নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

ফেসবুক \'বলদ লিস্ট\'

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:২১

প্রথমে বলে রাখি, সুন্দরীরা শুধু ফেসবুক ফ্রেন্ড লিস্টের সম্পত্তি নয়, তারা লিস্টের সম্পদও!
.
একটি হারানো বিজ্ঞপ্তি, 'ফ্রেন্ডলিস্টের একটি সম্পদ হারিয়ে গেছে'
.
আপনারা কোন সহৃদয়বান ব্যক্তি তার খোঁজ পেলে অতিসত্ত্বর উক্ত আইডিতে যোগাযোগ করলে উপকৃত হয়ে বাধিত থাকবো!
.
এমন মর্মে ঘোষণা দেওয়ার পর, তার সাথে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান ঝুপড়িতে দেখা হওয়ার পর একত্রে কিছু প্রশ্ন করেছিলাম,
.
তোমাকে ইদানিং ফেসবুকে দেখি না কেনো?
.
প্রতিদিন রোজ সকালে উঠে তোমার প্রোফাইল পিক্ পরিবর্তন দেখার মধ্যে মাদকতা আছে!
.
ঐ যে রোজ করে সকাল বিকাল তিনবেলা প্রশংসা করা ছেলেটি কি যেনো নাম সে একটা ছ্যাঁচড়া!
.
জানো তো তোমার নামে ফেসবুকে আরো তিনটা মেয়ে আছে?
.
তোমার নামের মেয়েগুলো অদ্ভুত কোন কারণে সেইই কিউট হয়!
.
তুমি ফেসবুকে এসেছিলে পরশু কাল কেনো আসোনি?
.
তোমার ফেসবুক আইডিটা বেলা পেয়ে গেছিলাম একদিন শুনছো! চুপ করে তুমি কথা কেনো বলছো না?
.
হিসেব করে দেখেছিলাম তোমার শেষ ছবিতে একান্ন জন কিউট শব্দটি লিখেছিলো!
.
ঐ ছেলেটা কে যে ফইন্নী লিখে কমেন্ট করেছিলো?
.
আচ্ছা বলতো তোমার লিস্টে হঠাৎ করে আমি নেই কেনো?
.
সুন্দরী বহুতক্ষণ পর মুখ খুলে বলেছিলো, আছি তো!
.
থাকলে তো আমার লিস্টে তোমাকে খুঁজে পাওয়ার কথা!
.
লিস্টে আছো তবে 'বলদ লিস্টে'
.
সত্যি বলতে কি সুন্দরীরা সত্যি গাধী হয়! এতো গাধী হয় জানতাম না! ওটাকে 'ব্লক লিস্ট' বলে!
.
আমি যদি কখনো ফেসবুকের মালিক হতে পারতাম তখন ক্ষমতায় যাওয়ার পর রাজনীতিবিদরা যেভাবে মামলা ভ্যানিশ করে তেমনি ব্লক লিস্ট রাতারাতি ভ্যানিশ্ করে দিতাম!
.
হালার পো হালার 'ব্লক লিস্ট' জেলের মতো ওখানে কেবল আসামীরা থাকে না নিরহ্ মানুষরাও বিনা দোষে বন্ধী!
.
অপ টপিক,
.
সেদিন এক এতিম বলেছিলো, নেত্রীরা কত সুখী তারা এতিমের টাকা চুরি মামলায় জেলে গেলেও তিন বেলা পেঠ ভরে খেতে পারে! মুইইও জেলে যেতে চাই!
.
পাশ থেকে আরেক এতিম, 'দূর বেটা এতিমের টাকা চুরি করে নাই আমাদের জন্য সঞ্চয় করেছে যাতে টাকা দ্বিগুণ হয়'
.
শালার এখানেও দুই দল! 'এতিম লীগ' 'এতিম দল'
.
শুধু তা না ফেসবুকেও দুইটা লিস্ট! 'ফ্রেন্ড লিস্ট' 'বলদ লিস্ট'

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:৩৪

নূর-ই-হাফসা বলেছেন: ব্লক লিস্ট আছে বলে মেয়ে জাতি কিছুটা শান্তি তে থাকতে পারে ।
কিছু বোকা ছেলে সত্যি ই আছে যারা অযথা অর্থ হীন বিরক্তির কারন হয়ে দাড়ায় ।
তবে কে যেন বলেছিলো , ব্লক লিস্টে সব অপছন্দের মানুষ থাকে না , কিছু প্রানপ্রিয় মানুষ ও থাকে ।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:০২

আবদুর রব শরীফ বলেছেন: ব্লক লিস্ট আসলে বাংলাদেশের জেলখানার চিত্র বটে

২| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:৪৬

আখেনাটেন বলেছেন: হা হা হা। তয় ভাইজান এটা ফেসবুক না। এখানে মন্তব্যের প্রতিউত্তরও দিতে হয়। না দেওয়াটা এক ধরণের বলদামী। এক্ষেত্রে আপনি মনে হয় ব্লগের 'বলদ লিস্টে' সবার উপরেই থাকবেন। ;)

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:০৪

আবদুর রব শরীফ বলেছেন: আসলে মোবাইল থেকে ব্লগিং করি যা হয় আরকি! সেদিন সকালে রিপ্লাই ক্লিক করেছি সন্ধ্যায় রিপ্লাই বক্স ওপেন হয়েছিলো!

৩| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:৫১

রাজীব নুর বলেছেন: সত্য কথা বলেছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.