নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

প্রাউড টু বি এ চবিয়ান

০১ লা ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:৪৫

বাংলাদেশে দুই জন আনিসুল হক আছে একজনের রম্য লেখা আমি খোঁজ দি সার্চ করে পড়ি আরেকজনের বক্তব্যগুলো সোজ দি সার্চ করে শুনি!
.
একজন মেয়র আনিসুল হক ৬৫ বছর বয়সেও ডেম্ স্মার্ট ছিলেন যার কারণে আমি তাকে ৩৫ থেকে ৪০ বছরের টগবগে যুবক মনে করতাম! আমি প্রিয় মেয়র আনিসুল হকের মৃত্যুতে যতটা না বিস্মিত হয়েছি তার চেয়ে বিস্মিত হয়েছি এই কচি খোকাটার বয়স নাকি ৬৫ ছিলো!
.
কাজী নজরুল ইসলামের যৌবনের গান প্রবন্ধের কথা মনে পড়ে গেলো! বার্ধক্য থাকে মনে দেহে নয়!
.
আরেকজন লেখক আনিসুল হক ৫২ বছর বয়সে চুল মোচ পেকে গেলেও হাসিটা এখনো এভারগ্রীন!
.
মজার বেপার হলো লেখক অনিসুল হক মাগফার আহমেদ চৌধুরী আজাদ কে নিয়ে মা উপন্যাস লিখেছিলেন,
.
১৯৭১ সালের ১৫ ই আগস্ট মুক্তিযোদ্ধের কাজ করতে চাওয়ায় একটি ছেলেকে এরেস্ট করা হয়েছিলো! তার নাম ছিলো আজাদ ৷ তার মা কে খবর দেওয়া হয়েছিলো! মা দৌঁড়ে আসলো জেলখানায়! জেলের ভিতর থেকে ছেলে কাঁদতে কাঁদতে বললো, মা ওরা আমাকে তিন দিন ধরে কিছু খেতে দেয়নি!
.
মা দৌড়ে বাসায় গেলো! তিন ঘন্টা পর খাবার নিয়ে এলো! কিন্তু ছেলেকে আর সেখানে খুঁজে পেলো না!
.
তারপর ১৯৭১ সালের ১৫ ই আগস্ট থেকে ১৯৮৫ সালের ১৫ ই আগস্ট পর্যন্ত সেই মা বেঁচে ছিলেন! সেই পনের বছরে তিনি কোন দিন আর একটি লোকমাও ভাত খায়নি!
.
তার চেয়ে মজার বেপার হলো সেই গল্পগুলো মেয়র আনিসুল হক বিশ্ববিদ্যালয়ে ঘুরে ঘুরে ফেরি করতেন! তরুণ প্রজন্মকে মোটিবেটেড করতেন!
.
মূলতো আশি নব্বই দশকের একজন সফল গার্মেন্টস ব্যবসায়ী মেয়র আনিসুল হক মোহাম্মদী গ্রুপের চেয়ারম্যান যিনি পরবর্তিতে বিজিএমই এবং এফবিসিসিআইর সভাপতি নির্বাচিত হয়েছিলেন! কেডিএস এক্সেসোরিজের সাপ্লাই চেইনে চাকরি করার সুবাদে আমি ক্লিয়ারলি বুঝতে পারি তিনি এক্কান জিনিস আছিলেন!
.
উনি সেই মাপের উপস্থাপক যিনি ১৯৯১ সালের নির্বাচনের পূর্বে বিটিভিতে শেখ হাসিনা ও খালেদা জিয়াকে  মুখোমুখি করেছিলেন!
.
সেই তিনি আবার বাংলাদেশে বেসরকারি খাতে বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর সংগঠন বিআইপিপিএর সভাপতিও ছিলেন!
.
আবার সার্ক চেম্বারের সভাপতির দায়িত্বেও ছিলেন!
.
জগতে যে পারে সে অনেক কিছু পারে আর যে পারে না সে কিছুই পারে না! তার অন্যতম উদাহরণ তিনি!
.
সবকিছু ছাড়িয়ে তিনি ২০১৫ সালে ঢাকা উত্তরের মেয়র হয়েছিলেন! জনপ্রিয় মেয়র!
.
অনেকে ভাবছেন আজকের লেখায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আসছে না কেনো!
.
মেয়র আনিসুল হক আমার প্রাণপ্রিয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন শুধু তা না উনি আমি একই বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির ছাত্র!
.
প্রাউড টু বি এ চবিয়ান!

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০১ লা ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:৩২

রাজীব নুর বলেছেন: আহারে লোকটা মকরে গেল।
ূূতিনি মনে প্রানে ঢাকা শহরের উন্নয়নের কাজে হাত দিয়েছিলেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.