নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

লুকিং কাপল

২৭ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৫৫

বিয়ের পর সবাই হানিমুন করে আর আমার লিস্টের ভাই ব্রাদার বন্ধুরা 'আপলোডিং সপ্তাহ' পালন করে!
.
বিয়ের প্রথম দিন উপর নিচ ডান বাম পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ থেকে তোলা ছবির মেলা বসে টাইমলাইনে!
.
খেয়াল করে দেখলাম ছবির আপলোডিং শুরু হয় রাত বারটা থেকে.... সকাল ছয়টা পর্যন্ত দেদারচ্ছে চলে! এমন তো হওয়ার কথা ছিলো না!
.
দ্বিতীয় দিন দেখলাম ভাইকে আরেকজনের বউ লইয়া পুকুর ঘাটে বসে সেলফি মারলো! জিগাইলাম ভাই এটা কি হইলো? ভাবী কই! বললো, পাশের টা ই তো ভাবী! মনে মনে গতকাল ক্রাশ খাওয়া ভাবীকে মায়ের মতো ভাবা শুরু করি!
.
তৃতীয় দিনের ছবিতে যদিও ভাবী দেখার টাইম নাই! গ্রুপ ছবিগুলো খুঁজে দেখি শালী টালী আছে কি না! থাকলে কেমন তা দেখি!
.
চতুর্থ দিন ভাবি, শালার কপালে তো আন্ধা কানা একটা হলেও জুটছে তুমি আবে কোন হালায়! চৌদ্দ বছর ফেসবুক ইয়ুজ করো এখনো........!
.
আগে বন্ধুরা লজেন্স, রয়াল গুলি কিংবা পরীক্ষার রেজাল্ট দেখিয়ে জেলাস করতো এখন বউ দেখিয়ে জেলাস করায়!
.
মমতাজের মতো গুনগুন করে গেয়ে উঠি, বন্ধু যখন বউ লইয়া ডিএসলারের ছবি আপলোড দিয়া হাজার লাইক লইয়া যায়! ফাইট্টা যায়! বুকটা ফাইট্টা যায়!
.
খারাপ লাগে ঐ বান্ধবীগুলোর জন্য যারা বলেছিলো আবে তুই কোন হালারে! আমি তো সালমান শাহরুখ ছাড়া বিয়ে ই করুম না! কিন্তু তাদের হাব্বি দিলদার কিংবা হাসান মাসুদ টাইপ হবে তা ভাবিনি তার উপর টাকলুও....!
.
তবুও মনের যাতনা মনে রেখে, সুইট কাপল লিখে যেতে হয়! তাতে তিনবার ঠ্যাংকু বোনাস রিপ্লাই আসে!
.
দেহের সৌন্দর্য দিয়ে কি হবে মনের সৌন্দর্য ই আসল! বিয়ে শাদী কপালে লেখা থাকে! তবুও একটু মজা করলাম আরকি....!
.
এর মধ্যেও কিছু পারফেক্ট কাপল থাকে! সারাদিন ছবি আপলোডাইলেও ভালো লাগে! অদ্ভুত ক্যামেস্ট্রি তাদের! নীলে নীল! লালে লাল! জম্পেস হালচাল!
.
হিংসা হয় তাদের দেখে! তারা হয়তো সুন্দর কাপল হতে চেয়েছে এর বেশী কিছু নয়!
.
সেদিন দেখলাম এক টুকরো হীরের ছেলে এক টুকরো সোনা নিয়ে হাঁটছে! তার আগে একটি কথা সে বারবার বলতো, দরকার হলে ফকিরের মেয়ে বিয়ে করবো তবে পারফেক্ট ম্যাচিং হতে হবে!
.
লেখাটি লেখার সময় কেবল লুকিংকে গুরুত্ব দেওয়া হয়েছে.... যদিও মনের সৌন্দর্য ই প্রকৃত সৌন্দর্য! আশা করি কেউ ভুল বুঝবেন না!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.