নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

সিনিয়র ইঞ্জিনিয়ার অব ওয়েলিং ( সিইও)

২৬ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:১৫

কেডিএস এক্সেসোরিজে জব করার পর বুঝলাম বিভিন্ন প্রতিষ্ঠানের সিইও'রা(CEO) এক এক্কান জিনিস মাইরি!
.
'প্রধান নির্বাহী কর্মকর্তা' বলে কথা,
.
আমাদের সিইও একজন ইন্ডিয়ান! শুধু আমাদের না বাংলাদেশের অধিকাংশ কোম্পানীর সিইও মনে হয় ভারত কিংবা শ্রীলঙ্কান নতুবা অন্য কোন দেশের!
.
শুধু তা না,
.
গুগুলের সিইও সুন্দর পিচাই একজন ইন্ডিয়ান!
.
মাইক্রোসফটের সিইও সত্য নাদেল্লা একজন ইন্ডিয়ান!
.
নকিয়ার সিইও রাজীব সুরি একজন ইন্ডিয়ান!
.
বেস্ট সিইও খেতাব প্রাপ্ত অ্যাডোবি সিস্টেমসের শান্তনু নারায়ণ একজন ইন্ডিয়ান!
.
চিপ নির্মাণ প্রতিষ্ঠান গ্লোবাল ফাউন্ড্রিজের প্রধান নির্বাহী সঞ্জয় ঝা একজন ইন্ডিয়ান!
.
স্যানডিস্কের সিইও সঞ্জয় মেহরোত্রা থেকে শুরু করে সফটব্যাংক ইন্টারনেট অ্যান্ড মিডিয়া ইনকর্পোরেশনের প্রধান নির্বাহী নিকেশ অরোরা, নেটঅ্যাপের জর্জ কুরিয়ান, কগনিজেন্টের ফ্রানসিস্কো ডি’সুজা, হার্ম্যান ইন্টারন্যাশনালের দীনেশ পালিওয়াল ইন্ডিয়ান ছিলেন!
.
ইন্ডিয়াকে বলা হয়ে থাকে সিইও তৈরীর কারখানা!!!
.
আমরা কেনো নই?
.
কথায় আছে, 'যে দেশে গুণীর কদর নেই, সে দেশে গুণীর জন্ম হয় না'
.
রবি আজিয়াটা লিমিটেডের চিফ এক্সিকিউটিভ অফিসার হিসেবে একজন বাংলাদেশী মাহতাব উদ্দিন আহমেদ নিয়োগ পেয়েছিলেন আমরা খবর রাখিনি!
.
আমরা ব্যস্ত থাকি কোন নায়ক কোন নায়িকাকে চ্যাকা দিয়েছে! কোন ক্রিকেটার কার সাথে ডলাডলি করেছে! সুন্দরী প্রতিযোগিতায় বিজয়ী কার অতীতে বিয়ে হয়েছে! কে পাদ দিয়েছে ইত্যাদি ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে!
.
গ্রামীণ ফোনের প্রথম ভারতীয় সিইও রাজীব শেঠি যখন ২০১৪ সালে দায়িত্বগ্রহণ করেছিলেন তখন আমাদের মিডিয়া ঠিকি তাকে লাইটিং করেছিলো!
.
সিলিকন ভ্যালির বায়োটেক কোম্পানি 'থেরানস'র সিইও এলিজাবেথ হোমসের চরিত্র নিয়ে হলিউডের বিখ্যাত পরিচালক এডাম ম্যাক অভিনেত্রী জেনিফার লরেন্সকে নিয়ে যখন 'সিইও' নামক মুভি বানায় তখন আমরা 'চিটাইঙ্গা পোয়া, নোয়াখাইল্লা মাইয়া' নিয়ে পরে থাকি
.
মালয়েশিয়া স্ট্যান্ডার্ড চার্টার্ড এ ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও পদে বাংলাদেশী আবরার আনোয়ারের খবর তখন এক কোণায় পড়ে থাকে!
.
আমাদের স্বপ্নগুলো তোতা পাখির মতো শিখিয়ে দেওয়া বুলি ডাক্তার ইঞ্জিনিয়ার পাইলট টাইলট পর্যন্ত এর বাহিরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় স্কুল, কলেজ কিংবা বিশ্ববিদ্যালয়েও কাউকে দেখলাম যে তার এইম ইন লাইফ 'সিইও' লিখেছে!
.
আমি নিজেও মনে করতাম সিইও এটা কোন পোস্ট হইলো! জীবন মানেই তো বিসিএস ক্যাডার/ব্যাংকার/ ট্যাংকার...!
.
আমরা সিইও মানে বুঝি সিনিয়র ইঞ্জিনিয়ার অব ওয়েলিং!
.
আর আমাদের ম্যাক্সিমামের টেন্ডেসি হলো একবার যদি সুযোগ পাই প্রতিষ্ঠানকে খাইয়া ছাইড়া দিমু!

মন্তব্য ১১ টি রেটিং +২/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ২৬ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৫৯

হাতুরে গোয়েন্দা বলেছেন: যে দেশে পুলিশ বিশ্ববিদ্যালয় শিক্ষক কে পিটায় সে দেশে এর চেয়ে ভাল কিছু হবে না

২৭ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১২:০৪

আবদুর রব শরীফ বলেছেন: চিন্তায় পড়ে গেলাম!

২| ২৭ শে ডিসেম্বর, ২০১৭ রাত ২:২৬

চাঁদগাজী বলেছেন:


ভারতীয় ফাইন্যান্স শিক্ষা ও ভারতীয়দের মনোভাব বিশ্বে সমাদৃত হচ্ছে; তবে, বাংলাদেশ এই ধরণের হাতী পোষার অবস্হানে নেই

৩| ২৭ শে ডিসেম্বর, ২০১৭ ভোর ৪:৫৫

হাসান কালবৈশাখী বলেছেন:
এদেশীয় কর্পোরেট জায়েন্ট কম্পানিগুলো বিদেশী CEO রাখে মুলত প্রতিষ্ঠানে শৃক্ষলা বজায় রাখতে।
CEO ব্যাটা আবাল হইলেও মনস্তাত্ত্বিক কারনে বাকি স্ট্যাফরা তাকে বেশী দাম দেয়, মেনে চলে। ভয়ও পায়।

৪| ২৭ শে ডিসেম্বর, ২০১৭ ভোর ৫:২২

কলাবাগান১ বলেছেন: আমরা পারি দাদারা হাফ ডিম খায় এটা দিয়ে টিপ্পনি কাটতে...কিন্তু দাদারা হাফ ডিম খেয়ে যখন চাদে রকেট পাঠাচ্ছে, আর আমরা ফুল ডিম খেয়েও এখন ও চাদে সাঈদী কে দেখতে পাই।

৫| ২৭ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:০৩

অাব্দুল্লাহ অাল কাফি বলেছেন: "খাইয়া ছাইড়া দিমু!" প্রবনতাই আজ আমাদের খাইয়া ফালাইছে ভাইসাব।

৬| ২৭ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:৫৩

নীল আকাশ বলেছেন: জাতী হিসেবে আমরা দিন দিন ব্যর্থতার দিকে এগিয়ে যাচ্ছি। সুন্দর একটা সত্য বিষয় তুলে ধরার জন্য আপনাকে ধন্যবাদ।

৭| ২৭ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:২৭

কুকরা বলেছেন: নীলআকা৩৯ বলেছেন: জাতী হিসেবে আমরা................

"জাতী" কথাটা আগে আমাদের ক্ষেত্রে কিভাবে এপ্লিকেবল এইটা বুঝতে হবে - আসলে আমরা একটা "জাতী" কি-না, এইটা আগে বুঝতে হবে।

৮| ২৭ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:৩২

রাজীব নুর বলেছেন: আমরা এক সময় বীরের জাতি ছিলাম।
এখন ঘুণে ধরেছে।

৯| ২৭ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:২২

সাইন বোর্ড বলেছেন: মেরুদন্ড কি এখনো অাছে অামাদের ?

১০| ২৭ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:২৮

আমিন রবিন বলেছেন: সি ফর সিনিয়র!!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.