেদের নিজে আমরা বুঝতে পারি না! জীবনে আমি কি কি পেয়েছি সেটার হিসেব করি না! কি কি পাইনি সেটার হিসেব নিয়ে প্রতিটা সেকেন্ড মস্তিষ্ক আমাদের জ্বালাতে থাকে! হতাশার রুগী বানিয়ে ছেড়ে দেয়!
.
সত্তর দশকের ধর্মীয় গুরু জিম জোনসের কথা মনে আছে? যে ভুল বুঝিয়ে ধর্মের নামে সংগঠন খুলে বর্ণবাদের নামে হাজার হাজার মানুষের ব্রেইন ওয়াশ করেছিলো! কালোদের ভুল বুঝিয়ে হাত করে গণমন্দির বানিয়েছিলো এবং তার মিষ্টি কথা মনে প্রাণে বিশ্বাস করে গায়ানার জোনস টাউনে ৯১৮ জন মার্কিন শিষ্য তার কথায় বিষ পান করে আত্মহত্যা করেছিলো!
.
মোটিবেটেড হয়ে ২০০০ সালের ১৭ মার্চ উগান্ডাতে ‘মুভমেন্ট ফর দ্য রেস্টোরেশন অব দ্য টেন কমান্ডমেন্টস্ অব গড’এর ১ হাজার সদস্যের ৭৮০ জনই আত্মহত্যা করেছিলেন!
.
১৯৯৭ সালের ২৬ মার্চ ‘হ্যাভেনস সেইট’ এর ৩৯ জন অনুসারী ক্যালিফোর্ণিয়ার সান দিয়েগোর কাছে একসঙ্গে আত্মহত্যা করেছিলেন!
.
পৃথিবীর ইতিহাসে যুগে যুগে এমন অনেক আত্মহত্যার ইতিহাস রচিত হয়েছে!
.
কেনো এই আত্মহত্যা! অভাবের চেয়ে পৃথিবীতে স্বভাবের আত্মহত্যা বেশী!
.
আদর্শের কারণে যুগে যুগে পৃথিবীতে লক্ষ লক্ষ মানুষ আত্মহত্যা করেছে! পারিবারিক, সামাজিক, সাংস্কৃতিকসহ বিভিন্ন কারণে মানুষ আত্মহত্যা করেছে করছে! সেখানে ইসলাম 'আত্মহত্যা মহাপাপ' বলে মানুষকে রক্ষা করে চলেছে! মানুষের স্বভাবকে পরিবর্তন করে তার নিচের মানুষের দিকে দৃষ্টিপাত করতে বলে স্বভাবে পরিবর্তন ঘটাচ্ছে! মনে সুখ এনে দিয়েছে!

মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২১ শে জুলাই, ২০১৭ বিকাল ৫:৫৬

সনেট কবি বলেছেন: সহমত

২১ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:১৬

আবদুর রব শরীফ বলেছেন: কৃতজ্ঞতা রেখে গেলুম

২| ২১ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:০০

ভুয়া মফিজ বলেছেন: ইসলামে সব কিছুরই সমাধান আছে। মুসলমানরাই যেখানে ঠিকমতো অনুসরণ করে না, অন্য ধর্মের লোক তো বহু দুরের কথা।

২১ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:১৬

আবদুর রব শরীফ বলেছেন: একদম ঠিক বলেছেন

৩| ২১ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:১৭

চাঁদগাজী বলেছেন:


এইজন্যই বাংলাদেশে আত্মহত্যা নেই?

২১ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:১৫

আবদুর রব শরীফ বলেছেন: আছে তো! মানার ব্যাপার তো আলাদা

৪| ২১ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:৩৬

তাতিয়ানা পোর্ট বলেছেন: চাঁদগাজী বলেছেন:


এইজন্যই বাংলাদেশে আত্মহত্যা নেই?


=p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

২১ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:১৬

আবদুর রব শরীফ বলেছেন: চাঁদগাজী ভাই তো জানেন না আছে কি নেই তাই

৫| ২১ শে জুলাই, ২০১৭ রাত ৮:০০

নাবিক সিনবাদ বলেছেন: একমাত্র ইসলামেই আছে সব সমস্যার, সুন্দর সমাধান।।

২১ শে জুলাই, ২০১৭ রাত ১০:২০

আবদুর রব শরীফ বলেছেন: একদম ঠিক

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.