নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

মিল অমিল

২১ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৩:৫০

ছোট বেলা থেকে অনেকে আমাকে শরীফ মেলামাইন ডাকতো তারপর থেকে মনের অগোচরে ওটাকে নিজের কোম্পানী ভাবা শুরু করেছিলাম!
.
দোকানে কেউ মেলামাইন কিনতে দেখলে বলতাম সিংহ মার্কা দেখে কিনুন!
.
সত্যি বলতে যখন থেকে জানলাম শরীফ মেলামাইনও নোয়াখালির তখন থেকে নিজে নিজে 'নোয়াখালি বিভাগ চাই' আন্দোলনের সাথে ঐক্যমত পোষণ করেছি!
.
তো চট্টগ্রাম আমান বাজারের আগে জয়নব ক্লাবে একবার একটা বিয়ের দাওয়াতে গিফট নিয়ে যাওয়ার পর জিজ্ঞেস করলো, ভাইজান নাম কি? আবেগে বলে ফেললাম, মেলামাইনের গায়ে লেখা আছে! দেখে লিখে নিয়েন! যদিও গিফটের উপর মোড়ক থাকার কারণে নিজের মুখে নামটি বলতে হয়েছিলো!
.
মাঝে মাঝে ভাবতেই ভালো লাগে শরীফ মেলামাইন কোম্পানী হারপিক টাইপ কিছু বের করেনি!
.
সমস্যা হলো শরীফ অর্থ ভদ্র নম্র সভ্য অনেকে বলে আমার নামের সাথে নাকি কামের মিল নাই!
.
সবকিছুতে যদিও মিল খুঁজতে নেই!
.
সেদিন মেয়েটি বলেছিলো, 'এক হাতে তালি বাজে না!'
.
আর ছেলেটি, 'এক হাতে তালি না বাজলে কি হয়েছে তুড়ি তো বাজে!'
.
মেয়েটি উত্তর দিলো, কাউকে অভিনন্দন জানাতে তালি বাজানো হয় কিন্তু ইভ টিজিং কিংবা গুন্ডামি করতে তুড়ি বাজানো হয়!
.
ছেলেটি বললো মেয়েদের যুক্তির সাথে দ্বিমত করা পাপ! আসলে তোমার কথায় ঠিক, এক আঙ্গুলে তুড়ি বাজে না!
.
এক হাতে তালি বাজে না এটা বইয়ে লেখা আছে কিন্তু এক আঙ্গুলে তুড়ি বাজে না এটা কি কোথাও লেখা আছে?
.
লেখা থাক না থাক শব্দ তো অস্বীকার করতে পারবে না! বাজে তো! বাজে না?
.
শুধু বাজলে তো হবে না!!! অক্ষরে তো লেখা থাকতে হবে!
.
অতপর ছেলেটি বললো, প্রশংসাপত্রে অক্ষরে তো লেখা ছিলো ছেলেটি কোন অসমাজিক কাজে লিপ্ত নেই! তবুও কেনো তুমি আমাকে অবিশ্বাস করো?
.
আহারে যুক্তি! লেখা নেই বলে এক আঙ্গুলে তুড়ি বাজে না লিখলে হয়তো দশে শূন্য দিবে স্যার!
.
কিন্তু এমন অনেক কিছু আছে যা বইয়ে আছে বাস্তবে নেই! যেমন সংবিধানে আছে প্রজাতন্ত্রের কর্মচারীদের জনগণের সেবক কিন্তু বাস্তবে?
.
কিছুদিন আগে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক বলেছিলেন, 'সংবিধানে শিশুদের অধিকারের ব্যাপারে যেভাবে বলা আছে বাস্তবে তার মিল নেই'
.
১৯টি মানবাধিকার সংগঠনের সমন্বয়ে গঠিত হিউম্যান রাইটস ফোরামের সভায় বাংলাদেশ মহিলা পরিষদের চেয়ারপারসন আয়শা খানম বলেছিলেন, মত প্রকাশের স্বাধীনতা শুধু সংবিধানে আছে, বাস্তবে নেই!
.
প্রথম আলোর একটি নিউজ থেকে জানতে পারলাম, রংপুরের বদরগঞ্জ উপজেলার কুতুবপুর ইউনিয়নের উপস্বাস্থ্যকেন্দ্রে কাগজে-কলমে একজন এমবিবিএস চিকিৎসক থাকলেও বাস্তবে নেই!
.
সবকিছু বাস্তবে থাকতে হবে এমন ভাবার কোন কারণও নেই,
.
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় ডেসটিনি করতাম এবং মানুষকে বুঝাতাম আপনার নামে এতগুলো আছে কিন্তু বাস্তবে পরে দেখলাম কাগজে গাছ থাকলেও বাস্তবে নাই!
.
আহা কত কিছু সাথে কত কিছু মিল নেই তবুও সমাজে সবকিছু দেখেও নির্বাক থাকতে হয়!
.
সম্প্রতি এক বান্দর গণক বলেছে আমার কোষ্ঠিতে নাকি নামের সাথে কোন মেয়ের নামের মিল নেই! তাই বিয়ে হচ্ছে না! কপাল! আহারে কপাল!

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২১ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৪:৩৮

রাজীব নুর বলেছেন: এখন বিয়ে করার দরকার নেই।
আগে প্রচুর টাকা জমান।

২| ২১ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৪:৩৮

মোঃ মাইদুল সরকার বলেছেন: কিন্তু কিছুদিন আগেতো এক পোস্টে পড়লাম(মনে হয়) আপনি বিবাহ করেছে।


কথায় আছেনা-

ঐ ছেড়া তোর নাম কি ?

নাম দিয়া কাম কি ?

৩| ২১ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৫:০৪

মোস্তফা সোহেল বলেছেন: সব সম্ভবের দেশ বাংলাদেশ এদেশে সব কিছুই সম্ভব।

৪| ২১ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৫:১১

মিথী_মারজান বলেছেন: সবকিছুতে যখন নাম আর কাজে অমিল সেক্ষেত্রে আমরা গণকের ভবিষ্যৎবাণী নিয়ে আশার আলো দেখতেই পারি। !:#P

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.