নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

বেলা শেষে

১০ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১২:১৯

মেয়েটি বলেছিলো তোমার তো টোল পড়া গাল পছন্দ কিন্তু আমার মুখে তো টোল নেই! ছেলেটি বললো, সমস্যা নেই আমি নিয়মিত শিল্প চর্চা করে টোল বানিয়ে দিবো!
.
মেয়েটি বলেছিলো তোমার তো ফর্সা মেয়ে পছন্দ আমি তো কালো! ছেলেটি বলেছিলে, এই শহরে তো এখন কালো মেয়ে নেই! রাস্তার ধূলো সবাইকে ফর্সা বানিয়ে দিয়েছে! দুজন মিলে এই শহরে কিছু দিন ঘুরাঘুরি করলে তুমিও ফর্সা হয়ে যাবে!
.
মেয়েটি বলেছিলো আমি তো শর্ট তোমার তো লম্বা মেয়ে পছন্দ! ছেলেটি বলেছিলো, এই শহরের মেয়েরা চোখে চোখে কথা বলে মনে মনে না! তুমি বরং সুখে বুকে থাকবে!
.
মেয়েটি বলেছিলো আমি তো ক্ষেত তোমার তো কারিনা ক্যাটরিনা চ্যাটরিনা পছন্দ! ছেলেটি বলেছিলো ক্ষেতে ফসল ফলানো যায়!
.
মেয়েটি বলেছিলো তোমার তো বড়লোকের মেয়ে পছন্দ আমার বাবার তো কিছু নেই! ছেলেটি বলে ছিলো যার কিছু নেই তার শুধু একমাত্র আমি থাকবো ভেবে খুব ভালো লাগছে!
.
দিন শেষে কিংবা বেলা শেষে,
.
প্রথম ছেলেটি এখন গালে টোল পড়া একটি মেয়ের সাথে সেলফি আপলোড করে!
.
দ্বিতীয় ছেলেটির লোড শেডিংয়ের রাতে বউ খুঁজে পেতে সমস্যা হয়না!
.
তৃতীয় ছেলেটির বউ তারচেয়েও চার আঙ্গুল লম্বা!
.
চতুর্থ ছেলেটি অনুর্বর জমিতে কসরত করে ফসল ফলানোর চেষ্টায় লিপ্ত
.
পঞ্চম ছেলেটি মাশাল্লাহ শশুরের খান অব দি কোম্পানির অনারেবল এম.ডি.
.
প্রথমতো আমি তোমাকে চাই! দ্বিতীয়ত আমি তোমাকে চাই! তৃতীয়ত আমি তোমাকে চাই গল্পগুলোর এখানেই সমাপ্তি!
.
তবুও কিছু গল্প থাকে অপূর্ণতা কে পূর্ণতা দেওয়ার
.
মাঝ রাস্তায় হঠাৎ যখন দেখেন কি সুইট একটা ছেলের সাথে কি ক্ষেত মার্কা একটা মেয়ে তখন কি ভেবেছেন? ছেলেটা শুধু সুইট না তার মনটা আরো বেশী সুইটেস্ট!
.
পৃথিবীতে দুই ধরণের মানুষ আছে,
.
কুষ্টিয়াতে ২০০৯ সালের অক্টোবর মাসের শুক্রবারে শিলা এবং শিমুলের বিয়ে ছিলো! গায়ে হলুদের দিন শিলার উপর দুর্বত্তরা এসিড ছুঁড়ে মারে তারপর শিলার বিয়ে ভেঙ্গে যায়!
.
ভারতের মুম্বাইয়ে রং নাম্বারে এসিড আক্রান্ত তরুণী ললিতা বেন বানসির  সাথে প্রেম অতঃপর তাকে বিয়ে করেছিলেন রবিশঙ্কর!
.
জগতে সবাই আমার তোমার মতো না রে পাগলা! কেউ কেউ অন্য রকম তাদের ভাবনাও.......!
.
বেলা শেষে, তারা বরং নতুন ভোরের স্বপ্ন দেখায়! গভীর রাতে হারিয়ে যায় না!

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১০ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:৫০

রাজীব নুর বলেছেন: পড়লাম।

১০ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:৫০

আবদুর রব শরীফ বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.