নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

আমার পাশে হোক তোমার কবর

০৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৪৩

হ্যালো এটা কি 2441139 'আপনার ডায়ালকৃত নাম্বারটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না'
.
হ্যালো এটা কি 2441139 'দি নাম্বার ইজ নাও ওয়েটিং'
.
হ্যালো এটা কি 2441139 'আম্মু তো এখন একটু বাথরুমে গেছে আপনি কে?'
.
হ্যালো এটা কি 2441139 'আপনি কেডা বার বার আমার বউয়ের নাম্বারে ফোন দিচ্ছেন?'
.
হ্যালো এটা কি 2441139 'নাম্বারটি বর্তমানে আর ব্যবহৃত হচ্ছে না'
.
হ্যালো এটা কি 2441139.... হ্যালো এটা কি 2441139....? দিন্ না ডেকে বেলাকে একটিবার
.
শুধু একটি বার কোন চাওয়া কিংবা প্রত্যাশা নেই শুধু একটিবার তার সাথে কথা বলতে চাইবে মন!
.
অসময়ের গল্পগুলো এমনি! একদিন আপনার চাকরি বাড়ি গাড়ি নারী সব হবে শুধু আপনার পাশে 'বেলা বোস' থাকবে না
.
অনেকে বেলা বোসকে পেয়েও অবহেলায় হারাবে
.
আজ হতে বিশ বছর পর যদি আবারো দেখা হয়ে যায়?
.
হাজারো রং নাম্বার পেরিয়ে কেউ কেউ বুঝতে শিখবে আমি শুধু তোমাকে ভালবেসেছি
.
বুঝতে শিখবে কান্না কাটি হল্লাহাটির সময় গেছে ফুরিয়ে এখন শুধু সময় উপলব্দি কিংবা ভালো লাগার
.
সময় যা যাওয়ার গেছে এখন আর তোমাকে নেই খুব বেশী জরুরী দরকার বরং একটুখানি ভালবাসার অবসর
.
চাকরি থেকে আমি অবসর নিয়েছি বেলা শুনছো? সত্যি পৃথিবীতে আছি আর মাত্র কয়েকটা মাস ব্যাস্!
.
স্বপ্ন যা ছিলো হয়ে গেলো তার পরিসমাপ্তি! থাকা হলো না কসবার ঐ দেয়াল ঘর! রাস্তার ঐ সস্তা হোটেলের দিনগুলো সারা জীবনের প্রাপ্তি তোমার আমার!
.
সাদা কালো এই জঞ্জালে ভরা মিথ্যে কথার শহরে পাশাপাশি হোক তোমার আমার কবর!
.
হ্যালো তুমি শুনতে পাচ্ছো কি?

মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৫২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সরি ! রং নাম্বার !! :P

০৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:০২

আবদুর রব শরীফ বলেছেন: রং নম্বরে রং লেগেছে

২| ০৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৫৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা

মন্দ নয় ভাবনাগুলো ;)

০৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:০২

আবদুর রব শরীফ বলেছেন: জানি চোখ মেলে দেখবে না তবু আজও আমি আছি

৩| ০৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৫৯

তারেক ফাহিম বলেছেন: এলবামটির গানগুলো শুনতে শুনতে ব্লগটি পাঠ করলাম।

অঞ্জন দত্তের উক্ত এলবামের গানগুলো আমার খুব ভালো লাগে।

ধন্যবাদ বসের গানের কলি দিয়ে ব্লগ লিখার জন্য।

০৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:০৩

আবদুর রব শরীফ বলেছেন: চেনা সেই সুর

৪| ০৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:২৬

নীল মনি বলেছেন: একটা জমাট কষ্ট :( একটা গান কত যে গল্প শোনায়

০৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:০৯

আবদুর রব শরীফ বলেছেন: জীবনের গল্প

৫| ০৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:২৬

এম আর তালুকদার বলেছেন: সে যে গেলে আর এলেনা কি দোষ বল করেছি! একবার এসে দেখে যাও কত সুখে আছি। কি যে ব্যাথা বুকের ভিতর বুকের বুঝাব কি করে...

০৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:১০

আবদুর রব শরীফ বলেছেন: জীবন! আহারে জীবন!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.