নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

আমি কখনো হারিনি, হয়তো জিতেছি নয়তো শিখেছি

০৩ রা ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৩৮

পুরো বছরে এক দিন ছুটি কাটিয়েছি কেডিএস এক্সেসোরিজ লিমিটেডে! চৌদ্দ দিনের বিনোদন ছুটি বাকী! তাই ছুটি নিয়ে বাসায় বসে বসে ইয়ুটিউবে জ্ঞান আহরণ করছিলাম হঠাৎ মনে হলো আপনাদের সাথে কি শিখলাম তা শেয়ার করলে মন্দ হয় না!
.
আমার জানা মতে স্টানফোর্ড ইউনিভার্সিটিতে পৃথিবীর অন্যতম দামী কর্পোরেট অ্যাপলের প্রতিষ্ঠাতা স্টিভ জবস্ যে বক্তব্যটি রেখেছিলেন সেটি পৃথিবীর ইতিহাসে সেরা বক্তব্যের মধ্যে একটি,
.
সেখানে তিনি তার জীবনের তিনটি ঘটনা বলেছিলেন! তিনটি গল্পকে তিনি একটি কথা দিয়ে বুঝিয়েছিলে,
'Sometimes life hits you in the head with a brick, just keep patience'
.
সহজ বাংলা করলে 'মাঝে মাঝে জীবন একটি আস্ত ইট দিয়ে আপনার মাথায় আঘাত করবে তখন কেবলি ধৈর্য ধরে থাকুন!'
.
এমনি হয়! মাঝে মাঝে নিজের মাথা নিজে বাইজ্জায় ফাডায় ফেলতে ইচ্ছে করে!
.
কথায় আছে, 'সময় যখন খারাপ যায়, তখন সাদা কাপড় থেকেও রং ওঠে'
.
হুমায়ুন আহমেদ বলেছিলেন, সমুদ্র এবং মানুষের মধ্যে একটি মিল আছে তা হলো উভয়ের জীবনে জোয়ার ভাটা আছে!
.
আমার বাড়ি সন্দ্বীপে হওয়ায় আমি খুব কাছ থেকে বিষয়টি দেখেছি কিভাবে জোয়ার এসে নদীর বুক ভরে দিয়ে আবার নিঃস্ব করে চলে যায়!
.
এখানে নির্ধারণ হয়ে যায় কে জিতবে আর কে হারবে! থ্রী ইডিয়টসের বিখ্যাত গানটির কথা মনে আছে? 'গিভ্ মি সাম্ রেইন, গিভ্ মি সাম্ সানসাইন্... গিভ্ মি এনেদার চান্স আই ওয়ানা গ্রো আপ ওয়ান্স এগেইন'
.
হেরেছি? কোন সমস্যা নেই! আবারো হেরেছি? কোন সমস্যা নেই! আরেক বার চান্স দে শালা দেখিয়ে দিবো!
.
ইটজ্ কল্ড লাইফ
.
সেদিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় স্কুলে গরু রচনা লিখে বিশে বিশ্ মার্ক পেয়েছিস্ আমি বিশে দুই পেয়েছি দেখে ইয়ার্কি করেছিস্ আজ আবার আয় গরু রচনা লিখবো! দেখিয়ে দিবো, গরু রচনা লিখাও একটি আর্ট! পরীক্ষক হাসতে হাসতে নাম্বারিং করতে ভুলে যাবে!
.
স্যার জন ফিলিপস্ বলেছিলেন, 'যে মানুষ ভুল করে না বস্তুবে সে কিছুই করে না'
.
এন্টিবায়োটিক পেনিসিলিয়াম আবিষ্কারকে চিকিৎসা খাতের সবচেয়ে বড় আবিষ্কার বলা হয় যা পরবর্তিতে লক্ষ লক্ষ মানুষের জীবন বাঁচিয়েছিলো! যেটাকে মোস্ট ফর্চুনেট মিস্টেক বলে!
.
সবচেয়ে ভাগ্যবান ভুল!
.
টাইফয়েডে তখন লক্ষ লক্ষ মানুষ মারা যাচ্ছে! বিজ্ঞানী ফ্লেমিং শত চেষ্টা করেও কোন প্রতিষেধক আবিষ্কার করতে পারছেন না! স্ট্যাফাইলোকক্কাস ব্যাক্টেরিয়া নিয়ে কাজ করছিলেন! ভুল করে একদিন পাত্র পরিষ্কার না করে রেখে দিয়েছিলেন! অনেকদিন পর সেখানে পেনিসিলায়াম নামক ছত্রাক জন্মানো শুরু হয়েছিলো যা আশে পাশে ব্যাক্টেরিয়া জন্মাতে দিচ্ছে না!
.
খারাপ সময় আসবে! ভুল হবে! পরীক্ষায় আন্ডা পাবে! হঠাৎ সব এলোমেলো হয়ে যাবে! ক্রাশ চোখের সামনে দিয়ে বয় ফ্রেন্ডের সাথে রোমাঞ্চ করে হাঁটবে! বেস্ট ফ্রেন্ড পাত্তা দিবে না! চারদিক থেকে তীরের মতো ছুঁটে আসবে বেড নিউজ! বেড নিউজ! বেড নিউজ!
.
ইউ আর লার্নিং!
.
কিভাবে শোয়েব আক্তারের বলের সামনে ব্যাট করতে হয়!
.
এতো সজাগ হওয়া সত্ত্বেও কিভাবে সাকিব আল হাসানের বল ব্যাট ফাঁকি দিয়ে স্টাম্প ছুঁয়ে দেয়!
.
টমাস আলভা এডিসনের মতো নিজেকে বুঝাও,'আমি বলবনা আমি ১০০০ বার হেরেছি, আমি বলবো যে আমি হারার ১০০০ টি কারণ বের করেছি!
.
অথবা,
.
'আমি কখনো হারিনি, হয়তো জিতেছি নয়তো শিখেছি'
.
আরেকটি পণ করো,
.
দেখিস্ শালা একদিন আমি দেখিয়ে দিবো!!!

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ০৩ রা ডিসেম্বর, ২০১৭ রাত ৯:০৫

চাঁদগাজী বলেছেন:


আগে ভাবতাম সন্দ্বীপের লোকজন শুধু মাদ ধরে, আর জাহাজীর খালাসী হয়; এখন বাদলাচ্ছে!

সন্দ্বীপে এয়ারপোর্ট আছে?

০৩ রা ডিসেম্বর, ২০১৭ রাত ৯:২০

আবদুর রব শরীফ বলেছেন: হাহাহা সম্প্রতি হয়েছে কি না জানিনা :P

২| ০৩ রা ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৩৫

কলাবাগান১ বলেছেন: "Life heats you"?????? জীবন গরম করে দেয়?

০৩ রা ডিসেম্বর, ২০১৭ রাত ১১:২০

আবদুর রব শরীফ বলেছেন: না পরিবেশ ঠান্ডা

৩| ০৩ রা ডিসেম্বর, ২০১৭ রাত ১০:০০

রাজীব নুর বলেছেন: হতাশায় ভরা মানূষ দেখলে আমার রাগ লাগে।
মানূষ হবে আশাবাদী।

০৩ রা ডিসেম্বর, ২০১৭ রাত ১১:২৩

আবদুর রব শরীফ বলেছেন: একদম

৪| ০৩ রা ডিসেম্বর, ২০১৭ রাত ১১:২৪

কলাবাগান১ বলেছেন: Life hits you......with the reality when you find out that a person can not be a 'talent' but S/he could be talented.

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.