নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

খেলা হপে এবার!

১৮ ই আগস্ট, ২০১৭ সকাল ১০:২২

ফাস্ট ক্লাশ অফিসারের মেয়ে থার্ড ক্লাশ ছেলের প্রেমে পড়ছে!
.
তার পিছনে অনেক কারণও আছে!
.
মেয়েটা হিরোয়েটিক গুন্ডা ছেলে পছন্দ করে! মারামারি করে! দুই চারজন তার বডি গার্ডের মতো তার সাথে হাঁটছে!
.
পান থেকে চুন খসলেই চরম বিনয়ের সঙ্গে দুই তিনজন সমস্বরে বলে উঠে, ওস্তাদ কি করতে হবে শুধু একবার বলেন!
.
সে দিন ছেলেটা সামনে মেয়েটিকে আসতেছে দেখার পর বাদামওয়ালাকে বাদাম কম দিয়েছে এই মর্মে মাইর দিতে লাগলো!
.
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দুই নং গেইটে বসে রোজ বাদাম বিক্রী করে সে বাদামওয়ালা! সে তার কি দোষ খুঁজে পাচ্ছিল না! খুঁজে না পাওয়ার ই কথা!
.
চঃবিঃ স্কুলে আমার একটা বন্ধু ছিলো নাম বাদশা! সে হাঁটার সময় মেয়েরা সাইড হয়ে যেতো ভয়ে!
.
হাঁটার সময় শুধু মেয়ে সামনে দেখলে একটা কথায় বলতো, সাইডে যা!
.
যে মেয়েটির কথা দিয়ে শুরু করেছিলাম সে পালিয়ে সেই ছেলেটিকে বিয়ে করে,
.
অফিসার বাবা টাই ঝুলো হয়ে তাকে হন্যে হয়ে খুঁজছে! একদিন প্রায় ধরা পড়ে গিয়েছিলো! মেয়েটির ধারণা ছিলো ছেলেটি হয়তো এক ঘুষি দিয়ে দশ জনকে কাত করে দিবে কিন্তু এক ঘুষি দেওয়ার পর আরেক ঘুষি খেয়ে সে নিজেই কুপোকাত!
.
অদ্ভুত ধরণের গাঁজার নেশায় আসক্ত সে! বিশ্রী গন্ধ! বমি বমি লাগে মেয়েটির....!
.
যত্রতত্র থুথু ফেলে! সেদিন এক থুতু মেরেছে তা বিছানা থেকে ঘরের জানালা পেরিয়ে তিন হাত দূরে গিয়ে পড়েছে!
.
রাস্তার মোড়ে হুদাই দাঁড়িয়ে থাকে! রোদে পুড়ে ঘামে একাকার কিন্তু নিয়মিত গোসল করে না!
.
বিয়ের দিন ই বুঝতে পারলো সে জঙ্গল পরিষ্কার করে না সেখানে মনে হয় তার বাবার গুন্ডাদের ভয়ে লুকিয়ে থাকবে সে আশায়!
.
কিছুদিন পর মেয়েটি ছেলেটিকে আল্টিমেটাম দিলো আমি তোমার সাথে থাকবো না যদি তুমি গুন্ডামি ছাড়তে না পারো!
.
ছেলেটি মেয়েটির কথায় চাকরি খুঁজতে লাগলো! কোন চাকরি জুটে না! একদিন ভাইভা দিতে গিয়ে ভাইভা বোর্ডে তার সাথে মেয়েটির বাবার দেখা!!!

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৮ ই আগস্ট, ২০১৭ সকাল ১০:৫৭

শরীফুর রায়হান বলেছেন: বাংলা ফিল্ম নাকি?

২১ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:২৫

আবদুর রব শরীফ বলেছেন: হাহা একটু অন্যরকম

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.