নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

ছোট্ট বেলার হারিয়ে যাওয়া বোন!

১৩ ই আগস্ট, ২০১৭ রাত ১:৪৪

হঠাৎ করে মার্ক জুকারবার্গ ইনবক্সে নক দিয়ে বললো এই প্রথম বাঙ্গালী কাউকে নক দিলাম!
.
কইলাম বস! আবদুর রব শরীফ আইডিটা ভেরিফাইড করে দেন!
.
জুকার কোন কথা বলছে না! নীরবে নিভৃতে শুধু ইমোশনাল ইমো দিয়ে যাচ্ছে!
.
উল্টো প্রশ্ন করলাম, ভাবীর সাথে কোন সমস্যা! সে কইলো না রে বাপ! হেব্বী ইমোশনাল হয়ে গেছি!
.
কেনো!!!
.
জুকার বললো, তোরে দেইখ্খা!
.
পাল্টা প্রশ্ন করে বললাম বস্! আমি কি করলাম?
,
না হয় দুই একটা ইন্দোনেশিয়ান মেয়ের সাথে একটু লুলামি করলাম! ক্ষমা করে দিয়েন!
.
জুকার এবার কান্নার ইমো দিয়ে কইলো, প্লিজ চুপ কর!
.
আমি ইয়ার্কির সুরে বললাম, ভাইজান ওখানে কি এমন কেউ আছে যার প্রতি আপনি ফিদা?
.
যদি থাকে বইল্লা দেন! এখনি ব্লক করে দিমু!
.
জুকার কিছুক্ষণ চুপ থেকে wave দিলো! বুঝলাম এটা থাপ্পর!
.
ম্যাসিঞ্জারের নতুন ফিচারটি সম্বন্ধে জানার আগ্রহ ছিলো! ফেসবুক বাবার মন খারাপ বলে জিজ্ঞেস করলাম না!
.
ফেসবুক বাবা এবার আরো ইমোশনাল হয়ে পড়ছে! হালার পো হালার কি এমন ক্ষতি করলাম যার কারণে আজ আমার আইডি হুমকির মুখে!
.
এবার আমি নিজেই কাঁদো কাঁদো স্বরে বললাম, ভাই ২০০৯ এর ডিসেম্বর থেকে ফেসবুক ব্যবহার করি! এই আইডিতে জীবনের প্রথম প্রেমিকাকে মেসেজ করার স্মৃতি আছে!
.
তোকে একবার বাংলা গালি দিয়েছিলাম সেটা সবাই মশকারি করে দিচ্ছিলো তাই!
.
রাগ টাগ করে আইডি ডিজেবল করে দিস না আবার!
.
কিন্তু না!!! জুকারবার্গ বললো বুকে আয় মামা! আমি বললাম, বস তুমি তো অনেক লম্বা! কেমনে কোলাকোলি করুম? ওরে তাই তো বলছি বুকে আয়!
.
মনে মনে বললাম কাহিনী কি মামা! স্বয়ং জুকার ইনবক্সে!!!
.
তারপর জুকার দুই ফোঁটা চোখের জলের ইমো দিয়ে বললো, ঐ মেয়েটা কেরে যার প্রোফাইলে তুই মিনিটে দুই বার ঢু মারোস কিন্তু লাইক কমেন্ট পোক বক্স কিছুই করস না!!!
.
আমি কইলাম, ছোট্ট বেলার হারিয়ে যাওয়া বোন! :p

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.