নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

ওয়ান পিচ্ মেইড বাট কারিগর বাবা ডেড্(Died)

০২ রা ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:৫৪

কিছুদিন আগে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির যখন নতুন প্রজন্মকে চাকরির পিছনে না ঘুরে নিজেকে উদ্যোক্তা হওয়ার আহবান জানিয়েছিলেন তখনো আমি টর্চ লাইট দিয়ে খুঁজে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় কিংবা অন্য কোন বন্ধুকে খুঁজে পেলাম না যে উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখছে!
.
কাজী নিপু পেইজে একটি লেখা দেখেছিলাম এমন যখন মানুষ মঙ্গল গ্রহ জয় করার কথা ভাবছে আমরা তখন ভাবছি এই আকাশ ফুটো করে বের হবে কেমনে!
.
সত্যি বলতে কি বেশী কিছু লাগবে না বিশ টাকা দিয়ে একটি ফ্রুটিকা কিনে খেলেই হবে!
.
এই এক আজব দেশ আর.এফ.এল চেয়ারে বসলেই আপনি চেয়ারম্যান হয়ে যাবেন!
.
ম্যাজিক টুথ পাউডার দিয়ে দাঁত পরিষ্কার করলে জোরসে বলতে পারবেন!
.
ক্লোজ আপ ব্যবহার করলে কাছে আসার গল্পের শুরু হবে!
.
স্পিড ইনস্টান্ট এনার্জি মুখে দিলে আপনাকে কেউ আর দৌড়িয়েও ধরতে পারবে না!
.
জিইসি সানমার শপিং মলে কিছুদিন আগে টি শার্টে হাত দেওয়ার পর বিক্রতা বলো ২৫০০ টাকা! আমি বললাম এতো পাতলা একটা টি শার্টের এতো দাম! সে বললো ভাই, এটা ওয়ান পিচ্ মেইড! মাত্র এক পিচ্ তৈরী করেছে বলে এতো দাম! সে আবারো বললো, ওয়ান পিচ্ মেইড বাট কারিগর ডেড্(Died)!
.
ইন্নালিল্লাহ্!
.
সেদিন ইয়ুটিউবে লোহা বাবাকে দেখলাম শীর্ষদের নিয়ে লোহা খাচ্ছে তারপর 'প্রাণ হজম কেন্ডি' খাওয়ার পর নিমিষে সব লোহা হজম!
.
আমাদের চারপাশে এতো এতো মজার বিজ্ঞাপন থাকা সত্ত্বেও একজন বেকারের সামনে চাকরির বিজ্ঞপন মানে হট্ কেক! ক্ষেত্র বিশেষে সবচেয়ে বড় বিনোদন!
.
কিছুদিন আগে চট্টগ্রাম বন্দরে চতুর্থ শ্রেণির লস্কর পদের জন্য পুরো বাংলাদেশ থেকে ৭৪ হাজার আবেদন জমা পড়েছিলো! তাদের অনেকে জানেনা লস্করের কাজ জাহাজ বাঁধা এবং পাহারা দেওয়া! সেখানে সবকিছু ছাড়িয়ে ৯০ জন মাদারিপুরের ছেলে চান্স পেয়েছে! বাকী দুই জন চট্টগ্রামের!
.
আমার বন্ধুদের মধ্যে অনার্স মাস্টার্স করা বলতে গেলে সবাই আবেদন করেছিলো!
.
আটত্রিশ তম বিসিএসে ৯৫৫টি পদের বিপরীতে আবেদন করেছেন প্রায় ৩ লক্ষ ৮৯ হাজার ৪৬৮ জন!
.
কোন সরকারী কিংবা বেসরকারী চাকরিজীবী একজন মানুষেরও কর্মসংস্থানও করতে পারেন না কিন্তু একজন ছোট খাটো উদ্যোক্তা শত থেকে শুরু করে হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি করতে পারেন!
.
আগামী বিসিএসে নিয়োগ পাবে এমন ৯৫৫ জন মেধাবী যদি আত্মকর্মসংস্থান করে তাদের প্রতিষ্ঠানে ৪০৭ জন করে নিয়োগ দেয় তাহলে চার লক্ষ বেকারত্ব নিমিষেই দূর হবে!
.
দেশে যখন ২৬ লক্ষ বেকার যুবক তখন ঢাকা কেন্দ্রীয় লাইব্রেরী খোলার আগে লম্বা লাইন লেগে যায়!
.
সেই ক্ষণে  ‘চাকরি খুঁজব না চাকরি দেব’ স্লোগান নিয়ে এগিয়ে যাচ্ছে কিছু স্বপ্নবাজ তরুণ!
.
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) মতে যেখানে ২০১৩ সালে তরুণ উদ্যোক্তা ছিলো ৫ লাখ তা ২০১৬ সালে বেড়ে হয়েছিলো ১৭ লাখ!
.
মজার ব্যাপার হলো একটি সরকারি চাকরির আবেদন থেকে শুরু করে নিয়োগ পক্রিয়ায় যতদিন সময় লাগে ততদিনে অনেক উদ্যোক্তা সফলতার মুখ দেখা শুরু করছেন!
.
জীবনের প্রথমে প্রায় ত্রিশটি চাকরিতে রিজেক্ট হওয়া জ্যাক মা'য়ের আলী বাবা ডট কম নামক একটি ওয়েব সাইটের নিজস্ব ডিরেক্টলি প্রায় ৪৫ হাজার এবং ইন-ডিরেক্টলি লক্ষাদিক কর্মী রয়েছেন!
.
অ্যামাজন ডট কমে কাজ করছেন প্রায় আড়াই লক্ষ কর্মী!
.
আইসিটি পণ্য রফতানি করে বছরে ৮০ কোটি ডলার আয় করা হচ্ছে যা অতি নগন্য কিন্তু এই আইসিটি দিয়ে আশি হাজার কোটি ডলার আয় করা সম্ভব!
.
যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন ২০২১ সালের মধ্যে আইসিটি খাতে বিশ লক্ষ কর্মসংস্থান হবে!
.
অবশ্যই সম্ভব! এই সেক্টরে ২৬ লক্ষ বেকারের কর্মসংস্থান সৃষ্টি করা সম্ভব তার আগে মেধাবীর মাথা থেকে বিসিএস কিংবা সরকারী চাকরির ভূত দূর করতে হবে! তাদের মাথা থেকে ইউনিক আইডিয়া বের করে আনতে হবে!
.
আই এম ফাউন্ডার অব আলি.দাদা.ডট.কম, টাউটারবাবা.ডট.কম, ফেসবাবা.ডট.কম ইজ মোর ইমফোর্টেন্ট দেন আই এম প্রশাসন ক্যাডার! এডমিন ক্যাডার! এক্সেট্রা এক্সেট্রা!

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০২ রা ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৫৭

রাজীব নুর বলেছেন: সুন্দর পোষ্ট।
পড়ে মজা পেলাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.