নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

Jotro totro banan vul dekhe Cock e pani chole asce (যত্রতত্র বানান ভুল দেখে চোখে পানি চলে আসছে)

০২ রা ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৩০

একদিন এক লোক আমাকে ট্যালেন্ট বলছিলো আমি সেই সময় মনে মনে ট্যালেন্ট বানান করছিলাম! Talant না Talent কোনটা হবে ভেবে দিশেহারা!
.
শেষমেষ তাকে জিজ্ঞেস করলাম, ভাই ট্যালেন্ট বানান কি?
.
সে আমি টেলেন্ট বানান পারিনা দেখে আমাকে পৃথিবীর সেরা গাধা ভেবে ভ্রু কুঁচকে চলে গেলো!
.
তার কিছুদিন পর আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০১৭ সালের আগস্ট মাসে heal লিখতে গিয়ে heel লিখে টুইট করায় শব্দের অর্থ ক্ষমা করা থেকে পাল্টে লাথি মারায় রূপ নিয়েছিলো!
.
আমি মাল্টিলিং কী-বোর্ড ব্যবহার করি বাংলা লেখার জন্য সেখানে খেয়াল করলে দেখবেন গ এর পাশে দ আছে তাড়াহুড়া করে গুড নাইট লিখতে গিয়ে ড এর বদলে দ য়ে টিপ পড়ার কারণে কত মেয়ে যে আমাকে কালো ঘরে পাঠিয়েছে তার ইয়ত্তা নেই!
.
ইনবক্স এডিট করা যায় না কেনো!!! এই মর্মে কোন দিন যে ম্যাসেঞ্জারের বিরুদ্ধে মানহানী মামলা দায়ের করি কে জানে!
.
ফেসবুকে এক সময় আমরা সবাই বাংলিশ লিখতাম
.
তখন,
.
সর্বপ্রথম মুরাদ টাকলা পেইজ থেকে বাংলিশ বানান ভুল নিয়ে ট্রল করা শুরু হয়েছিলো
.
যেমন,
.
Dost khalar ki obosta? 'খালা তো একটু অসুস্থ'
.
Khala dakbo? 'খালা কেনো ডাকবেন'
.
Bondu bhola gecis? 'না দোস্ত ভোলা যায়নি'
.
'Kaman ace? 'কামান কেনো থাকবে'
.
Tomake vabtei amr cock(চোখে) e pani chole asce :'(
.
Jan ami toma(তমা) ke valbashi
.
Bal aci ( ভাল আছি)
.
শিক্ষামন্ত্রী যেখানে বাংলা বানানের 'শুভ উদ্বোধোন' করেছেন সেখানে বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান তার ফেসবুকে একটি ২৬৬ শব্দের স্ট্যাটাসে ৩২টি বানান ভুল করতেই পারেন!
.
দেশে ইংলিশ মিডিয়াম একটি প্রজন্মতো বাংলাও ভালো ভাবে বলতে পারে না!
.
তবুও তাদের কাছে একুশে ফেব্রুয়ারী আসে 'আমার ভাইয়ের রক্টে রাঙ্গানো এক্কুশে ফেব্রুয়ারী আম্মী কি ভুলটে পারি'
.
আসলে কি জানেন তাদের আম্মী তাদের শিখাতে ভুলে গেছে!
.
বানান সবারি ভুল হয়! কারো কম কারো বেশী তবে ভুলেরও একটি লিমিট থাকা দরকার!

মন্তব্য ২ টি রেটিং +২/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০২ রা ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৪৯

আবু তালেব শেখ বলেছেন: এর বদলে দ য়ে টিপ পড়ার কারণে কত মেয়ে যে আমাকে কালো ঘরে পাঠিয়েছে তার ইয়ত্তা নেই!
এই ভুলটা কি শুধু মেয়েদের বেলায় প্রযোজ্য ছিল?

২| ০৩ রা ডিসেম্বর, ২০১৭ রাত ১২:৫৫

সচেতনহ্যাপী বলেছেন: এখানে আমাার ব্যাক্তিগত মত হলো, ব্লগে আমি পরীক্ষা দিতে আসি নি।। যা লিখতে চাইছি, তা মোটামুটি প্রকাশ করতে পেরেছি কি!!?? যদি পেরেই থাকি দু/একটা বানান ভুলে বাংলাভাষা অশুদ্ধ হয়ে যাবে না।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.