নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

প্রশ্ন ফাঁস নম্বরের জন্য ক্ষতিকর

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:২১

বর্তমান প্রেক্ষাপটে প্রথমে বলে রাখি,
.
প্রশ্ন না পেয়েও জিপিএ গোল্ডেন এ+ হি ইজ এ ব্রিলিয়ান্ট,
.
প্রশ্ন পাওয়ার পর জিপিএ গোল্ডেন এ+ হি ইজ এ সাধারণ ছাত্র,
.
প্রশ্ন পাওয়ার পরও পরীক্ষায় ফেইল হি ইজ এ লিজেন্ড!
.
এবার মূল কথায় আসি,
.
প্রশ্ন ফাঁস কিংবা জালিয়াতি করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের তৃতীয় বর্ষের জৈনক ছাত্র ২০১৭ সলে ঘ ইউনিটের ভর্তি পরীক্ষা থেকে পঞ্চাশ লক্ষ টাকা আয় করেছিলেন,
.
এমন যখন আবস্থা,
.
ফাঁস হওয়া প্রশ্ন আসল কিংবা নকল পাঠ্য হিসেবে সিলেবাসটি অন্তর্ভুক্ত করা এখন সময়ের দাবী,
.
চিন্তা করছি আগামী বই মেলায় 'আসল প্রশ্ন চিনার ১০১ টি উপায়' নামক কোন বই লিখে সময়ের চাহিদা পূরণকল্পে এগিয়ে আসবো কি না!
.
রমরমা ব্যবসার জন্য বইয়ের সাথে বোনাস হিসেবে একটি ফাঁস হওয়া প্রশ্ন দেওয়া গেলে বেপারটি মন্দ হবে না,
.
আসল বলে নকল প্রশ্ন ধরিয়ে দেওয়া মানুষগুলোর প্রতারণারোধকল্পে পুলিশের কাউন্টার টেরোরিজম বিশেষ ইউনিট খুলতে পারলেতো কথায় নেই!
.
প্রশ্ন আগেও ফাঁস হতো,
.
আমি যখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় স্কুলে পড়তাম জৈনক স্যার প্রাইভেটে দশটা দশটা করে একটা সাজেশন দিতেন তারপর ইঙ্গীত দিতেন, লাকী সেভেন!!!
.
ইয়ে মানে প্রতি দশটি সাজেসনের সাত নাম্বারটি পরীক্ষায় এসে গেছে!
.
আরেকজন শিক্ষক ছিলেন প্রশ্ন ফাইলে রেখে ভিতরের ঘরে একটু ঘুমাতে যেতেন তখন প্রাইভেট পড়া ছাত্ররা তা দেখে খাতায় প্রশ্নটি লিখে রাখতো,
.
তবে পাবলিক পরীক্ষার প্রশ্ন ফাঁস হওয়ার ঘটনা আমাদের সময় ছিলো না,
.
তবে অর্থনীতিতে পড়ার সময় এক জটিল চিত্র স্যার পরীক্ষায় আসবে বলার পরও তিন দিন গবেষণা করে পরীক্ষার দিন মিলাতে পারিনি কোন রেখা কোন দিকে ঢুকে কোন দিকে বের হয়ে প্রফিট ম্যাক্সিমাম হয়েছে!
.
প্রশ্ন ফাঁস যখন নিশ্চিত, এই কৌশলটি পরীক্ষায় ব্যবহার করা যেতে পারে! এমন প্রশ্ন করা উচিত যাতে বই খাতা নোট সব কিছু নিয়ে গেলেও যেনো কোন লাভ না হয়!
.
দিনশেষে ব্রেইন খাটিয়ে উত্তর দিতে হবে!
.
সৃজনশীল প্রশ্নের উপরে সংবিধিবদ্ধ সতর্কীকরণ লেখে দেওয়া উচিত, 'বই কিংবা নোটের সাথে হুবহু মিলে গেলে ডাবল জিরো'

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:৪৯

রাজীব নুর বলেছেন: মানুষের চেহারার জীব অনেকই আছে কিন্তু মানুষ অত্যন্ত কম । মানূষের মতন চেহারার মধ্যে জানোয়ারের সংখ্যা খুব বেশী ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.