নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

ওভার স্মার্টনেস যখন মৃত্যু ফাঁদ!

৩১ শে জুলাই, ২০১৭ রাত ৯:১৫

দৈনিক পত্রিকার অনলাইন ভার্সনের মাধ্যমে জানতে পারলাম, আত্মহত্যা করেছেন মাদকাসক্ত র্যাম্প মডেল এবং অভিনেত্রী রিসিলা বিনতে ওয়াজের!
.
মাত্র কিছুদিন আগে লিখেছিলাম,
.
সনাতন জয়া শীল থেকে আধুনিকা জ্যাকলিন মিথিলা হতে গিয়ে তাকে বেশ খোলামেলা হতে হয়েছে তারপর অভিশপ্ত জীবনের হাতছানি এবং নিজের গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা
.
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অর্থনীতির এক বান্ধবীর নাম ছিলো জেরিন ! তাকে মজা করে বলতাম গ্রামের মেয়ে জরিনা শহরে এসে নামকরণ করেছে জেরিন !
.
বাংলা ছায়াছবি 'ম্যাডাম পুলি' দেখেছিলাম মে বি সন্দ্বীপে বেড়াতে গিয়ে নানার বাড়ির একটি চায়ের দোকানে দুই টাকা খরচ করে ৷ গ্রামের মেয়ে পুলির বিখ্যাত মডেল ম্যাডাম পুলি হওয়ার গল্প নিয়ে ছিলো ছবিটি
.
সেদিকে যাবো না
.
গল্প শুনি একটি সাধারণ মেয়ে কিভাবে বড় পর্দার নায়িকা হতে গিয়ে দিনের পর দিন ধর্ষণে শিকার হয় ! বিশ্বাস না হলে ইউটিয়ুবে ক্রাইম ইনবেস্টিগেশন সিরিজগুলো দেখিয়েন
.
তসলিমা নাসরিনের প্রেমিকা ছিলো কবি রুদ্র ! 'ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো' জনপ্রিয় কিছু গানের জনক রুদ্র ! নিয়মিতো পতিতালয়ে যেতো ! অনেক চেষ্টা করেও তার অভ্যেসটি তসলিমা ছাড়াতে পারে নি উল্টো একদিন নিজে নিজের ক্যারিয়ার শেষ করে দিতে লাগলো ৷ তার ক বইটি পড়লে বুঝবেন কারা সৃষ্টি করে তসলিমা নাসরিনদের....!
.
কারা নাটের গুরু যারা একজন জয়া শীলকে ওড়না খুলিয়ে খেলামেলা করে সে ওড়না গলায় পেচিয়ে আত্মহত্যা করতে অনুপ্রাণিত করেছে ?
.
২০০২ সালের ১৬ নভেম্বর দৈনিক জনকন্ঠে একটি লাশের ছবি প্রকাশ করা হয় যা ১১ নভেম্বর ২০০২ সালা অজ্ঞাত পরিচয়ে দাপন করা হয়েছিলো যেটা ছিলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় স্কুলে ক্লাশ এইটে পড়া আমার প্রথম জীবনের প্রথম ক্রাশ মডেল কন্যা তিন্নীর ! এখনো চোখে ভাসে
.
২০১১ সালে ৩১ অক্টোবর অজ্ঞাত পরিচয়ে বেওয়ারিশ লাশ হিসেবে দাপন করা হয় মডেল কন্যা অদৃতাকে !
.
২০১৩ সালের ২২শে মার্চ অনন্ত জলিলের সাথে পরকীয়ার জেরে অত্মহত্যা করে মডেল কন্যা রাহা
.
এক শ্রেণির মানুষ যারা নারীদের পণ্য হিসেবে ব্যবহার করে জনপ্রিয়তার লোভ দেখিয়ে তারপর তাদের ভোগ করে ডাসবিনে ফেলে রেখে যায় ৷ যখন তারা ব্যাপারগুলো বুঝতে পারে তখন অনেক দেরী হয়ে যায় ৷
.
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একটি মডেল কন্যা বলেছিলো, ছেলেরা তাকে মাল বলে অপমান করেছে সে তাই আত্মহত্যা করতে চেয়েও করেনি ! তারপর সে মডেলিং ছেড়ে দেয় এখন বেশ সুখে আছে
.
নারী মানে মা বোনের মতো কোমল একটি হৃদয় ৷ পতিতাদের নিয়ে ইয়ুটিউবের প্রামাণ্য চিত্রগুলে কখনো দেখেছেন ? কিভাবে ওদের চোখে জল চিকচিক করে ? কিভাবে ওরা ফিরে যেতে চাই ভালোবাসার একটি সংসারে ? কিভাবে স্বাস্থ্য অধিকার কর্মীদের সাথে কথা বলতে তাদের দম আটকে আসে ? কিভাবে তারা একটি সুস্থ জীবনে ফিরতে চাই ? কিন্তু পারে না ! সময় হয়ে যায় অসময়
.
মাদকের একটি ধর্ম থাকে শখ করে নিলেও একদিন তা জীবনের টক কেড়ে নেই !

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ৩১ শে জুলাই, ২০১৭ রাত ৯:৩৪

ধুতরার ফুল বলেছেন: হাজার রং এর মানুষের হাজার রকমের চাহিদা।

৩১ শে জুলাই, ২০১৭ রাত ১০:১৬

আবদুর রব শরীফ বলেছেন: আসলে ঠিক!

২| ৩১ শে জুলাই, ২০১৭ রাত ৯:৩৯

চাঁদগাজী বলেছেন:


আপনি অনেক কিছুর সাক্ষী?

৩১ শে জুলাই, ২০১৭ রাত ১০:১৬

আবদুর রব শরীফ বলেছেন: স্বাক্ষী তো থাকে মহাকাল!

৩| ০১ লা আগস্ট, ২০১৭ রাত ১২:০০

বিচার মানি তালগাছ আমার বলেছেন: সবাই জানি মিডিয়া খারাপ কিন্তু মনে করে তার বেলাতে কিছু হবে না...

০১ লা আগস্ট, ২০১৭ দুপুর ১২:৩৩

আবদুর রব শরীফ বলেছেন: ঠিক বলেছেন!

৪| ০১ লা আগস্ট, ২০১৭ দুপুর ২:৪২

মোঃ মাইদুল সরকার বলেছেন: তবুও নারী-পুরুষ মডেল হবার জন্য পতঙ্গের মত ঝাপ দিচ্ছে মিডিয়াতে।

০১ লা আগস্ট, ২০১৭ রাত ৮:০৯

আবদুর রব শরীফ বলেছেন: আগুনের উজ্জ্বল আভা দেখে যেভাবে পতঙ্গ লাফিয়ে মরে!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.