নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

ফলো হিম নট জনি সিন্স

১৭ ই নভেম্বর, ২০১৭ দুপুর ২:০৭



মেট্রিক ফেইল করা সুন্দরী মেয়েটি যখন স্বপ্ন দেখে বিসিএস ক্যাডার, ডাক্তার, ইঞ্জিনিয়ার পাইলট টাইলট ছাড়া বিয়ে করবে না তখন বিসিএস ফেইল করা ছেলেটি ভাবে তার কপালে রিক্সাওয়ালা বউও জুটবে না!
.
কারণ, এই শহরে একটিও মেয়ে রিক্সাচালক নেই!
.
তেমনি একটি মেট্রিক ফেইল করা ছাত্রও নেই যে বিসিএস ক্যাডার, ডাক্তার, ইঞ্জিনিয়ার মেয়ে বিয়ে করার স্বপ্ন দেখে!
.
এপিজে আবদুল কালামের উক্তির সুবাদে তাল মিলিয়ে বলতে চাই, স্বপ্ন সেটা নয় যা একজন মেট্রিক ফেইল করা সুন্দরী মেয়ে ডাক্তার ইঞ্জিনিয়ার ক্যাডার পাওয়ার জন্য দেখে বরং স্বপ্ন হলো সেটা যে মেট্রিক ফেইল করার পর রিক্সার হাতল ধরে ডাক্তার ইঞ্জি পাইলট ক্যাডার মেয়ে বিয়ে করার স্বপ্ন দেখে আরো জোরে রিক্সার প্যাডেলে চাপ দেয়!
.
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় স্কুলে পড়ার সময় বাংলা সিনেমায় দেখতাম বড় লোক বাবার একমাত্র মেয়ে রিক্সা চালক জসিমের সততার প্রেমে পড়তো তারপর রাতে আনচান করা বুকে বালিশ চেপে ধরে বিচানায় এপাশ ওপাশ করতো!
.
কিছুক্ষণ পর নায়ক জসিমকে আবিষ্কার করতাম খান গ্রুপ অব ইন্ডাষ্ট্রিজ লিমিটেডের এমডি হিসেবে চেয়ার বসে ফাইল সাইন করে যাচ্ছেন এমন সময় কারচুপি ধরা পড়তো!
.
যদিও সিনেমার মতো বাস্তবের ঘুষিতে যেমন ডিসুম ডিসুম শব্দ হয় না তেমনি কোন সুন্দরী ভালো জব করা কিংবা হাই সোসাইটির মেয়ে রিক্সাচালকের সততার প্রেমেও পড়ে না!
.
ঠিক তখনি,
.
আমরা যখন ভাবি রিক্সা চালক মানে লুঙ্গি ছেঁড়া শার্ট লিকলেকে দেহ কিংবা পুরনো জুতা পরিধান করা কোন দেহের প্রতিচ্ছবি তখন কেউ কেউ পেশাটিকে শিল্পের মর্যাদা দেওয়ার আইডিয়া নিয়ে হাজির!
.
ইস্ত্রি করা শার্টের সঙ্গে মিলিয়ে প্যান্ট, গলায় টাই, সানগ্লাসে ঢাকা চোখ, মাথায় ক্যাপ, হাতে ঘড়ি, আঙ্গুলে সোনার আংটি (রিং), পায়ে চকচকে জুতা (সু), আছে মোবাইলও পোট্রাল কিংবা পত্রিকাগুলোর এমন শিরোনামে সে হয়ে যায় রীতিমত সেলেব্রেটি!
.
বলছিলাম লক্ষীপুর শহরের স্মার্ট রিক্সা চালক ফারুকের কথা!
.
ইয়ুটিয়ুবে যার রিক্সা চালানোর উপর শত শত ভিডিও! হাজার হাজার লোক প্রতিনিয়ত তার রিক্সায় ছড়ছে! ভিডিও করে ফেসবুক ব্লগ ইয়ুটিয়ুবে দিচ্ছে!
.
লক্ষ লক্ষ মানুষ সে ভিডিওগুলো দেখছে! তার সাথে সেলফি তুলে গর্বের সহকারে ফেসবুকে আপলোড করছে প্রতিনিয়ত!
.
যার মাসিক ইনকাম এখন অনেক বিসিএস ক্যাডার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যাংকার কিংবা কর্পোরেটের চেয়ে বেশী!
.
যার রিক্সায় ঘুরতে কিংবা চায়ের দাওয়াতের জন্য লাইন ধরতে হয়!
.
তাকে দেখে শিক্ষার অনেক কিছু আছে! আসলে আমরা এসব পেশাগুলো নিজেরাই ছোট করে ফেলেছি!
.
আমি রিক্সাচালক, মুচি, কামার, কুমার, মেথর, কামলা তাই আমাকে ছেঁড়া শার্ট, ময়লা লুঙ্গী, উষ্কখুষ্ক চুল কিংবা ছোট মনের হয়ে সমাজে চলতে হবে!
.
আরে বেটা যে সমাজে গুন্ডা চাঁদাবাজ ঘুষখোর চোর বাটপার দূর্ণীতিবাজরা বুক ফুলিয়ে চলে সেখানে তুই সৎ সাহস পরিশ্রমের বিনিময়ে হালাল রুজি করে নিজেকে ছোট ভেবে মন ছোট করে রাখোস কেনো!!!
.
গায়ে চকচকে শার্ট, গলায় টাই, পায়ে সু, চোখে চশমা, কানে ইয়ারফোন দেওয়া স্মার্ট ঝাল মুড়িওয়ালা জুলহাস থেকে কিছু শিখে নিজের মনকে বড় করে বুক ফুলিয়ে সমাজে বাস করতে শিখ্ দেখবি কর্ম সম্বন্ধে মানুষের দৃষ্টিভঙ্গী পাল্টে যাবে!
.
বাংলাদেশ এগিয়ে যাচ্ছে জুলহাস কেনো পিছিয়ে থাকবে তার এমন কথাগুলো এখন ইয়ুটিয়ুবের টক অব দি কান্ট্রি!
.
এদের চেয়ে বড় মোটিবেটর কই পাবি? ফলো হিম নট জনি সিন্স!

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৭ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:২১

শাহিন-৯৯ বলেছেন: কাজ কাজই।

২| ১৭ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫২

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: গুড! হীনমন্যতা ভেঙ্গে বেরিয়ে আসুক আমাদের যুবসমাজ।


ধন্যবাদ ভাই আবদুর রব শরীফ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.