নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

প্রচারে, অত্র এলাকার জনগন

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:০২

নব্য ধনী এক ব্যক্তি যখন যাকে দেখে তাকে বকশিশ দেয় তো যেদিন প্রথম বিমানে উঠেছেন সেদিন যাত্রা শেষে বিমান বালাকে একশ টাকা দিয়ে বলেছিলো, 'এটা রাখেন কিছু কিনে খাবেন' যেতে যেতে বিড়বিড় করে বলতে থাকলো, 'আহারে! না খেতে খেতে মেয়েটা জিরো ফিগার হয়ে গেছে'
.
একবার সন্দ্বীপে যাওয়ার পথে দেখলাম এক লোক ঘাট থেকে নেমে সামনে যাকে দেখে তাকে একশ দুইশ পাঁচশ টাকা করে দিচ্ছে! আমি পাইলাম! আমি ইহাকে পাইলাম! ইহা তো সন্দ্বীপের হাতেম তায়ী মনে করে কদমবুচি করতে যাবো এমন সময় পাশ থেকে একজন বলে উঠলো, এটা সামনে নির্বাচনে দাঁড়াবে বলে তার পূর্ব প্রস্তুতি!!!
.
না বুঝি দুনিয়া, না বুঝি তোমায়,
.
ইহা জীবনের বড্ড জটিল হিসেব নিকেশ! অর্থনীতিতে করে আসা ইকোনোমেট্রিক্সের চেয়েও কঠিনতর!
.
সদ্য কিনা চকচকে ল্যান্ড ক্রুজার সাইডে রেখে একজনকে দেখলাম সোজা ধানক্ষেতে নেমে ইরি ধান রোপন করছে! তার মাইনে দিতে গেলে কৃষকের কি অবস্থা ভেবে যখন দিশেহারা তখন ফেসবুকে ভাইরাল হওয়া একটি ছবিতে দেখলাম বৃষ্টির দিন ছাতা মাথায় গাছে পানি ঢালছে জৈনক ভিআইপি পরিবেশপ্রেমী!
.
পত্রিকায় 'হারানো বিজ্ঞপ্তি' দিয়ে হারানো বিবেকগুলো খুঁজতে ইচ্ছে করে মাঝে মাঝে,
.
সেদিন দেখলাম পুরো চট্টগ্রাম শহরে মাইকিং করে বলছে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন.....! লক্ষ লক্ষ মানুষ বক্তব্য শুনতে সমাবেত হলো উঁকি দিয়ে শুনছিলাম কি না কি বলে হয়তো শুনার পর জীবন পাল্টে যাবে! প্রধান বক্তা কাঁশি দিয়ে গলা পরিষ্কার করে শুরু করলো, 'সকল ষড়যন্ত্র রুখে ডিজিটেল বাংলাদেশ গঠনে এগিয়ে যেতে হবে.......!'
.
চারদিকে এখন খাঁজনার চেয়ে বাজনা বেশী,
.
এরপর উপস্থাপক শুরু করলো, এখন আপনাদের সামনে বক্তব্য দিতে আসবেন বাতিলের আতঙ্ক, সময়ের সাহসী কন্ঠ, স্বাধীনতার অতন্ত্র প্রহরী, চোখে মুখে আগামী, প্রাণের স্পন্দন, অত্র এলাকার গর্ব, সাধারণ মানুষের নয়নের মণি দয়ার খনি.................!
.
চিন্তা করলাম, এটা মনে হয় মূল বক্তা প্রধান অতিথি মেহমান মানুষ আর অনেক জার্নি করে এসেছে তাই একটু সাদা মাঠা বক্তব্য দিয়ে ওনাকে সুযোগ করে দিয়েছে!
.
চিন্তার মাঝখানেও উপস্থাপক তার আরো কোন কোন গুণ আছে সেগুলো বলে যাচ্ছিলো,
.
তা শুনে বক্তব্য শুনার আগে আবেগে তালি দিয়া ফালাইছি!
.
অবশেষে সেই সোনার ছেলে আসলো অবাক হয়ে দেখলাম হেতে তো আমাগো কুইদ্দাইস্সা! কাঁপতে কাঁপতে বলছে, 'আজ এই সমাবেশ বক্তব্য দিতে পেরে আমি গর্বিত! আমার নেতা জননেতা গননেতা নেতার নেতা.......... নেতা ওগো নেতা আহারে নেতা নেতারে নেতা..... না থাকলে কখনো আপনাদের সাথে কথা বলার সুযোগ হতো না' বলে স্লামালায়কুম বলে বক্তব্য শেষ করলেন,
.
আরেকটি কথা বলে শেষ করছি লেখাটির প্রচারে রয়েছেন অত্র এলাকার জনগন!

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:৩০

ঢাকার লোক বলেছেন:

২| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:৪৭

রাজীব নুর বলেছেন: একজনের সঙ্গে অন্য একজনের মিলের ব্যাপারটা বোধহয় মনগড়া।
আসলে তেমন কোনও মিল থাকে না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.