নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

একদিন জীবন হয়ে উঠে কেবলি স্মৃতিময়

১৫ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:১৫

সোজা কথা বলতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় স্কুল থেকে খেয়াল করছি পরীক্ষা শেষ হওয়ার পর থেকে বার্ষিক পরীক্ষার দুই মাস আগ্ পর্যন্ত আমি ভুলে যেতাম আমি ক্লাস নাইনে পড়ি!
.
নাইন ভুলে বিভিন্ন লাইনে বিজি থাকা হতো
.
হঠাৎ এক্সামের রুটিন দিতো আর আমার মনে পড়তো আমি ছাত্র!
.
এতোদিন কোথায় ছিলে?
.
ছাত্র জীবন বড়ই না সুখের হতো যদি না পরীক্ষা থাকিতো! আবে কোন হালা যে এক্সাম আবিষ্কার করেছে কে জানে!
.
পরীক্ষার আবিষ্কার জর্মানির হেনরি এ ফিশেল যখন জানলাম তখন আমার মাস্টার্স শেষ তখন বেচারাকে মাফ করে দিয়েছি!
.
নদী পেরোলেই কুমির কে কলা দেখিয়ে কিংবা পাহাড় ডিঙ্গালেই পাহাড়কে কলা দেখানোর মতো তাকে কাঁচ কলা দেখিয়ে জীবনে আর পরীক্ষা দিতে হবে না ভেবে আরামচ্ছে ঘুম দিলাম!
.
ঘুম থেকে উঠে দেখি জীবনে এতোদিন জাস্ট প্যাকটিস ম্যাচ খেলেছি! এখন জীবন যুদ্ধ! মূল খেলার শুরু....!
.
স্কুলে, কলেজ কিংবা বিশ্ববিদ্যালয়ে দশ মিনিট পরে ঢুকলে পবলেম হতো না এখন টাইম টু টাইম অফিসে ঢুকতে হয়!
.
তখন হোম ওয়ার্ক না করলে পেট ব্যাথা বলে চালিয়ে দিতে পারতাম আর এখন কোন ব্যাথার অজুহাত দেখিয়ে লাভ নেই!
.
তীর্থের কাকের মতো ক্যালেন্ডারের দিকে তাকিয়ে ভাবতে হয় আগামী মাসের লাস্টে একদিন সরকারি বন্ধ আছে!
.
জীবন পরীক্ষায় কোন ফাঁকি দেওয়া চলে না
.
সপ্তাহে দুদিন বাজার! আদা তেল নুন মশলা থেকে শুরু চাল ডাল লাকরী....!
.
ঐ দিকে বাসা ভাড়া থেকে বিদ্যুত গ্যাসের বিল মারিয়ে বাচ্চার ডাইপার সেরেলাক্স কিংবা স্ত্রীর ১০১ পদের ফেইস প্রাইমার,ফাউন্ডেশন,প্যানকেককনসিলার, ফেইস পাউডার, মেকাপ সেটিং স্প্রে, ফেইস ব্রাশ থেকে শুরু করে কাজল, আইলেনার, আই শ্যাড কিংবা হালের লাভলী, অলি, গলি পেরিয়ে ঐ দিকে বসের জারী!
.
ইচ্ছে হয় জীবন থেকে যদি নিতে পারতাম আড়ি!
.
জীবন মানেই তো যন্ত্রণা! বেঁচে থাকতে কি শেষ হবে না!
.
তবুও দূর থেকে মাইকের শব্দ ভেসে আসলে বুক আঁতকে উঠে!
ইন্না লিল্লাহ বলার সাথে সাথে আমি বেঁচে আছি ভেবে আরাম লাগে!
.
এখানে সারাদিনের ক্লান্তি ঝড় জাপটা প্রিয় মানুষদের হাসি মুখ দেখলে উদাও হয়ে যায়!
.
দিন শেষে জীবন হলো পরিবার পরিজন সমাজ সংস্কৃতি ইত্যাদি! মানে etc= End of Thinking Capacity
.
তবুও প্রিয় মানুষ থেকে পালিয়ে থাকতে ভালো লাগে!
.
আমি তোমার সাথে থাকবো না বলে বাপের বাড়ি চলে গেলুম চিরকুট লিখে চৌকির নিচে লুকিয়ে থাকা স্ত্রী আবার বের হয়ে দেখে স্বামী চিরকুটে কি লিখে বের হলো! সেখানে লেখা থাকে, চৌকির নিতে লুকিয়েছো ভালো কতা কিন্তু কাপড়ের কোনা দেখা যাচ্ছে তুমি বরং লুকিয়ে থাকো আমি বাজার করতে যাচ্ছি!
.
এগুলো ক্ষণিকের লুকিয়ে থেকে বুঝতে চেষ্টা করা আমি হারিয়ে গেলে সে আমাকে খুঁজবে কি না!
.
তারপর মন বলতে থাকে সে আমাকে খুঁজে নিক্!
.
আসামী পলাতক কিন্তু সে পুলিশের হাত ধরা খাওয়ার জন্য উন্মুক! আড়কোল করে কেউ চৌকির ভিতর থেকে টেনে বের করে এনে বলুক, পালাবি কোথায়!
.
কিন্তু এমন প্রিয় যে মানুষটা চিরতরে পালিয়ে যায় তখন কি বা করার থাকে! দূর থেকে মাইকের শব্দ ভেসে আসছে, একটি শোক সংবাদ... আজ রাত বারটায় একজনের প্রিয় মানুষটি চিরতরে হারিয়ে গেছে!
.
বেঁচে থেকে লাভ কি বল্ তোকে ছাড়া?
.
তবুও বাঁচতে হয়!
'একদিন জীবন হয়ে উঠে কেবলি স্মৃতিময়'

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৫ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:২৭

তারেক_মাহমুদ বলেছেন: অতীত স্মৃতি মানুষকে বাচিয়ে রাখে।

২| ১৫ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:৩৪

রূপক বিধৌত সাধু বলেছেন: তবুও জীবন যাচ্ছে চলে জীবনের নিয়মে।

৩| ১৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:০০

চাঁদগাজী বলেছেন:


সন্দ্বীপের মানুষের ভাবনা চিন্তা সমুদ্রকে ঘিরে?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.