নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

বিটিভি

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:৫৮



কারাগারে শুধু বিটিভি দেখার সুযোগ পাবেন খালেদা জিয়া,
.
কারণ রাজনীতিতে এখন একটা মাইন্ড গেম চলছে এটা বুঝতে হবে!
.
১৯৭৫ সালের ১৫ আগস্ট থেকে ২১ বছর বিটিভিতে বঙ্গবন্ধুর নাম উচ্চারণে কারফিউ জারি করা ছিলো!
.
প্রতিহিংসার এই রাজনীতিক সংস্কৃতি থেকে কোন দলই কখনো বের হতে পারেনি! পারবে কি না জানি না!
.
যখন যে দল ক্ষমতায় এসেছে তখন সে দল বিপরীত দলের অস্তিত্ব মোচার চেষ্টা করেছে! আজকের এই সংকট মূলতো রাজনীতির খুব সাধারণ একটি চিত্র!
.
আসেন তারচেয়ে বরং একটু খুনসুটি করি,
.
ক্ষমতা পাল্টালে বিটিভির জয় বাংলা স্লোগান বাংলাদেশ জিন্দাবাদ হয়ে যায়! বিটিভি পরিবর্তনশীল!
.
পরিবর্তনের ধারাবাহিকতায় যখন দেখবেন সংবাদ পাঠিকার মাথায় কাপড় তখন চাঁদ উঠেছে!
.
বিটিভি সর্বদা দেশের উন্নয়ন তুলে ধরে সে যে সরকার আসুক না কেনো সে পেট পার্টি!
.
সাবেক তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ বলেছিলেন, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় চ্যানেল বিটিভি এবং জনপ্রিয় খাদ্য পানি যা সবাই ভোগ করে!
.
বর্তমান তথ্যমন্ত্রী বলেছিলেন, 'দেশের ৮০ শতাংশ দর্শক বিটিভি দেখে' প্রশ্ন হলো মাননীয় মন্ত্রী আপনি দেখেন কি না?
.
প্রকৃত তথ্য হলো রাজধানী ঢাকার মাত্র ১.২ শতাংশ মানুষ বিটিভি দেখে আর পুরো দেশে যাদের বাসায় ক্যাবেল নেই তারা বাধ্য হয়ে বিটিভি দেখে,
.
তো সরকারের সমালোচনা করায় বিচারকের মুখোমুখি হলো জৈনক অপরাধী তার শাস্তি হিসেবে এক সপ্তাহ টানা বিটিভি দেখানোর সুপারিশ করা হলে সে উল্টো সুপারিশ করে বললো, মাননীয় আদালত আমাকে ফাঁসি দিয়ে দিন!
.
খালেদা জিয়ার মুক্তির দিন যদি মুন্নী সাহা প্রশ্ন করে বসে, মাননীয় নেত্রী, টানা পাঁচ বছর বিটিভি দেখার পর আপনার অনুভূতি কি?
.
হয়তো উত্তর আসবে, 'বঙ্গবন্ধু মরে নাই'
.
একুশ বছর কেনো একুশ শাতাব্দি মুখ বন্ধ করে রাখলেও বঙ্গবন্ধুরা মরে না!
.
কিন্তু অতি এবং যত্র তত্র প্রচার করে আমরা তাদের মেরে ফেলি নতুন প্রজন্মের কাছে!!!
.
বিটিভি মানুষ যে কারণে দেখে না সেটা হলো সারাক্ষণ সরকারের গুণগান করার জন্য! উন্নয়ন প্রচার করতে হয়ে না সেটা দৃশ্যমান থাকলে এমনি প্রচার পেয়ে যায়!

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:২০

Sujon Mahmud বলেছেন: ঠিক বলছে ভাই।

২| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:২৭

বিদেশে কামলা খাটি বলেছেন: সবার মাঝে শিক্ষা আর সততার আলো থাকা প্রয়োজন।

৩| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৩৩

চাঁদগাজী বলেছেন:



১৫ই আগস্ট বেগম জিয়া কেক কাটার সুযোগ পাবেন কিনা?

৪| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৫১

বিদেশে কামলা খাটি বলেছেন: চাঁদগাজী বলেছেন:
১৫ই আগস্ট বেগম জিয়া কেক কাটার সুযোগ পাবেন কিনা?

পেতে পারেন। আজ যেমন তার পরিবারের লোকেরা খাবার নিয়ে এসেছিলেন তেমনি ১৫ তারিখে তারা কেক নিয়ে আসবেন। মোমবাতি নাও অনুমতি পেতে পারে।

৫| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৫৭

বিডি আইডল বলেছেন: একদা শেখ মুজিবের নামেও একখানা দুর্নীতির মামলা হয়েছিলো। ১৯৬০ সালে। ওই মামলাতে ন্যাশন পাপা কনভিক্টেডও হয়েছিলেন। দুই বছর কারাদন্ড সাথে পাঁচ হাজার টাকা জরিমানা।

লীগারদের এই তথ্য মনে করিয়ে দিলে উনারা হারেরে করে তেড়ে এসে বলবেন, আরে ওইটাতো রাজনৈতিক মামলা ছিলো!

তো বরাহ শাবকের বাচ্চারা, বেগম খালেদার জিয়া মামলাটা রাজনৈতিক মামলা না? এইটা শুধু রাজনৈতিক মামলা না, এইটা তো আরো বেশী কিছু। গ্রাউন্ডলেস স্রেফ ফালতু একটা মামলা। এরকম একটা মামলায় কনভিক্টেড হয়ে বেগম জিয়া যদি দুর্নীতিবাজ বলে প্রমাণিত হন তবে নেশন পাপাও দুর্নীতিবাজ :)

সো লাফালাফি খেয়াল কইরা

সিরাজ শিকদারকে ক্রসফায়ারে দেওয়ার পর ন্যাশন পাপা সংসদে দাঁড়িয়ে তার বিখ্যাত তর্জনীখানা উঁচিয়ে হুংকার ছেড়ে বলেছিলেন, কোথায় আজ সিরাজ শিকদার?

আজকে শেখ হাসিনা বলছেন কোথায় খালেদা জিয়া?

সেই একই ঔদ্ধত্য, সেই একই অহংকার, সেই একই বডি ল্যাংগুয়েজ। শেখ হাসিনা অবশ্য তর্জনী উঠাননা, তার তর্জনী উঠানোর দরকার পড়েনা। তার মুখের ভাষাই যথেষ্ট।

তো সেইদিন ন্যাশন পাপার অহংকারের ফল ভালো হয়নি। অহংকারের ফল কোনকালেই ভালো হয়না।

এক এগারোর সময় শেখ হাসিনার নামে আজম চৌধুরীর দায়ের করা চাঁদাবাজির একটা মামলা ছিলো। চার কোটি টাকার সম্ভবত। ওই মামলা নিয়ে আওয়ামীলীগের তৎকালীন সাধারণ সম্পাদক এবং বর্তমান সাধারণ সম্পাদকের দুইখানা স্টেটমেন্টও আছে। ইউটিউবে সার্চ দিলেই পাওয়া যায়। মামলাখানা শেখ হাসিনা ক্ষমতায় এসে তার আরো চৌদ্দখানা মামলার সাথে উঠিয়ে নিয়েছিলেন। শেখ হাসিনার নামে আরেকটা চাঁদাবাজির মামলার বাদী ছিলেন তাজুল ইসলাম ফারুক। বেচারা আওয়ামীলীগ ক্ষমতায় আসার পরে রহস্যজনকভাবে ট্রাক চাপা পড়ে মারা গিয়েছিলেন।

রানা প্লাজার নামে খোলা প্রধানমন্ত্রীর ত্রাণতহবিলে জমা হওয়া শত কোটি টাকার হিসাবগুলাও ঠিকঠাক রাইখেন। হিসাবটা কখনো যে দরকার পড়বেনা এমনটা হলফ করে বলা যায়না।

৬| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:২৭

শিখণ্ডী বলেছেন: খালেদা জিয়াকে জেলে না দিয়ে সারা দিন বিটিভি দেখেতে দিলেও মনে হয় তাকে উপযুক্ত শাস্তিই দেয়া হত B-)

৭| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:০২

রাজীব নুর বলেছেন:

ছবিটা জটিল।

৮| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:২৬

হাঙ্গামা বলেছেন: এই দেশে সব ছোটোলোকের বাচ্চারা রাজনীতি করে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.