নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

যদিও পাম্প তবুও আরাম

০৯ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:৫২

কিছু প্রশ্ন উত্তর দেওয়া হয় না তাই একসাথে দিয়ে দিলাম,
.
প্রশ্নঃ শরীফ ভাই পপুলার হয়ে লাভ কি একদিন দেখবেন হক্কলে আপনাকে ভুলে যাবে!
/
উত্তরঃ তাই তো 'পপুলার লাইফ ইন্সুরেন্সে' বীমা করে রাখছি!
.
প্রশ্নঃ সারাদিন চাকরি করে লেখার সময় কই পান?
/
উত্তরঃ চব্বিশ ঘন্টা এতো ব্যস্ত থেকে আপনি পট্টি করার সময় কোথায় পান!
.
প্রশ্নঃ ভাই প্রেম করেন? কত মেয়ে ই তো আপনার জন্য পাগল!
/
উত্তরঃ পাগল বলেই তো ওরা আমাকে খুঁজে পায়না! আমিও ওদের!
.
প্রশ্নঃ ভাই আপনার লেখা পড়ে হাসতে হাসতে মরে যায়!
/
উত্তরঃ অতীতের পাঠক এবং ফলোয়াররা এভাবে হাসতে হাসতে মরে গেছে তাই লেখায় ওদের খুঁজে পাইনা!
.
প্রশ্নঃ সব লেখায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় টেনে আনেন কেনো?
/
উত্তরঃ টেনে না আনলে তো নিজে নিজে আসে না তাই!
.
প্রশ্নঃ লিখে কি হয়?
/
উত্তরঃ আপনার প্রশ্নটি করার জন্য একটি ক্ষেত্র তৈরী হয়!
.
প্রশ্নঃ ভাই বিয়ে কখন করবেন?
/
উত্তরঃ মন্তব্য নিষ্প্রয়োজন
.
প্রশ্নঃ জীবনের গল্প কিভাবে শেষ করতে আগ্রহী?
/
উত্তরঃ স্বাক্ষর দিয়ে
.
প্রশ্নঃ সারা দিন অনলাইনে থাকলে ঘুমান কখন?
/
উত্তরঃ রাতে
.
প্রশ্নঃ লেখা শিল্পকর্ম হলে আপনি কি?
/
উত্তরঃ শিল্প কর্মকার
.
আসলে আপনি যখন লিখবেন তখন প্রতিদিন আপনার দিকে অসংখ্য মজার মজার প্রশ্ন ছুঁড়ে আসবে! ঝামেলা হলো প্রশ্নগুলো শুনে বিব্রত হতে হয় কারণ আমি নিজেও বিশ্বাস করিনা আমি লেখক টাইপ কিছু কখনো হতে পারবো!
.
তবুও কথায় আছে,
'যদিও পাম্প তবুও আরাম'
.
জগদ্বিখ্যাত লেখক মার্ক টোয়েন দশ বছর পর আবিষ্কর করলে লেখালেখির ব্যাপারে আসলে তার কোন প্রতিভা নেই! বড় দুশ্চিন্তায় পড়ে গেলেন তিনি! তার এক সাংবাদিক বন্ধুকে সাংঘাতিক ব্যাপারটি তিনি জানালেন!
.
সাংবাদিক বন্ধু তারপর উল্টো প্রশ্ন করলেন, এটা বুঝার পরও তারপরও তুমি কেনো লেখালেখি চালিয়ে যাচ্ছ?
.
টোয়েন উত্তর দিলেন, গা'য়ে বিখ্যাত জনপ্রিয় ট্যাগ লেগে গেছে এখন না লিখেও উপায় নেই!
.
এভাবে লেখার অভিনয় করে যেতে হয়!
.
সমরেশ মজুমদারকে একবার প্রশ্ন করা হয়েছিলো, আপনি কিভাবে লেখক হলেন?
.
তিনি উত্তর দিয়েছিলেন, হঠাৎ একদিন দেখলাম পত্রিকায় লেখা দিলো কিছু টাকা পাওয়া যায় তা দিয়ে বন্ধুদের খাওয়ালে তারা খুশি হয়! আমি তখন থেকে এসব কারণে লেখকের অভিনয় করে লিখে যাচ্ছি!
.
এখন পর্যন্ত কোন লেখক দাবী করতে পারেনি তারা লেখক! কিন্তু লিখতে লিখতে তারা একদিন বিখ্যাত হয়ে গেছেন! হঠাৎ আবিষ্কার করলেন লোকজন তাদের লেখক বলছে! এভাবে চলছে! চলবে!

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৯ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:৫১

মাইনুল ইসলাম আলিফ বলেছেন: আপনিও একদিন পপুলার হয়ে যাবেন, ইন্সুরেস করা লাগবেনা।
বেশ ভাল লেগেছে।
শুভ কামনা।

২| ০৯ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:৫৮

মনিরা সুলতানা বলেছেন: আপনি অবশ্য ভালো লেখক !

৩| ১০ ই নভেম্বর, ২০১৭ রাত ১:৩০

প্রামানিক বলেছেন: কথা মন্দ নয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.