নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

মেকাপ ছাড়া জীবন

১২ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:২৭

একটা বয়স থাকে দূর থেকে পাঞ্জাবী পড়া কোন ছেলে দেখলেও বাজী ধরে বলতে ইচ্ছে করে এইা নিশ্চিত সুন্দরী কোন মেয়ে,
.
বুঝতে হবে,
.
বিয়ে বাড়ি কিংবা পার্টিতে ক্রাশ খাওয়া সুন্দরী মেয়েটি কিন্তু বাসায় এতো সুন্দর লুকে থাকে না!
.
কিংবা কোন এক সকালে উঠে আবিষ্কার করবে সে ও পাদ্ দিয়ে ঘর কুবাসিত করে দিয়েছে তুমি বরং টিভি বিজ্ঞাপনে দেখা ফ্যান্টাসি সুরভি সুবাসিত ঘর আলোময় কনসেপ্ট নিয়ে বেশী দূর সম্পর্ক টিকিয়ে রাখতে পারবে না!
.
মনের ফ্যান্টাসি আর বাস্তবতা ভিন্ন বিষয়,
.
ক্যাটরিনাও ঘরে সাধারণ চ্যাটরিনা হয়ে যায়, কারিনা সাধারণ এক রিনা এমন হয়ে থাকে........!
.
শুভশ্রীরা কুশ্রী হয়ে যায়
.
দেখুন বলিউডের রূপসী নায়িকাদের মেকআপ ছাড়া "আসল" চেহারা!
.
মেকআপ ছাড়া বলিউডের ৮ সুন্দরী
.
৩০ জন বলিউড সুন্দরীর মেকআপ ছাড়া আসল চেহারা!
.
মেকআপ ছাড়া যেমন দেখায় কলকাতার নায়িকাদের!
.
দেখুন মেকআপ ছাড়া কেমন দেখায় বাংলার নায়িকাদের !!!
.
বিশ্বাস না হলো উপরের লাইনগুলো গুগুলে সার্চ দিয়ে দেখে আসতে পারেন
.
কিংবা আবদুর রব শরীফের ফেসবুকে আপলোড করা ডিএসলার নায়করূপের লুকে সে কখনো থাকে না বলে তাকে রাস্তায় দেখেও তেমন কেউ চিনতে পারে না!
.
চামে চামে একটু নিজের বিজ্ঞাপন না করলে হয় না তেমনি মেকাপ চেকাপ করে নিজেকে বিজ্ঞাপিত করে একজন শাহরুখ সালমান আমির খানের সৃষ্টি হয়!
.
কথায় আছে, বর্তমান যুগ নাকি বিজ্ঞান এবং বিজ্ঞাপনের যুগ!!!
.
কাছ থেকে যা দেখে মুগ্ধ হন্ তার অধিকাংশ বিজ্ঞাপন! নিজেকে প্রেজেন্ট করা! বিক্রী করা! প্রমোট করা! অন্যকে আকৃষ্ট করার কসরত্!
.
মেকাপ জাদু সার্চ করে ইউটিয়ুব ভিডিও দেখে আসিয়েন কিছু ওক্কে ঠিক্ আছে?
.
ফারিয়া আপু সামু ব্লগে একবার মেকাপের একটি সংজ্ঞা দিয়েছিলেন, 'মেকাপ হল অপ্রকৃতিক বা প্রাকৃতিক বস্তু হতে কোন ব্যক্তিবিশেষকে আকর্ষনীয় করার জন্য কোন পদ্ধতিতে বা উপাদান।'
.
ফেসপাউডার, ফাউন্ডেশন, প্রিমার, ব্রোনযার, কনক্লিয়ার, ব্ল্যাশ, আইলেশ, আইশেড, আইলাইনার, ম্যাশকারা, প্যালেটস, লিপলাইনার, লিপজেল, লিপগ্লস, লিপশিমার, লিপস্টেইন, নেইপলিশ, ফলস হেয়ার এতো কিছু ব্যবহারের পর একজন নারী আর নারী থাকে না সে হুরপরী হয়ে যায়!
.
যদিও প্রকৃত সুন্দরীদের মেকাপ করলে অনেকক্ষেত্রে আরো ফালতু লাগে বিশ্বাস না হলে পহেলা বৈশাখে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আপনাদের দাওয়াত রইলো সাজুগুজু করে বান্দরী হওয়া দেখার জন্যে,
.
মেকাপে থাকা রঞ্জক এবং অন্যান্য ক্ষতিকর উপাদানের কারণে ত্বকে দীর্ঘস্থায়ী বলিরেখা, ব্রণ, লোমকূপ বড় হয়ে যাওয়া, চোখের ক্ষতি, ঠোঁট শুষ্ক এবং কালো হয়ে যাওয়া, চোখের চারপাশে বলিরেখা, ত্বকে বুড়ি চাপ থেকে শুরু করে মাথা ব্যাথা সবি হতে পারে!
.
অতিরিক্ত বিজ্ঞাপন কিন্তু ভালো না.....!

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১২ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:০৭

মরুচারী বেদুঈন বলেছেন: কথায় আছে, বর্তমান যুগ নাকি বিজ্ঞান এবং বিজ্ঞাপনের যুগ!!!

জোস!

২| ১২ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:০৯

মরুচারী বেদুঈন বলেছেন: আপনিও কম বিজ্ঞাপন দেন নায়! ;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.