নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

মামু বুঝছো?

২২ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:০৪

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমার এক বন্ধু আমাকে বলেছিলো দোস্ত শুনেছি নীল রংয়ে একটা নেশা আছে তাই ফেসবুক ইচ্ছে করলেও ছাড়া যায় না!
.
সব দোষ ঐ নীল রংয়ের যার কারণে মার্ক জুকারবার্গ নীল রং দিয়ে ফেসবুক ডিজাইন করেছেন!
.
না জেনে কথা বলা কিংবা তর্ক করাটা আমাদের অনেকর স্বভাব! আমি যা বুঝি কিংবা চিন্তা করি সেটাই ঠিক! বাকীরা কচু জানে!
.
সে জানে না ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ 'কালার ব্লাইন্ড' মানে বর্ণান্ধ
.
মার্ক যে রংটা ভালো দেখে সেটা হলো নীল রং তাই ফেসবুক বেদনার রংয়ে রঙ্গিন!
.
সত্যি বলতে কি পৃথিবীতে প্রতি দশ জনের মধ্যে এক জন পুরুষ বর্ণান্ধ তাই মেয়েরা রং ভালো চিনে!
.
জন্মান্ধরা লাল এবং সবুজ রং চিনতে একটু সমস্যায় পড়ে! হঠাৎ করে তাদের সামনে বাংলাদেশের পতাকা দেখালে তারা জাপানের পতাকা ভেবে বসে থাকতে পারে!
.
পতাকার কেন এমন মিল তা জানতে হলে দ্বিতীয় বিশ্বযুদ্ধে যেতে হবে যখন নেতাজী সুভাষ চন্দ্র বসু ব্রিটিশদের তাড়াতে জাপানের সাহায্য কামনা করা পর তারা পদাতিক এবং বিমান বাহিনী বাংলার অভিমুখে প্রেরণ করেছিলো!
.
ইতিহাস পড়ে দেখলে মনে হবে একমাত্র জাপান আমাদের শতাব্দির পুরনো বন্ধু
.
১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সময় তারা রাষ্ট্রীয়ভাবে আমাদের আর্থিক সাহায্যের প্রস্তুতি নিয়েছিলো!
.
যাক গে সে কথা,
.
বেগুনিকে যেমন রাজকীয় রং বলা হয় তেমনি নীলকে মনের কিংবা ভালবাসার রং বলা হয়!
.
সবুজকে যেমন প্রশান্তির রং মনে করা হয় তেমনি হলুদকে স্নায়ু উত্তেজনার রং বলা হয়!
.
লালকে হলো ভালোবাসার প্রতীক তাই দুটো রং মিলে হয় লাল-নীল সংসার তেমনি কালোকে সুরক্ষার রং বলা হয়! তাই কালো বোরকা পড়া মেয়ে আপনাকে কম যৌন আকৃষ্ট করবে!
.
সাদা যেমন বিশুদ্ধতা বহন করে তেমনি ধূসর রং গুলোও মনকে বিষণ্ন করে তুলতে পারে!
.
জীবনে কোন রংয়ের গুরুত্ব কম নয়!
.
চুল কালো হলে ভালো লাগে সাদা কেনো নয় কিংবা ত্বক সাদা হলে ভালো লাগে কালো কেনো নয়!
.
দোষটা রংয়ের নয় বরং মনের কিংবা মাথায়!
.
তেমনি ফেসবুক টুইটার ব্লগ ইয়ুটিয়ুব কিংবা এনি অনলাইন দোষটা সেসব প্লাটফর্মের না কে কিভাবে ব্যবহার করছে তার উপর!
.
পারমাণবিক শক্তি দিয়ে বিদ্যুৎ উৎপাদন করে পৃথিবী আলোকিত করা যায় অথবা বোমাও তৈরী করে সে পৃথিবী ধ্বংসও করা যায়! মামু বুঝছো?

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২২ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:১১

চাঁদগাজী বলেছেন:


হাজার হলেও আপনার বন্ধু তো, ভাবনায়ও আপনার কাছাকাছি

২২ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৩৭

আবদুর রব শরীফ বলেছেন: এটা একদম ঠিক বলেছেন গাজী ভাই

২| ২২ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:০৫

জুনায়েদ বি রাহমান বলেছেন: ভালো-মন্দ সব কিছুতেই বিদ্যমান!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.