নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

নেশা

১২ ই জানুয়ারি, ২০১৮ রাত ৯:২৭

কৌতুকটি করেছিলেন কর্পোরেট ট্রেইনার খ্যাত পারটেক্স স্টার গ্রুপের সিইও কে.এম. আলী স্যার,
.
এক লোক নামায পড়ে না তখন আরেক লোক বললো তুমি যদি নামায পড়ো তাহলে প্রতি ওয়াক্তের জন্য এক টাকা করে দিবো
.
এবার লোকটি টাকার আশায় নামায পড়া শুরু করলো কিছু দিন পর সে নামাযের হিসেব দিয়ে বললো তার এতো টাকা পাওনা হয়েছে সুতরাং টাকাগুলো দিয়ে দিন্
.
ভদ্রলোক উল্টে গেলো এবং বললো তুমি নামায পড়ছো তোমার সোয়াব হয়েছে আমি কেনো টাকা দিবো?
.
তখন টাকার লোভে নামাজ পড়া ভদ্রলোক বললো, আপনি তো বললেন প্রতি ওয়াক্ত নামাযের জন্য এক টাকা দিবেন!!! যা বলছেন হিসেব করে দিয়ে দিন্
.
কিন্তু ভদ্রলোক কোন রকমে টাকা দিবে না
.
তারপর নব্য নামাজী বললো, আমি আগেই জানতাম আপনি টাকা দিবেন না তাই নামাযগুলো ওজু ছাড়া পড়েছি!
.
স্যার এই কৌতুকটি কেনো বলেছেন তা অনেক চিন্তা করার বুঝলাম মূল বেপার হলো যা করার তা কোন কিছু পাওয়ার প্রত্যাশা না করে করা দরকার!
.
কাউকে লোভ দেখিয়ে কোন কাজ করালে তার মধ্যে ঘাপলা থাকে বরং তাকে ভালবেসে কাজটি করার জন্য উৎসাহিত করা দরকার!
.
আবার উল্টোও হয়,
.
শুনেছি সন্দ্বীপে আমার এক দাদা আখ পছন্দ করতেন! তখন দাদার মা ঘরের দরমায় আখ লুকিয়ে রাখতেন আর বলতেন সব পড়া শেষ করে তা মুখস্ত দিলে একটি আখ দিবেন!
.
ঐ আখ পাওয়ার আশায় দাদা পড়া মুখস্ত করে লিখে দিতেন! পরে দাদা খুব ভালো অবস্থানে গিয়েছিলেন!
.
ভালো অবস্থানে থাকা আরেক চাচাকে পড়া থেকে জোর করে ধরে এনে গোল কিপার হিসেবে বসিয়ে দিতেন চাচাতো ভাইয়েরা,
.
তারপর তিনি ইচ্ছে করে গোল খেতেন এবং এই কারণে তাকে বাকী খেলোয়াররা এক প্রকার লাল কার্ড দিয়ে মাঠ থেকে বের করে দিতো অতপর সেই চাচা বাসায় এসে আবার পড়তে বসতো!!!
.
জীবনে সেই লাল কার্ড খাওয়া মানুষগুলো আজ গাড়ি বাড়ি এবং প্রতিষ্ঠানের মালিক বনে গেছে,
.
কাজের প্রতি নেশা থাকতে হয়! মানুষ ওসাইন বোল্টের অল্প কিছু সেকেন্ডে একশ মিটার দৌড় দেখে কিন্তু এর পিছনে এগারো বছরের দৈনিক এগারো ঘন্টা করে পরিশ্রম দেখে না
.
যা হয় আরকি! যে খেলা পারেনা সে খেলোয়ার জীবন গোল কিপার হয়! আমি নিজেও ফুটবল ভালো খেলতে পারি না বলে গোল কিপার্ থাকতাম!
.
তবে পা দিয়ে ভালো শ্যুট করতে পারতাম বলে বল কিক্ করলে তা আবার প্রতিপক্ষের খেলোয়ার দ্বারা গোল বক্সে ফিরে আসতো!
.
কোন কাজে লেগে থাকলে ব্যর্থতাগুলো ঠিক এভাবে গোল হয়ে সফলতা নিয়ে ফিরে আসে!

মন্তব্য ২ টি রেটিং +২/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১২ ই জানুয়ারি, ২০১৮ রাত ১০:২০

আবু তালেব শেখ বলেছেন: ঠিক বলেছেন লোভ না দেখিয়ে ভালবাসার মাধ্যমে সকল কার্য সম্পন্ন করলে সেটাই সুফল বয়ে আনে

২| ১৩ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১১:০০

রাজীব নুর বলেছেন: সুন্দর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.