নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

ওয়ারেন্টি আছে গ্যারান্টি নাই

০৭ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:১৩

২০১৭ সালে আয়কর মেলার স্লোগান,'সুখী স্বদেশ গড়তে ভাই আয়করের বিকল্প নাই'
.
২০১৬ সালে ছিলো, 'সবাই মিলে দেব কর, দেশ হবে স্বনির্ভর' 
.
২০১৪ কিংবা ১৫ সালে ছিলো, 'সমৃদ্ধির সোনালী দিন, আনতে হলে আয়কর দিন'
.
২০১২ সালে ছিলো, 'আয়কর সুন্দর জীবনের প্রতিশ্রুতি'
.
এমন!
.
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শোভাকলোণীতে আয়কর দেওয়ার সামর্থ্য খুব কম মানুষের আছে তাই আমি ওখানে বসে মনের দুঃখে একটি ডায়লগ বানালাম,
'আগে আয় কর তারপর আয়কর'
.
সেদিন আয়কর মেলার সামনে এক ভিক্ষুক বললো ভাই কিছু সাহায্য করেন তারে স্ট্রেট কাট বলে দিয়েছি, 'নেক্সট থেকে আপনার সুন্দর জীবনের প্রতিশ্রুতি সরকার দিবে ঐ যে দেখছেন সবাই লাইনে দাঁড়িয়ে আয়কর দিচ্ছে!'
.
সরকারের প্রতি তার অনাস্থা দেখে আমি পাঁচ টাকা দিয়ে কেটে পড়লাম কারণ সরকারের চেয়ে তার আমার প্রতি আস্থা বেশী!
.
আয়কর না দিলে সাধারণত বারবার নোটিশ দেয়! প্রথমটির চেয়ে দ্বিতীয় নোটিশটি ভয়াবহ হয়!
.
নোটিশের ব্যাপারটি আমি আজকে কেডিএস এক্সেসোরিজের কলিগ আতিক ভাই থেকে জানলাম! ভয় পাইছি!
.
তো এক লোককে দ্বিতীয় নোটিশ দিয়ে কঠিন ব্যবস্থা নেওয়া হবে মর্মে চিঠি দিয়ে নোটিশ পাঠানো হল! সে তো এক প্রকার মামলার ভয়ে দৌড়ে আয়কর অফিসে রিটার্ণ জমা দিতে গেলো!
.
গিয়ে মাত্র আয়কর কর্মকর্তাকে বললো, ভাই রে প্রথম নোটিশটি খেয়াল করিনি তাই দ্বিতীয় নোটিশ পেয়ে দৌড়ে আসলাম!
.
তখন কর কর্মকর্তা বললো, প্রথম নোটিশ খেয়াল করবেন কিভাবে! প্রথম নোটিশ ই তো দিইনি কারণ ওটাতে তেমন কাজ হয় না!
.
আয়কর দেওয়ার পর জনগন তার সুফল পুরোপুরি পাবে সে গ্যারান্টি কে দিবে?
.
আগে তো হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিতে হবে!
.
মাননীয় সরকার,
স্লোগানগুলো একটু সংস্কার করে দিচ্ছি,
.
'সুখী স্বদেশ গড়তে আয়করের বিকল্প নাই, দেওয়া আয়কর বৃথা যাবেনা সে নিশ্চয়তা দিয়ে গেলাম ভাই!'
.
'সবাই মিলে দেব কর, দেশ হবে স্বনির্ভর, বাকী কাজটা প্রমাণ করে দেখাবে সরকার!'
.
'সমৃদ্ধির সোনালী দিন, আনতে হলে আয়কর দিন যদি সুদিন না আসে আগামী বছর আপনার টাকা ফেরত নিন!'
.
গ্যারান্টি নিয়ে একটা কৌতুক মনে পড়ে গেলো!
.
তার আগে জেনে রাখা ভালো, ওয়ারেন্টি মানে ভেঙ্গে গেলে জোড়া লাগিয়ে ঠিক ঠাক করে দেওয়া! গ্যারান্টি মানে নতুন আরেকটি দেওয়া!
.
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রীতিলতা হলের একটু আগের দোকানে ক্রেতা আয়না হাতে নিয়ে বিক্রেতাকে বলছে এই আয়নার কি গ্যারান্টি আছে?
,
বিক্রেতা তা শুনে বললো, ১০১ তলা থেকে ফেলবেন যদি ১০০ তলা পর্যন্ত গিয়ে ভাঙ্গে তাহলে আপনার টাকা আপনাকে ফেরত দিবো!
.
ক্রেতা তো বিক্রেতার আয়নাবাজি দেখে রেগেমেগে ফায়ার! বললো, যদি ১০১ তলায় গিয়ে ভাঙ্গে?
.
বিক্রেতা অদ্ভুত কিম্ভাকার রহস্যময়ী এক হাসি দিয়ে বললো, 'ওটার ওয়ারেন্টি আছে গ্যারান্টি নাই!'

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৭ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:২৭

অনিক_আহমেদ বলেছেন: প্রথম নোটিশ ই তো দিইনি কারণ ওটাতে তেমন কাজ হয় না!
মারছে!

হালকা করে বলা হলেও কথাগুলোর যথেষ্ট জোড় আছে।

শেষের দিকের কৌতুকটা পড়ে মজা পেলাম।

২| ০৮ ই নভেম্বর, ২০১৭ রাত ১:৫৬

জগতারন বলেছেন:
+

আবদুর রব শরীফ-এর প্রতিটি পোষ্টই ব্যাতিক্রমি !!

পোষ্টে জবর একখানা লাইক !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.